আমার মনোনয়ন // Steemit Awards 2023

in আমার বাংলা ব্লগ10 months ago

শুভেচ্ছা সবাইকে।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি, সবাই ভাল ও সুস্থ্য আছেন।সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি । আমিও ভাল আছি। আজ ২৩ অগ্রাহায়ন হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৮ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।

Nomination.jpg

ব্যানার ক্রেডিটঃ@hafizullah

ঘূর্ণিঝড় মিগজাউম এর প্রভাব কেটে গেছে। সকাল থেকেই ঝলমলে রোদেলা আকাশ।মন ভাল করার মত একটা দিন। মেঘ-বৃষ্টি না থাকলে হেমন্তের এই রোদ্রুজ্জোল দিন দাগ কাটতো না। বন্ধুরা,বরাবরের মত আজ একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। পোস্টের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজকের পোস্টের বিষয় বস্তু সম্পর্কে। স্টিমিটের সাথে আমার ১৮ মাসের সম্পর্ক। গত ১৮ মাস আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছে স্টিমট-আমার বাংলা ব্লগ। আমার অফুরন্ত অবসরের দিন গুলো ব্যস্তময় করে তুলেছে, স্টিমিট- আমার বাংলা ব্লগ এই সময়কালে আমার পর্যবেক্ষন ও বিশ্লেষণের আলোকে আমার মনোনয়ন পেশ করলাম।

Best Contributor to the Community

সব প্রিয় মানুষদের থেকে একজনকে মনোনিত করা বেশ কঠিন কাজ।এই কঠিন কাজকে সহজ করে দেয় কিছু মানুষের কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা।সততা ও তার মিশন-ভিশন। যারা স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন শুভময় বদলের। নিজেকে ছাড়িয়ে যাওয়ার অদম্য প্রচেষ্ঠা প্রতিনিয়ত তাড়া করে , অন্যকেও তাড়া দিতে কারপন্য করেন না। শুধু নিজে ভালো থাকা নয়,সবাইকে নিয়ে ভালো থাকতে চান। নেতৃত্বগুনে যিনি সবাইকে আপন করে নেন। এরকম একজন মানুষকেই আজ আমি মনোনিত করবো। আর এইসব গুণাবলি কার আছে,কাকে আমি মনোনয়ন দিচ্ছি, নিশ্চয়ই এতক্ষনে বুঝতে পেরেছেন বন্ধুরা! তিনি আর কেউ নয়, তিনি আমাদের সবার প্রিয়, আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা। কেন দাদা কে আমার মনোনয়ন? কারন স্টিমিটের বেস্ট কমিউনিটির তিনি প্রতিষ্ঠাতা। অর্থবল-একাগ্রতা,নিষ্ঠা,সততা ও নির্মোহ নেতৃত্ব দিয়ে তিনি আমার বাংলা ব্লগকে একটি প্রতিষ্ঠানে পরিনত করেছেন। যার আমরা গর্বিত সদস্য। এছাড়া স্টিমিট এলায়েন্স, বিউটি অফ ক্রিয়েটিভিটি, স্টিম ওয়ারচার, ট্রন ফান ক্লাব সহ আরো প্রতিষ্ঠান। যার স্বপ্নদ্রষ্টা আমাদের @ rme । তাই The Steemit Awards 2023 এ Best Contributor to the Community আমার একমাত্র মনোনয়ন @rme দাদা।

Best Community

চোখ বন্ধ করে সেরা কমিউনিটি মনোনয়নের ক্ষেত্রে চোখের সামনে জ্বলজ্বল করছে, সেটা হচ্ছে আমার বাংলা ব্লগ(hive-129948)। কারণ আমার আমার বাংলা ব্লগ একটা পরিবার হিসেবে গড়ে উঠেছে। হাসি-খুশি,আনন্দ-বেদনায় যে পরিবারের সদস্যরা একে অপরের পাশে থাকে।ভাবতে অবাক লাগে বিশ্বায়নের এই যুগে একটি ভাষাভাষি মানুষের কত আপন হয়ে উঠতে পারে। নিজের ক্রিয়েটিভিটি,মতামত স্বাধীনভাবে মাতৃভাষায় সদস্যরা ব্যক্ত করতে পারছেন।সবচেয়ে ভালো লাগা একজন সদস্যকে হাতে কলমে বিনা পয়সায় যোগ্য করে গড়ে তুলছে। যার জুড়িমেলা ভার। এছাড়া এবিবি স্কুল, এবিবি ফান, বেষ্ট ব্লগার, ফাউন্ডার চয়েস,ফিচারড আর্টিকেল,প্রতিযোগিতা, কুইজ,হ্যাংআউট,এ্যাকটিভ,সুপার এ্যাকটিভ, বেস্ট ব্লগার প্রভৃতি কর্মসূচির মাধ্যমে সদস্যদের সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই The Steemit Awards 2023 এ Best Community বেস্ট কমিউনিটি মনোনয়নের ক্ষেত্রে কোন দ্বিধা ছাড়াই আমার মনোনয়ন আমার বাংলা ব্লগ।

আমার পরিচয়

Best Author

The Steemit Awards 2023 এর সবচেয়ে কঠিন আমার কাছে মনে হচ্ছে অথর মনোনিত করা। অনেকেই আমার প্রিয় অথর। কাকে ছাড়া কাকে দেই ! তার পরেও বেছে নিতে হচ্ছে একজনকে। আর তিনি হচ্ছেন @Hafizulla । আমার মনে হয়েছে বিভিন্ন বিয়য়ে ব্লগ লিখতে তিনি বেশ পারদর্শী। নিজেকে ছাড়িয়ে যাওয়ার অনবদ্য প্রচেষ্টা লক্ষ করেছি তার লিখনিতে। তার লেখায় টানটান একটা ভাব থাকে যা পাঠককে গভীরে ঢুকিয়ে নিতে সহায়তা করে। বিশেষ করে সমসাময়িক বিষয়ের উপর লেখা গুলোতে তিনি পাঠকদের আলোড়িত করতে, ্পাঠকদের ভাবনার জগতে প্রবেশে সহায়তা করে থাকেন। তিনি বহুমাত্রিক ব্লগার। হাফিজুল্লা ভাইয়ের কবিতা,গল্প,সমসাময়িক বিষয়ে লেখা ও বিভিন্ন ব্লগ আমার ভীষন প্রিয়।্তাই The Steemit Awards 2023 এ Best Author এ আমার মনোনয়ন @Hafizulla ভাই।

সবার সুস্বাস্থ কামনা করে আজকে আমার মনোনয়ন ব্লগ এখানেই শেষ করছি। আগামিকাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণীমনোনয়ন
পোস্ট তৈরি@selina75
তারিখ৮ ডিসেম্বর, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটি সফলতার সর্বোচ্চ উচ্চতায় রয়েছে । যার জন্য এই অবদান আমাদের প্রিয় দাদা। তার সকল পরিকল্পনা সকল কার্যক্রম আজকের এই সফলতা । যেটা আমরা সবাই কমবেশি সাক্ষী রয়েছি ।সেজন্য এই অ্যাওয়ার্ডের একমাত্র প্রাপ্য তিনিই। দাদার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমাদের প্রিয় দাদাকে মনোনয়ন দেওয়া দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের প্রিয় দাদা আমাদের নিকট থেকে মনোনয়ন পাওয়ার শতভাগ উপযুক্ত। স্টিমি ট প্লাটফর্মকে কেন্দ্র করে তার সমস্ত কার্যক্রম গুলো সকল ইউজারদের জন্য অনেক কল্যাণকর। আর নিঃসন্দেহে আমার বাংলা ব্লগ কমিউনিটি সবথেকে সেরা কমিউনিটি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62195.97
ETH 2415.56
USDT 1.00
SBD 2.64