ডাই প্রজেক্টঃকাগজ কেটে দুই জোড়া প্রজাপতি তৈরি।

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি।আজ ৫ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৯ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাতের কাজ উপস্থাপন করবো। আর তা হচ্ছে রঙ্গিন কাগজ কেটে দুই জোড়া প্রজাপতির নকশা তৈরি। এধরণের কাজ করতে আমার ভালই লাগে, তাই মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই দুই জোড়া প্রজাপতির নকশা তৈরি করতে প্রধান উপকণ হিসেবে ব্যবহার করেছি সাদা কাগজ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে কাগজ কেটে দুই জোড়া প্রজাপতির নকশা তৈরি করলাম। আশাকরি ভাল লাগবে আপনাদের।

d2.jpg

উপকরণ

d8.jpg

১।বিভিন্ন রং কলম
২।পেন্সিল
৩। কাচি
৪।সাদা কাগজ

১ম ধাপ

d9.jpg

d10.jpg

প্রথমে ১০"X৫" সাইজের এক টুকরো সাদা কাগজকে ৪" পরিমাণ করে নিয়ে সামনে পিছনে ভাঁজ করে নিয়েছি।

২য় ধাপ

d6.jpg

ভাঁজ করা কাগজটিতে পেন্সিল দিয়ে প্রজাপতি এঁকে নিয়েছি।

৩য় ধাপ

d5.jpg

এঁকে নেয়া প্রজাপতিটি দাগ বরাবর খুব সাবধানে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

৪র্থ ধাপ

d11.jpg

কেটে নেয়া কাগজটিকে সাবধানে খুলে নিয়েছি। খুলে নেয়ার পর ২জোড়া প্রজাপতি তৈরি হয়ে গেছে।

৫ম ধাপ

d4.jpg

প্রজাপতিগুলো যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য বিভিন্ন রং করে নিয়েছি।

উপস্থাপন

d1.jpg

d3.jpg

বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি কাগজ কেটে দুই জোড়া প্রজাপতির নকশাটি আপনাদের ভালো লেগেছে । আপনার ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় । পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন এ গরমে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
ক্যামেরredmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৯ সেপ্টম্বর,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইক অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 11 months ago 

কাগজ কেটে খুব সুন্দর দুই জোড়া প্রজাপতি শেয়ার করলেন।দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন।অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনি রঙিন কাগজ কেটে অনেক সুন্দর করে দুই জোড়া প্রজাপতি তৈরি করেছেন যেগুলো অনেক সুন্দর হয়েছে। প্রজাপতি গুলার মধ্যে বিভিন্ন রং দিয়ে ডিজাইন করার কারণে অনেক বেশি কিউট লাগছে দেখতে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো কেটেছেন এবং রং করেছেন যা দেখে বুঝতে পারছি।

 11 months ago 

আপনার কাছে আমার বানানো প্রজাপতি কিউট লেগেছে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর দুই জোড়া প্রজাপতি তৈরি করেছেন। দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

চমৎকারভাবে কাগজ কেটে আপনি আমাদের মাঝে প্রজাপতির দৃশ্য তৈরি করে দেখিয়েছেন। তবে এই প্রজাপতি শুধুমাত্র একটা নয়, দুই জোড়া! যথেষ্ট খাটা খাটি করে কার্যক্রম সম্পন্ন করেছেন দেখছি। অনেক অনেক ভালো লাগলো আপনার এই অসাধারণ কার্যক্র।

 11 months ago 

সময়তো একটু লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

প্রজাপতির দেখলে আমার কাছে খুব ভালো লাগে‌। বৈচিত্র্যময় প্রজাপতি সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো । আপনার প্রজাপতি দুটি দেখতে সত্যি খুব চমৎকার লাগছে। প্রজাপতি তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 11 months ago 

আপনি কাগজ কেটে বেশ চমৎকার প্রভাব প্রতি তৈরি করেছেন। প্রজাপতি আগে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়ে কেটে তার উপরে যে রঙের কালার কম্বিনেশনটা দিয়েছেন এটা খুবই চমৎকার হয়েছে। তৈরি ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

কাগজ কেটে দুই জোরা খুব সুন্দর প্রজাপতির অরিগামি বানিয়েছেন দেখতে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য। শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ আপনাকেও।

 11 months ago 

কাগজ কেটে সুন্দর করে প্রজাপতি ডিজাইন করেছেন। তার উপর আবার রং পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলেছেন। সত্যিই মুগ্ধ হওয়ার মত একটি কাজ করলেন ।এই ধরনের কিছু ডাই প্রজেক্ট গুলো দেখলেই অনেক ভালো লাগে। নিজের দক্ষতাও বেড়ে যায় অনেক সুন্দর হয়েছে আপু ২ জোড়া প্রজাপতি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে কাগজ কেটে দুই জোড়া প্রজাপতি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের প্রজাপতি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজগুলো কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রতিটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিক তাই এ ধরনের কাজ করার সময় কাজ কাটতে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47