লাইফ স্টাইলঃবন্ধু দিবস।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি বরাবরের মত ভালো আছেন সবাই।আমিও আছি মোটামুটি। আজ ২২ শ্রাবণ, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৬ আগষ্ট,২০২৩ খ্রীস্টাব্দ।। মেঘলা আকাশ।গুড়ি গুড়ি বৃষ্টি। অনেক জায়গায় ভারি বৃষ্টি হলেও ঢাকার মিরপুরে গুড়িগুড়ি বৃষ্টিই চলছে।বন্ধুরা,বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে আজ ২২ শ্রাবণ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রয়াণ দিবস। কবিগুরুর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রিয় আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি লাইফস্টাইল পোস্ট নিয়ে। আর তা হচ্ছে বন্ধু দিবস নিয়ে। আশাকরি সাথেই থাকবেন।

f1.jpg

source

রক্তের সম্পর্কের বাইরের একটি সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। বয়স, ধনী-গবীর,ধর্ম বাঁধা হয়ে দাড়ায় না বন্ধুত্ব তৈরিতে।বন্ধুত্ব পুরোনো হয়না কখনও সজীব-সতেজ থাকে সবসময়। অনেকদিন পর দেখা হলেও কি অমলিন সম্পর্ক। না বলা কথা গুলো অনায়াসে বলা হয়ে যায়। বন্ধুরা দূরে থাকলেও একে অপরের ব্যাপারে সব জানে।সত্য-মিথ্যের বাইরে একে অপরকে পছন্দ করে। এ পছন্দ দেনা-পাওনার পছন্দ নয় কিংবা স্বার্থের পছন্দ নয়, একবারে নিঃস্বার্থ পছন্দ।চলার পথে বিভিন্ন ধাপে-জীবনের বাঁকে অনেক সময় অনেক বন্ধু জীবনে আসে। তবে ছোট কালের বন্ধুরা অমলিন থাকে সবসময়।বন্ধুত্বের সম্পর্ক আসলে আত্মার।

বন্ধুর জন্য প্রতিটি দিন সমান। বিশেষ দিনের দরকার হয়না।তারপরেরও অনেকদিন ধরেই একটি দিন বন্ধু দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে বিশ্ব ব্যাপী। বন্ধু দিবসে বন্ধুদের ফুল, কার্ড, রিস্ট ব্যান্ড ইত্যাদি উপহার দিয়ে বন্ধুদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা হয়। দূরে থাকার কারণে বা ব্যস্ততার কারণে যাদের বছরের পর বছর দেখা হয় না তাদের সঙ্গেও দেখা করার জন্য দিনটা উপযুক্ত। প্ল্যান করে বন্ধু দিবসে দেখা করা এখন দূরের বন্ধু বা ব্যস্ত বন্ধুদের রেওয়াজে পরিনত হয়েছে। বিশেষ করে স্যোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন বিদস গুলো বেশ জমজমাট ভাবেই পালিত হয়ে আসছে। শুধু স্যোশ্যাল মিডিয়ার যুগে নয় তার আগ থেকেই বন্ধু দিবস উদযাপিত হয়ে আসছে। স্যোশ্যাল মিডিয়া হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পেতে সহায়তা করে, সেই উদযাপনকে আরো জমাট করেছে।বিভিন্ন দেশে বিভিন্ন দিনে এই দিবসটি পালিত হলেও ১৯৫৮ সালের ২০ জুলাই, 'ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড এর প্রতিষ্ঠাতা প্যারাগুয়ের চিকিৎসক র‌্যামন আর্থেমিও ব্রেচ ৩০ জুলাই বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাঠায়। প্রায় ৫৩ বছর পর, ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে “বিশ্ব বন্ধু দিবস” হিসেবে নির্ধারণ করেন। তখন থেকেই বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে। তবে বিভিন্ন দেশে একই দিনে দিনটি পালিত হয়না ।ভারত-বাংলাদেশে বন্ধু দিবস আগষ্টের ১ম রবিবার উদযাপিত হয়ে থাকে।মজার ব্যাপার হচ্ছে, বন্ধু দিবস দুই বন্ধুর অমর কোনো কাহিনি নয়। সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যেই এর প্রচলন শুরু হয়েছিল। ১৯৩০ সালে এই কাজটি করেছিলেন বিশ্বখ্যাত উপহারসামগ্রী ও কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হলমার্কের অন্যতম প্রতিষ্ঠাতা জয়েস হল। তিনি প্রতিবছর ২ আগস্ট যুক্তরাষ্ট্রে বন্ধুত্ব দিবস উদ্‌যাপনের বিষয়টি সামনে আনেন। এদিন কার্ড আদান-প্রদানের মাধ্যমে বন্ধু দিবস পালন করার চল শুরু হয়। অবশ্য তাঁর সে প্রচেষ্টা অতটা সফল হয়নি। তবে সফল হন র‌্যামন আথেমিও ব্লেচ বিশ্বব্যাপী ধর্ম-বর্ণনির্বিশেষে বন্ধুত্ব, ঐক্য ও ভালোবাসা ছড়িয়ে দিতে- ব্যবসায়িক স্বার্থে নয়। তবে যেকোন দিবসের মত বন্ধু দিবসের ব্যাবসায়িক মূল্য কিন্তু কম নয়।

পরিশেষে বাংলাদেশের কন্ঠ শিল্প তপুর গাওয়া একটি গানের লিরিক দিয়ে শেষ করছি আজকের ব্লগ।

পুরো পৃথিবী এক দিকে, আর আমি অন্য দিক/সবাই বলে করছ ভুল, আর তোরা বলিস ঠিক/তোরা ছিলি, তোরা আছিস/জানি তোরাই থাকবি/বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কী লাগে?

বন্ধুতার জয় হোক। বন্ধুতা এমনই।

Sort:  
 last year 

বন্ধু দিবস নিয়ে আপনি অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন আজকে। আসলে বন্ধুত্ব এমন একটা জিনিস যা কখনো ভাঙ্গে না। রক্তের সম্পর্ক ছাড়া যে সম্পর্কটা রয়েছে তা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। আসলে আমাদের জীবনটা তো বন্ধু ছাড়া চলে না। প্রিয় বন্ধুগুলোকে নিয়ে একসাথে থাকার আনন্দটা অন্যরকম হয়। আপনি অনেক সুন্দর করে আজকের এই পোস্টটা লিখেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। সম্পূর্ণটা অনেক সুন্দর করে লিখেছেন এটা কিন্তু বলতে হচ্ছে।

 last year 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

একদম ঠিক কথা বলেছেন আপু রক্তের সম্পর্কের বাইরে বড় একটি সম্পর্ক বন্ধুর সম্পর্ক,কারণ এই সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে। বিশেষ করে বন্ধু প্রয়োজন জীবনে বেঁচে থাকতে হলে। যাই হোক বন্ধু দিবস সম্পর্কে আমার ধারণা ছিল না। আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে স্মরণ করতে পারলাম বন্ধু দিবস।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলেই খাটি বন্ধুত্বের কোন তুলনা হয়না।আমরা ছয়জন বেস্ট ফ্রেন্ড আছি,প্রায় ১৩বছর ধরে।বিপদে আপদে সব সময় একজায়গায়,একে অপরের পাশে। যদিও কখনো ফ্রেন্ডশিপ ডে ওভাবে পালন করা হয়নি। ফ্রেন্ডশিপ ডে নিয়ে অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্ট থেকে। ধন্যবাদ আপু দারুন ইনফরমেটিভ পোস্ট টির জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

এভাবেই টিকে থাক আপনাদের বন্ধুত্ব।অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার বন্ধু দিবস নিয়ে লেখা এই পোস্টটা কিন্তু সম্পূর্ণটা বেশ ভালোই উপভোগ করে পড়েছি আমি। যদিও বন্ধু দিবস সম্পর্কে এত ধারণা ছিল না, তবে আপনার পোস্টটা পড়ে অনেক কিছু জানতে পেরেছি। এই সম্পর্কে অনেক কিছুই জানতে পেরে আমার তো খুব ভালো লেগেছে। এরকম পোস্টগুলো পড়তে আমি একটু বেশি পছন্দ করি। কারণ এরকম পোস্টের মাধ্যমে জানা অজানা অনেক কিছুই জানা যায়। খুব সুন্দর ছিল সম্পূর্ণটা।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া ।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। কিছুদিন আগেই এই বন্ধু দিবস পার করলাম আমরা। আপনি একদম ঠিক বলেছেন আপু রক্তের সম্পর্কের বাইরে বড় একটি সম্পর্ক বন্ধুর সম্পর্ক আমিও আপনার কথায় একমত কারণ এই সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে আমাদের মাঝে। বন্ধু দিবসের দিন আমরা বন্ধুরা অনেকেই এক জায়গায় বসে সন্ধ্যের দিকে বেশ আড্ডা দিয়েছিলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91