পেইন্টিংঃরাতের শহর।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৭ই ফাল্গুন বসন্তকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ২ রা মার্চ,২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ আমি রাতের শহরের পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করবো।আমি চেস্টা করি বিভিন্ন ধরনের আর্ট আপনাদের সাথে শেয়ার করার। কখনও পেন্সিল স্কেচ, কখনও ম্যান্ডালা আর্ট,কখনও মাধুবনী আবার কখনও বা পোস্টার রং দিয়ে কোন আর্ট। আজ আমি পোস্টার রং দিয়ে করা একটি পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করবো। পোস্টার রং ব্যবহার করে আজ রাতের শহর এর পেইন্টিং করার চেস্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে বরাবরই আমি বেশ পছন্দ করি। যদিও সব সময় করা হয় না। কেননা এ ধরনের পেইন্টিং করতে সময় নিয়ে বসতে হয়। আর সেই সাথে এই ধরনের পেইন্টিং করতে সময়ও বেশি লাগে। কারন একটি রং শুকানোর পরই অন্য রং এর কাজ করতে হয়। তাই এ ধরন পেইন্টিং তেমন একটা করা হয় না। তবে বেশ ভালো লাগে এই পেইন্টিং করতে। রাতের শহরের পেইন্টিংটি করার পর আমারও বেশ ভাল লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। পেইন্টিংটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, পেইন্টিংটির বিভিন্ন ধাপ গুলো । আশাকরি ভাল লাগবে আপনাদের।
উপকরণ
১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।বিভিন্ন সাইজের তুলি
৪।বিভিন্ন শেডের পোস্টার রং
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-২
পেন্সিলের দাগের ভিতরে লাল রং করে নিয়েছি। সেই সাথে পেন্সিল দিয়ে কিছু বিল্ডিং এর শেপ এঁকে নিয়েছি হাল্কা করে।
ধাপ-৩
বিল্ডিংগুলো কালো রং করে নিয়েছি।
ধাপ-৪
সাদা রং দিয়ে জানালা এঁকে নিয়েছি। সেই সাথে আকশে চাঁদ ও কিছু তারা এঁকে নিয়েছি।
ধাপ-৫
কালো ও সাদা রং দিয়ে কিছু তার সহ লাইট এঁকে নিয়েছি।সেই সাথে আরও কিছু কাজ করে নিয়েছি।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।
উপস্থাপনর
আশাকরি ,আজকে রাতে শহরের পেইন্টিংটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ বিকাল।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২রা মার্চ, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপু আপনি রাতের শহরের খুব সুন্দর একটি দৃশ্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন আপু একটা রং শুকালে তারপর আরেকটি রং করতে হয় আর সেজন্য প্রচুর সময় লাগে। তাইতো আমার ও পেইন্টিং খুব একটা করা হয় না। আপনার পেইন্টিং দেখেই বুঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে সম্পূর্ণ করেছেন। রাতের শহর আলো ঝলমল থাকে বলে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
শহর সব সময় জেগে থাকে। তাইত এতো আলো। ধন্যবাদ আপু।
https://x.com/selina_akh/status/1896147180689494059
রাতের শহরটা বাস্তবে যেমন ঝলমলে হয় ঠিক তেমনি আপনি পেইন্টিংয়েও তুলে ধরেছেন বেশ ঝলমলে। এত সুন্দর করে পেইন্টিং করেছেন যে দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রচেষ্টা খুব ভালো ছিল। এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
চেস্টা করেছি রাতের শহরের ঠিকঠাক পেইন্টিং করতে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
পোস্টার রঙ দিয়ে পেইন্টিং গুলি করতে ভালোই লাগে তবে এগুলো বেশ সময় সাপেক্ষ আর্ট। কেননা পোস্টার রঙের পেইন্টিং গুলি একটি কালার শুকানোর পর আরেকটি কালার করার জন্য অপেক্ষায় থাকতে হয়। যাই হোক আজকে আপনি চমৎকারভাবে শহরের রাতের দৃশ্য পেইন্ট করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার পেইন্টিংটি। ধাপে ধাপে সুন্দর বর্ণনা সহকারে প্রত্যেকটা প্রসেস আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক তাই সময় লাগে পোস্টার রং দিয়ে কোন পেইন্টিং করতে। তবে পোস্টারের রং এর পেইন্টিংগুলো দেখতে সুন্দর হয়।
রাতের শহরের দারুন দৃশ্য ছবির মাধ্যমে এঁকেছেন দেখছি। এখানে দুটি বাড়ির মধ্যবর্তী অঞ্চলে আলোগুলি খুব সুন্দর ভাবে ছবিতে ফুটিয়ে তুলেছেন। তাৎক্ষণিকভাবে ছবিটি দেখে কোন উৎসবে লাগানো আলো বলেই মনে হচ্ছে। ছবিটির মধ্যে এক অদ্ভুত রকমের ভালো লাগা আছে। রাতের আকাশ সুন্দরভাবে লাল হয়ে উঠেছে আপনার ছবিতে।
শহরে উৎসব চলছে দাদা। ধন্যবাদ।
আপনার তুলির ছোঁয়ায় রাতের শহর যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। আলো-আঁধারের খেলায় প্রতিটি রঙ এতটাই প্রাণবন্ত লেগেছে যে মনে হচ্ছে, এই শহরটা যেন নিঃশব্দে নিজের গল্প বলে চলেছে। আপনার নিখুঁত শৈল্পিক স্পর্শ সত্যিই মুগ্ধ করার মতো। এমন সুন্দর একটি সৃষ্টি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
কি সুন্দর করে বললেন আপু। বেশ ভাল লাগলো পড়ে। ধন্যবাদ আপু।
Daily task
এ ধরনের পেইন্টিং করতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। রাতের শহরের চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু। রাতের বেলার আলোকিত শহর দেখতে ভীষণ ভালো লাগে। আপনার পেইন্টিং এর মাধ্যমে চমৎকার শহরের দৃশ্য দেখতে পেলাম। পেইন্টিং টি সম্পন্ন করার প্রসেসগুলো আমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
যে কোন ধরনের আর্ট আমার বেশ পছন্দ। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
রাতের শহরের অপরূপ সৌন্দর্যময় পেইন্টিং করেছেন। পেইন্টিংটি আমার কাছে দারুন লেগেছে। সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।