অরিগ্যামিঃরঙ্গিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমি বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে প্রিয় আমার বাংলা ব্লগের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারিনি। খুব মিস করেছি আপনাদের। এখন একটু সুস্থ্যতার দিকে। আজ ২০ শ্রাবণ, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৪ আগষ্ট,২০২৩ খ্রীস্টাব্দ।আমার নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ব্যাঙ এর অরিগ্যামি উপস্থাপন করবো ।আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। আজ আমি ব্যাঙ এর অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ ও কাঁচি সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের ব্যাঙ এর অরিগ্যামি। আশাকরি, আজকের ব্যাঙ এর অরিগ্যামি ভাল লাগবে আপনাদের।

f22.jpg

উপকরণ

o1.jpg

১।সবুজ রং এর কাগজ
২।কাঁচি
৩।গাম
৪।ঔষধের স্ট্রিপ
৫।কালো রং এর কাগজ

তৈরির পদ্ধতি

ধাপ-১

o19.jpg

o20.jpg

প্রথমে ওষুধের স্ট্রিপকে কেটে নিয়েছি । এবং এক টুকরো কালো রং এর কাগজ কেটে নিয়েছি। এবং কেটে নেয়া কালো রং এর কাগজের টুকরোকে গোল করে প্যাচিয়ে নিয়ে ওষুধের স্ট্রিপ এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি,ব্যাঙ চোখ বানানোর জন্য।

ধাপ-২

o2.jpg

প্রথমে ৯ইঞ্চি X ৯ইঞ্চি সাইজের সবুজ রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি,ব্যাঙ তৈরি করার জন্য।

ধাপ-৩

o3.jpg

এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি ।

ধাপ-৪

o4.jpg

o5.jpg

কাগজটির দুপাশের কোনা করে ভাঁজ করে নিয়েছি,ছবির মতো করে।

ধাপ-৫

o6.jpg

o7.jpg

ভাঁজ করা কাগজটির উভয় পাশ ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।এবং ভাঁজ করা অংশটি ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়াতে দেখতে ছবির মতো হয়েছে।

ধাপ-৬

o9.jpg

o10.jpg

o11.jpg

o12.jpg

o13.jpg

কাগজটিকে পরপর ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o14.jpg

o15.jpg

o16.jpg

o17.jpg

ভাঁজ করা কাগজটি উল্টিয়ে নিয়েছি। এবং ছবির মতো করে কাগজটিকে পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o18.jpg

এবার আবার ও কাগজটিকে মাঝ বরাবর দু;বার ভাঁজ করে নিয়েছি। এবং পূর্বে ঔষধের স্ট্রিপ দিয়ে তৈরি করা চোখ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি এবং ব্যাঙ এর অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপনা

f21.jpg

f20.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি অরিগ্যামি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ৪ আগষ্ট,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 

রঙিন কাগজের ব্যাঙটি খুব চমৎকার হয়েছে আপু। রঙিন কাগজ দিয়ে বানানো সবকিছু ই আমার খুব ভালো লাগে। আপনি ব্যাঙ বানানোর ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য অনেক ভালো লাগলো আপু।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

নেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 last year 

ব্যাঙ তৈরি অরিগ্যামি দেখতে অসাধারন লাগতেছে। বিশেষ করে চোখ তৈরি অনেক সুন্দর করে করেছেন। আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। ডাই প্রজেক্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগামী বাহ দারুন তো।
বিশেষ করে কাগজ ভাজ দেওয়ার ধাপগুলো খুব ভালোভাবে দেখলাম খুবই ভালো লাগলো।
ভাজ পর্ব দারুণভাবে করেছেন এজন্যই দেখতে এত সুন্দর লাগছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করেছেন। ব্যাঙটি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ঔষধের স্ট্রিপ দিয়ে চোখ বানানোর আইডিয়াটা কিন্তু সত্যিই দারুণ ছিল। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে ব্যাঙ তৈরি করেছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগছে। ছোটবেলায় এই ব্যাঙ অনেক তৈরি করতাম। অনেকদিন থেকে তৈরি করা হয় না। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ব্যাঙ তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। ব্যাঙ তৈরীর সম্পূর্ণ প্রসেসটি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ব্যাঙ তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে আমিও এরকম ব্যাঙ তৈরি করেছিলাম কিন্তু অনেকদিন না করাতে প্রায় ভুলেই গিয়েছিলাম। আপনারই পোস্টটির মাধ্যমে এখন আবার মনে পড়ে গেল। খুবই সুন্দরভাবে আপনি তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ব্যাঙের অরিগ্যামি তৈরি করেছেন তো। খুবই সুন্দর হয়েছে কিন্তু আপনার তৈরি করা এই ব্যাঙের অরিগ্যামিটা। ভাঁজে ভাঁজে রঙিন কাগজ ব্যবহার করে এরকম অরিগ্যামি তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু তৈরি করা শেষে আবার দেখতেও খুবই ভালো লাগে। এই ব্যাঙটা আপনি অনেক কষ্ট করে তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি। চোখ দুটিও আপনি অনেক সুন্দর ভাবে দিয়েছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙ্গিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগ্যামি তৈরি। আপনার তৈরি ব্যাঙের অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে ব্যাঙের চোখ দুটি তৈরি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু তৈরি করে এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45