লাইফস্টাইলঃজাতীয় ফল মেলায় কিছুক্ষণ।

in আমার বাংলা ব্লগ11 days ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এই প্রত্যাশা করি। আমিও ভালো আছি। মঙ্গলবার ২৮ শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।

fa2.jpg

বন্ধুরা, আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মাবল্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব । ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঢাকায় বসবাসকারী মানুষেরা শিকড়ের টানে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আশাকরি সবার ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় হবে। এদিকে গত কয়েকদিনের গরমকে ছাড়িয়ে গেছে আজকের গরম। সকাল থেকেই তীব্র রোদ। বিশেষ করে ঢাকার মানুষের হাঁসফাঁস অবস্থা। দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলেও ঢাকায় নেই। আবহাওয়া অফিস বৃষ্টির বার্তা দিলেও বৃষ্টি হয়নি। এই গরমের হাত থেকে নিস্তার পেতে ঢাকায় ঝুম বৃষ্টি দরকার।

fa1.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি লাইফস্টাইল পোস্ট। এবারের লাইফস্টাইল পোস্টের বিষয় জাতীয় ফল মেলায় কিছুক্ষণ। গত ৬-৮ জুন,২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ফল মেলা। ঢাকার খামার বাড়ির কেআইবি চত্ত্বরে। তিন দিনব্যাপি এই মেলায় দেশীয় বিভিন্ন ফলের সমাহার ছিল। ৬৩টি ষ্টলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যারা কৃষি নিয়ে কাজ করেন তেমন প্রতিষ্ঠান। এদের মধ্যে অনেকেই সরাসরি উৎপাদনের সাথে জড়িত। মেলায় বিভিন্ন ধরনের ফল, ফলের পুষ্টিগুণ ও ফল চাষ পদ্ধতি প্রদর্শন করা হয়েছে।এছাড়া দর্শনার্থীরা বিভিন্ন রাসায়নিকমুক্ত ফল কিনতেও পেরেছেন। এবারে জাতীয় ফল মেলায় প্রতিপাদ্য ছিল "ফলে পুষ্টি অর্থ বেশ- স্মার্ট কৃষির বাংলাদেশ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিল মেলায় প্রবেশের সময়। মেলার প্রবেশ ছিল সবার জন্য উন্মুক্ত। আমি জাতীয় ফল মেলায় গিয়েছিলাম, শেষ দিন শেষ বেলায়।

fa4.jpg

জাতীয় ফল মেলায় যাওয়াটা ছিল আমার আচমকা। ঢাকার ফার্মগেটের পাশে রাজাবাজারে আমার মামার বাসা। ৮ জুন বিকেলে মামা মামির সাথে দেখা করতে গিয়েছিলাম। ফেরার সময় ফার্মগেট মেট্রো ষ্টেশনে এসে দেখি জাতীয় ফল মেলা চলছে।মেট্রো ষ্টেশনের পাশেই মেলা চত্ত্বর। তাই দেরি না করে ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে দেখি মানুষ আর মানুষ। অনেক ষ্টল বন্ধ হয়ে গেছে। আবার কেউ কেউ গোছগাছ করছে। শেষ মূহুর্ত হওয়ায় ছাড়ে বিক্রয় করছে ষ্টল মালিকেরা তাদের উৎপাদিত ফলমূল। মানুষ ব্যাগ ভর্তি করে কিনছে।যেহেতু আম-লিচু-কাঁঠালের সিজন তাই সেই ষ্টল গুলোতে প্রচুর ভিড়। কলা,পেয়ারা,জাম, তরমুজ,ডেউয়া,লটকন, আমড়া, জাম্বুরা, আনারস কি নেই সবই ছিল মেলায়। মেলায় আমার দৃষ্টি আকর্ষন করেছে, বিভিন্ন মাসরুমের ষ্টল। মেলার একপাশে ছিল মাসরুমের ষ্টল গুলো। এত ধরনের মাসরুম আছে মেলায় না ঢুকলে জানা হতো না। আফসোস হলো আগে জানলে, ভাঙ্গা মেলায় না এসে সময় নিয়ে আরও আগে আসতে পারতাম! মেলা ভাঙ্গার আগ মূহুর্তে গেলেও যেটুকু সময় ছিলাম মুগ্ধ হয়েছে দেখেছি। কিছু লিচু আর ব্যানানা আম ক্রয় করেছি। সবমিলে মেলার আয়োজনটি আমার ভালো লেগেছে। সবার মঙ্গল কামনা করে আজকের লাইফস্টাইল ব্লগ এখানেই শেষ করছি। শুভ বিকেল।

fa5.jpg
ব্যানানা আম

পোস্ট বিবরণ

পোস্টলাইফস্টাইল
পোস্ট তৈরিselina 75
ডিভাইসSamsung A-10
তারিখ১১ জুন,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 11 days ago 

আপনি মেলাতে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন দেখছি। আসলে আপু মেলাতে মাশরুম গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে সব মেলায় এভাবে মাশরুম দেখা যায় না। আপনি বেশ ভালো কিছু ফল কিনেছেন। সত্যি আম গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 days ago 

জি বেশ ভালো সময় কাটালাম মেলায় । তবে আরও কিছু সময় থাকতে পারলে ভালো লাগতো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 11 days ago 

এ বছর ঢাকার খামার বাড়ির কেআইবি চত্ত্বরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছিল, জেনে বেশ ভালো লাগলো। আসলে বর্তমান সময়ে বেশ কয়েকটি ফলের মৌসুম চলছে।আর এই মৌসুম উপলক্ষে খুবই সুন্দর একটি ফল মেলা অনুষ্ঠিত করা হয়েছে। আপনি ফল মেলা থেকে খুবই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 days ago 

প্রতিবার এই মেলার আয়োজন করা হয় কেআইবি চত্বরে। বেশ ভালো লাগে মেলার ঘুরতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 11 days ago 

আমাদের এদিকে কখনও ফল মেলা হয়নি। সাধারণত বৃক্ষ মেলা হয় কিংবা বইমেলা হয়। এই ধরনের মেলায় যাওয়ার অভিজ্ঞতা আমার একদমই নেই। আপনার পোস্ট পড়ে নতুন অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হলো আপু।

 9 days ago 

ঢাকায় প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। যেতে চেস্টা করি প্রতিবার।বেশ ভালো লাগে।অনেক ধরনের ফল দেখা যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 10 days ago 

জাতীয় ফল মেলায় গিয়ে পোষ্ট করেছেন দেখে দ্রুত পোষ্টের মধ্যে ক্লিক করলাম নতুন নতুন ফল দেখবো বলে। এখন দেখি শুধু মাশরুম আর ব্যানানা আম ছাড়া আর কিছু নেই। তবে বর্ণনা ও অনুভূতি দারুন ছিল। ধন্যবাদ।

 9 days ago 

কেনো ডেউয়া , সফেদা ও জাম্রুল ছিলতো। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54