ডাই প্রজেক্টঃরঙ্গিন কাগজ দিয়ে ওয়ালম্যাট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। আজ ১০ আষাঢ়,১৪৩০ বঙ্গাব্দ, ২৪ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। বর্ষাকাল চলছে কিন্তু কিন্তু যে মাত্রায় বৃষ্টি হওয়া দরকার ঢাকায় তা নেই। যদিও আবহাওয়াটা বেশ সহনীয়। বর্ষাকালে বৃষ্টি না হলে কি ভালো লাগে বলেন বন্ধুরা? প্রতিটি ঋতু যদি তার সৌন্দর্য্য নিয়ে দেখা না দেয় তাহলে কি মনে হয় বাংলাদেশ ষড়ৃঋতুর দেশ! তবে আগের মত আর বৃষ্টি হয়না এখন।পরিবেশ বিপর্যই এর মুল কারন।আর নদী ভরাট,পাহড় আর বনাঞ্চল কেটে আমরাই এই পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছি। আমরা এখনই যদি সচেতন না হই ভবিষ্যতে বাংলাদেশে দু, একটা ঋতুই দেখা যাবে। যাই হোক অনেক কথা হল । প্রতিদিনের মত আমার বাংলা ব্লগে, আজও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে ডাই প্রজেক্ট। আর তাহলে রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালম্যাট তৈরি। ওয়ালম্যাট তৈরিতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর কাগজ, গাম সহ আরও কিছু উপকরণ। আসুন ধাপে ধাপে দেখে নেই ,কিভাবে তৈরি হলো রঙ্গিন কাগজের তৈরি ওয়ালম্যাট। আশাকরি ভাল লাগবে আপনাদের।

wa22.jpg

উপকরণ

wa3.jpg

১।বিভিন্ন রং এর কাগজ
২।গাম
৩।পেন্সিল
৪। কাচি
৫।সাদা পুথি

তৈরির পদ্ধতি

ধাপ-১

b1.jpg

প্রথমে ১২ ইঞ্চি বাই নয় ইঞ্চি সাইজের এক টুকরো কাল রং এর কাগজ কেটে নিয়েছি। এর উপরই ওয়ালম্যাট এর ডিজাইন করবো।

ধাপ-২

wa4.jpg

এরপর সবুজ রং এর দু"টুকরো কাগজ কেটে নিয়েছি। একটি ১২ইঞ্চি বাই ৫ইঞ্চি এবং অন্যটি ১২ইঞ্চি বাই ৬ইঞ্চি। গাছের পাতা তৈরি করার জন্য।

ধাপ-৩

wa5.jpg

wa6.jpg

wa7.jpg

এরপর কেটে নেয়া সবুজ রং এর কাগজ দুটোকে কয়েক ভাঁজ করে কেটে নিয়েছি পাতা তৈরি করার জন্য।

ধাপ-৪

wa8.jpg

wa9.jpg

wa10.jpg

এবার পুর্বে কেটে নেয়া কাল কাগজের টুকরোর নিচের দিকে গাম লাগিয়ে কেটে নেয়া পাতাগুলো লাগিয়ে নিয়েছি।

ধাপ-৫

wa11.jpg

এবার বিভিন্ন রং এর কিছু ফুল কেটে নিয়েছি।

ধাপ-৬

wa13.jpg

wa14.jpg

কেটে নেয়া প্রতিটি ফুলের একটি করে পাপড়ি কেটে নিয়েছি।

ধাপ-৭

wa15.jpg

wa16.jpg

wa17.jpg

wa18.jpg

এবার কেটে নেয়া ফুলের একটি পাপড়ির উপর অপর পাপড়ি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে প্রতিটি ফুলের পাপড়ি একটু বাঁকিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য।

ধাপ-৮

wa19.jpg

wa20.jpg

এরপর তৈরি করা ফুলগুলো পুর্বে তৈরি করা গাছের পাতায় গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। এবং ফুলের মাঝখানে একটি করে সাদা পুথি গাম দিয়ে লাগিয়ে দিয়েছি সুন্দর দেখার জন্য।এবং পাতার নিচে কিছু ফুলের পাপড়ি লাগিয়ে দিলাম ঝরে পড়া ফুল বোঝানোর জন্য। আর এভাবেই তৈরি করে নিলাম একটি সুন্দর ওয়ালম্যাট।

উপস্থাপন

wa21.jpg

wa22.jpg

আজকের রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালম্যাটটি আশাকরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন।ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
পোস্ট তৈরি@selina75
ডিভাইসস্যামসাং এ১০
তারিখ২৪ জুন, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।
বিশেষ করে প্রস্তুতশৈলী এবং কালার কম্বিনেশন দারুন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ,আপনি তো খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টা দেখতে চমৎকার লাগছে। কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। এই ধরনের ওয়ালমেট সাজিয়ে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। সুন্দর একটা ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপু আপনি তো দেখছি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন রঙিন কাগজ দিয়ে। আপনার ডাই পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

এখনকার বর্ষাকাল আগের বর্ষাকালের সাথে কোন মিল নেই ।এখনকার বর্ষাকালের নাম হলো বৃষ্টি ছাড়া বর্ষাকাল। যাই হোক আপনি রঙিন কাগজ দিয়ে কিন্তু ওয়ালমেটটি অনেক সুন্দর বানিয়েছেন ।আমি তো হঠাৎ করে প্রথম ধরতেই পারিনি যে এটি আপনি কাগজ দিয়ে বানিয়েছেন। ভালো হয়েছে অনেক।

 2 years ago 

জি আপু ঋতুগুলো সব বদলে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজের ওয়ালমেটটি দেখতে চমৎকার হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমার কাছে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আগে বর্ষাকালে বৃষ্টি যেন থামতেই চাইতো না। আর এখন বৃষ্টির দেখাই পাওয়া যায় না বর্ষাকালে। তাছাড়া ঠিকই বলেছেন বিভিন্ন ঋতুতে যদি পরিবর্তন নাই দেখা যায় তাহলে ষড় ঋতুর দেশ আর কই থেকে হল। যাইহোক আপু আপনার আজকের ওয়ালমেট খুব চমৎকার হয়েছে। বিশেষ করে ছোট ছোট ফুল গুলো দেখতে ভালো লাগছে।

 2 years ago 

জি আপু বর্ষাকাল মানেই একটানা এক সপ্তাহ বৃষ্টি। এখন আর তা হয় না। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

পরিবেশ বিপর্যয়ের কারণে এখন সব গুলো ঋতু আমরা উপভোগ করতে পারি না। শীত হোক বসন্ত হোক কিংবা বর্ষা কাল কোন ঋতুই এখন খুব বেশিদিন স্থায়ী হয় না। যাইহোক আপনি খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর নিচে ফুলের পাপড়ি গুলো আরো বেশি সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.31
JST 0.034
BTC 110221.33
ETH 4274.40
USDT 1.00
SBD 0.83