আর্টঃথ্রিডি আর্ট অংকন।

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ৮ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২২ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি থ্রিডি আর্ট। আমার বাংলা ব্লগে অনেককেই থ্রিডি আর্ট করতে দেখে আমিও চেস্টা করলাম একটা থ্রিডি আর্ট করতে। থ্রিডি আর্ট করতে গিয়ে আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে, সঠিকভাবে ফটোগ্রাফি করা । কেননা ফটোগ্রাফির উপর নির্ভর করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য্য। তবে অনেক কস্টে ফটোগ্রাফি মোটা্মুটি করতে সক্ষম হয়েছি। এ আর্টটি করতে আমার বেশ সময় লেগেছে। কিন্তু আঁকার পর বেশ ভালই লেগেছে। আমি এই থ্রিডি আর্টটি করতে ব্যবহার করেছি বিভিন্ন রং এর কলম ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক রঙ্গিন থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

th2.jpg

th3.jpg

উপকরণ

th17.jpg

১। সাদা কাগজ
২।বিভিন্ন রং এর পেন
৩।স্কেল
৪।পেন্সিল

থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

th18.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

th16.jpg

দাগের মাঝখানে একটি বর্গক্ষেত্রে এঁকে নিয়েছি।

ধাপ-৩

th15.jpg

বর্গক্ষেত্রটিকে লম্বালম্বি ভাবে ৩টি দাগ টেনে ৩টি অংশে ভাগ করে নিয়েছি।

ধাপ-৪

th14.jpg

এবার আড়াআড়িভাবে একটি রেখা টেনে নিয়েছি। এতে ৬টি আয়তক্ষেত্র তৈরি হয়েছে।

ধাপ-৫

th13.jpg

th12.jpg

এবার ছবির মতো করে আয়তক্ষেত্রগুলোতে দাগ টেনে নিয়েছি।

ধাপ-৬

th11.jpg

এবার বর্গক্ষেত্রের বাহিরে দাগ টেনে নিয়েছি ছবির মত করে।

ধাপ-৭

th10.jpg

th8.jpg

বর্গক্ষেত্রেরকিছু অংশ হাল্কা হলুদ রং করে নিয়েছি।

ধাপ-৮

th6.jpg

th5.jpg

একইভাবে অন্য অংশ কালো রং করে নিয়েছি।

শেষ ধাপ

th4.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে থ্রিডি আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

th2.jpg

th3.jpg

আশাকরি আজ আমার থ্রিডি আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে।সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের থ্রিডি আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টথ্রিডি আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২২ সেপ্টেম্বর২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 11 months ago 

আপনার তৈরি থ্রিডি আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। এই ধরনের আর্ট গুলো দেখতে খুবই চমৎকার লাগে। থ্রিডি আর তৈরি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার একটু ভুল হলে সবকিছু নষ্ট জয়ে যায়। ধন্যবাদ জানাচ্ছি আপু সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 11 months ago 

জি ভাইয়া থ্রিডি আর্ট করার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়।অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপনার থ্রিডি আর্ট দেখে আমার কাছে খুব ভালো লাগছে। থ্রিডি আর্ট গুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয়ে থাকে। কারণ আর্ট করতে প্রত্যেকটি বাহু সমান ভাবে মিলাতে হয়।থ্রিডি আর্ট রং করাতে দেখতে খুবই সুন্দর লাগছে। আর্ট করার প্রক্রিয়া চমৎকার ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

একটু সময়তো লাগেই।অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

থ্রিডি আর্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। থ্রিডি আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার তৈরি আজকে থ্রিডি আর্টটি খুবই সুন্দর হয়েছে আপু। আর্টটির বিবরণ ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখিয়েছেন এখন যে কেউ এটি তৈরি করতে পারবে। ধন্যবাদ আপু সুন্দর এই থ্রিডি আর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 11 months ago 

আমার আঁকা থ্রিডি আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

থ্রী ডি আর্টগুলো করতে আমার ও খুব ভালো লাগে।আপনি চমৎকার ভাবে আর্টটি শেয়ার করলেন।এ ধরনের আর্টগুলো করতে সময় ও ধৈর্য দরকার।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 11 months ago 

আপু আপনার শেয়ার করা এই থ্রিডি আর্ট টি অনেক সুন্দর হয়েছে । এই ধরনের আর্ট করা আমার কাছে একটু কঠিন মনে হয়। আগে কয়েকবার আমি থ্রিডি আর্ট করার চেষ্টা করেছি কিন্তু খুব বেশি সফল হতে পারিনি । আপনার এই আর্ট টি দেখে বেশ ভালো লাগলো আমার এবং নতুন কিছু শেখার সুযোগ হলো।

 11 months ago 

আবার চেস্টা করেন।আশাকরি পারবেন।অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

অনেক সুন্দর থ্রিডি আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে। থ্রিডি আর্ট গুলো দেখলে চোখ যেন পুরোটাই ধাঁধা লেগে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

জি আপু থ্রিডি আর্ট একটি ধাঁধা। অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

আর্ট দেখতে আমার খুবই ভালো লাগে। আর সেগুলো যদি থ্রিডি আর্ট হয় তাহলে তো আর কোন কথাই নেই। আর আপনি ভীষণ সুন্দর সুন্দর কিছু থ্রিডি আর্ট শেয়ার করে আসছেন। আজকের এই আর্টও অনেক বেশি পরিমাণে সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য ভাইয়া।

 11 months ago 

এরকম ভাবে থ্রিডি আর্ট করলে সেগুলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এরকম থ্রিডি আর্ট করলে একেবারে আকর্ষণীয় লাগে দেখতে। আপনি কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন যা দেখতে ভালো লাগছে। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর করে এটা শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। সত্যি একেবারে চোখ ধাঁধানো থ্রিডি আর্ট ছিল এটা বলতে হচ্ছে।

 11 months ago 

আমি চেস্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে। অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপনি খুব সুন্দর করে চমৎকার একটি থ্রিডি আর্ট করেছেন। এই থ্রিডি আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই থ্রিডি আর্ট গুলো যখন ফটোগ্রাফি করা হয় খুব সুন্দর করে করতে হয়। কারণ ফটোগ্রাফির মধ্যে খুব সুন্দর করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে থ্রিডি আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

জি আপু থ্রিডি আর্ট এর সৌন্দর্য ফুটে উঠে সঠিক ফটোগ্রাফির মাধ্যমে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47