ডাই; একটি ডিজাইনার চুড়ি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকুন ই প্রত্যাশা করি। আজ ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ।৬ই জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ।

b12.jpg

বন্ধুরা,হাতে তৈরি গয়না আমার পছন্দের। হাতে তৈরি গয়নাই পড়ি বেশি। এবং নিজ হাতে তৈরি গয়নাই পড়ি। সামনে ঈদ উপলক্ষ্যে কয়েকটি গয়না তৈরি করবো। তারেই অংশ হিসাবে আজ একটি চুড়ি তৈরি করেছি। সেই চুড়ি তৈরির ব্লগটি আমার বাংলা ব্লগের এসো নিজে করি সপ্তাহের ষষ্ঠ দিনে আমি আপনাদের সাথে শেয়ার করবো।আমি চুড়িটি কিভাবে ডিজাইন করে তৈরি করলাম তা আপনাদের সাথে উপস্থাপন করবো। এর আগেও আমি বিভিন্ন ডিজাইন এর চুড়ি তৈরির ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। যা আপনারা বেশ পছন্দ করেছেন এবং কমেন্ট করে উৎসাহিত করেছেন। আমি প্রায়ই নিজের জন্য বিভিন্ন ডিজাইন এর চুড়ি তৈরি করি। তেমনই একটি ডিজাইনার চুড়ি তৈরির পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি পছন্দ হবে আপনাদের। আজকের ডিজাইনার চুড়ি তৈরি করতে আমি ব্যবহার করেছি চুড়ির বেজ ও গ্লাস। সাথে আরও কিছু উপকরণ ।তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম ডিজানার চুড়িটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ সমূহ

b17.jpg

১। চুড়ির বেজ
২। খয়েরী রং এর ক্রসেট সুতা
৩।গ্লু
৪।গ্লাস
৫।রুপালী রং এর চুমকি

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

b16.jpg

প্রথমে একটি চুড়ির বেজ পরিস্কার করে নিয়েছি। সুতা প্যাচানোর জন্য।

ধাপ-২

b11.jpg

b10.jpg

b9.jpg

প্রথমে সম্পূর্ণ চুড়িতে টাইট করে সুতা প্যাচিয়ে নিয়েছি।প্যাচানো শেষে গিট দিয়ে নিয়েছি।অতিরিক্ত সুতা কেটে নিয়েছি।

ধাপ-৩

b8.jpg

b7.jpg

গাম দিয়ে কিছু দূর পরপর গ্লু দিয়ে গ্লাস লাগিয়ে নিয়েছি।যাতে চুড়িটি সুন্দর লাগে।

ধাপ-৪

b6.jpg

b2.jpg

এরপর দুই গ্লাসের মাঝখানের ফাঁকা জায়গায় তিনটি করে চুমকি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম একটি সুতার চুড়ি।

সবশেষ ধাপ

b2.jpg

b1.jpg

সব শেষ ধাপে কিছু ফটোগ্রাফি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।

উপস্থাপন

b15.jpg

b13.jpg

আশাকরি আজ আমার বানানো ডিজাইনার চুড়িটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে সুতার চুড়ি তৈরির ব্লগ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৬ই জুন, ২০২৪ইং
লোকেশনঢাকা, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

ছোট চুমকি ব্যবহার করেছেন দেখে খুবই ভালো লাগলো।প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

আমি চেস্টা করেছি সহজ ও সুন্দরভাবে উপস্থাপনের জন্য ।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

বেশ দারুণভাবে একটা ডিজাইনার চুরি তৈরি করেছেন। দেখতে বেশ অনেক সুন্দর লাগতেছে। আপনি বেশ দারুন এই প্রতিভার কাজগুলো করে থাকেন, যা এক কথায় অসাধারণ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার চুড়িটি দেখতে বেশ পছন্দ হয়েছে। অনেক ভালো লাগলো দেখে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 months ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে তৈরি করতে। আর আপনার কাছে আমার বানান চুড়িটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

খুব সুন্দর একটা হাতের চুড়ি তৈরি করেছেন আপু। খয়েরী রঙের হওয়ার কারণে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ডিজাইন করেছেন চুড়ির মধ্যে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার ড্রেসের সাথে মিলিয়ে বানিয়েছি। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

খুব সুন্দর লাগছে চুরিটি দেখতে। ঈদ উপলক্ষে আপনি অনেকগুলো গহনা করার চিন্তাভাবনা করেছেন এবং তার মধ্যে চুরিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে নিজের হাতে তৈরি করে কোন জিনিস ব্যবহার করার মধ্যে অন্যরকম আনন্দ আছে। সুতা ও গ্লাস দিয়ে সুন্দর এক কম্বিনেশনে চুরি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমি আমার গহনা নিজেই বানাই। তাই ঈদ উপলক্ষে এই চুড়ি বানালাম।

 2 months ago 

মেয়েরা সব সময় গহনা পড়তে অনেক পছন্দ করে। আর চুড়ি সবারই অনেক প্রিয়। আপু আপনি এত সুন্দর করে নকশা চুড়ি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই চুড়ি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি আকর্ষণীয় লাগছে। অসাধারণ হয়েছে আপু। দারুন একটি পোস্ট আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আমার বানানো চুড়ি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 months ago 

বেশি দারুণ একটি চুড়ি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডিজাইন টাও বেশ অসাধারণ ছিল। আপনার আজকের এই সুন্দর পোস্টের মধ্য দিয়ে কিন্তু নতুন একটা ধারণা পেয়ে গেছি। এক কথায় অসাধারণ ছিল আপনার সুন্দর এই প্রতিভা।

 2 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 months ago 

চমৎকার সুন্দর বানিয়েছেন আপু।অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি ডিজাইনার চুড়ি।চুড়ি তৈরী পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমি ধাপগুলো সহজ করে উপস্থাপন করার চেস্টা করেছি। যাতে যে কেউ ধাপগুলো দেখে বানাতে পারে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য,

 2 months ago 

আপনি আজ বেশ চমৎকারভাবে একটি ডিজাইনার চুরি তৈরি করেছেন। আপনার তৈরি করা চুরিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি চুরি তৈরি করার প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার তৈরীর ধাপ গুলো দেখে যে কেউ সহজেই তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইনার চুরি তৈরি করার পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার বানানো চুড়ি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68168.17
ETH 3256.43
USDT 1.00
SBD 2.67