লাইফ স্টাইলঃভালো লাগার অনুভুতি।

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আমিও ভাল আছি। আজ ১৬ই কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।ডেঙ্গুর প্রকোপ কোন ভাবেই কমছেনা। শুধু অক্টোবরেই ৩০০ জনের উপর মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।বন্ধুরা,আমাদের সবাইকে আরো সাবাধান হতে হবে। আশাকরি আমরা সবাই আরো সতর্ক হবো। প্রতিদিনের মত আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি লাইফ স্টাইল পোস্ট।সেই সাথে ভালো লাগার অনুভূতি।

g1.jpg

উপহার পেতে কম বেশি সকলেই পছন্দ করে। উপহার হল ভালোবাসার প্রকাশ।কারো কাছ থেকে যখন কেউ উপহার পায়,তখন সেই ব্যক্তি নিজেকে বেশ স্পেশাল মনে করে। কারণ সেই ব্যক্তি তাকে মনে রেখে উপহার দিয়েছে। বেশ একটা ভাল লাগা কাজ করে। কিছুদিন আগে আমার ছোট ভাই তার পরিবার নিয়ে থাইল্যান্ড বেড়াতে গিয়েছিল। সেই সাথে শরীরের রুটিন চেকআপ ও ডাক্তার দেখিয়েছে।রথ দেখা ও কলা বেচা আরকি! শারীরিক তেমন কোন সমস্যা পায়নি বলে জানাল।খবরটা পেয়ে ভালো লাগলো। ১ সপ্তাহ ছিল থাইল্যান্ডে বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরে বেড়িয়েছে ও কিছু শপিং করেছে । পরিবারের সকলের জন্য কিছু না কিছু নিয়ে এসেছে।যতবার আমার ভাই বাইরে বেড়াতে গেছে প্রতিবারই সবার জন্য উপহার নিয়ে এসেছে। না আনলেও বলার কিছু ছিল না। যদিও যাবার সময় জানতে চেয়েছিল কিছু লাগবে কিনা। আমরা বলেছি লাগবে না। কিন্তু আসার সময় সবার জন্যই সামান্য কিছু হলেও নিয়ে এসেছে। আমরা যখন বলি প্রতিবারই কি আনতে হবে! তখন আমার ভাই বলে, সবার জন্য কিছু আনতে পারলে ভালো লাগে।তাই এনেছে।

g2.jpg

g3.jpg

আমার জন্য নিয়ে এসেছে পারফিউম,সাবান,সেন্ডেল ও চকলেট। প্রায় সবার জন্যই এগুলো নিয়ে এসেছে।ছোট ভাইয়ের থাই্ল্যান্ড থেকে নিয়ে আসা উপহার পেয়ে বেশ খুশি হলাম আমি। আগেই বলেছি উপহার বা গিফট পেতে সবারই ভালো লাগে। আমার বেশ পছন্দ হয়ে ছোট ভাই এর আনা উপহার গুলো। বেশ দরকারী জিনিসই এনেছে। কি বলেন সবাই?

g4.jpg

g5.jpg

থাইল্যান্ডের থেকে নিয়ে আসা উপহার পেয়ে আমার থাইল্যান্ড ভ্রমনের কথা মনে পড়লো। আমিও থাইল্যান্ড থেকে সবার জন্য কিছুনা কিছু নিয়ে এসেছিলাম । উপহার পেয়ে আমার ভালো লাগাটা শেয়ার করলাম আপনাদের সাথে।আশাকরি, খুব বেশি বিরক্ত হননি! সবাই ভালো থাকুন,সুস্থ্য থাকুন। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীলাইফ স্টাইল
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ১ নভেম্বর ,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 11 months ago 

উপহার দিতে বা পেতে ভীষণ ভালো আমার ও লাগে।আপনার ছোট ভাই থাইল্যান্ড গিয়েছিল। আর আপনার জন্য কিছু উপহার দিয়েছে।তাই আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।উপহারগুলো চমৎকার হয়েছে আপু।এই উপহারের মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে।ছোট হোক আর বড় হোক উপহার তো উপহারই।আপনার সুন্দর অনুভুতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপু গিফট পেলে কিন্তু বেশ আনন্দ লাগে। আসলে আপনজন কে না বললে কি আর শোনে। আপনি তো দেখছি বেশ দারুন দারুন উপহার পেয়েছেন। আপনার উপহার ‍গুলো দেখে কিন্তু আমার মধ্যেও বেশ ভালো লাগছে। তবে আপনার প্রতিটি উপহারই কিন্তু বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিক তাই ।না আনতে বললেও আনে। ধন্যবাদ আপু।

 11 months ago 

আপু ঠিক বলেছেন উপহার পেতে অনেক ভালো লাগে আর যদি হয় এমন সুন্দর উপহার তাও আবার বাহিরের দেশ থেকে তাহলে তো আনন্দের শেষ নেই। তবে আপনার ছোট ভাই থাইল্যান্ডে গিয়ে শরীরের রুটিন চেকআপ ও ডাক্তার দেখিয়েছে আর বলেছে সব ঠিক আছে জেনে ভালো লাগলো। যাক তাহলে আপনার ভাইয়ার একসাথে দুটো কাজ হয়ে গিয়েছে। আপনার উপহার গুলো খুব সুন্দর। ধন্যবাদ এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

উপহার পেতে কার না ভালো লাগে আপনি আপনার আদরের ছোট ভাইয়ের কাছ থেকে এতগুলো উপহার পেয়েছেন, বাহির থেকে আসার সময় সে আপনার জন্য পছন্দ করে এগুলো নিয়ে এসেছেন,প্রিয় মানুষদের কাছে কিছু পেলে সেটা ভালই লাগে।

 11 months ago 

মনে করে যে উপহার নিয়ে এসেছে সেটাই বড় বিষয় ভাইয়া।অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপু ভাইবোনের মধ্যে কিছু বলা লাগে না। ভাই জানে তার বোন কি কি পছন্দ করে। কি কি লাগতে পারে। সেই অনুযায়ী আপনার ভাইয়া আপনার জন্য এই গিফট গুলো এনেছেন। শীতের মধ্যে জুতা গুলো খুব কাজে আসবে। ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক। সেই কামনা করি। ধন্যবাদ।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

ঠিক বলেছেন আপু , উপহার পেলে সবসময় নিজেকে স্পেশাল বলে মনে হয়। আপনার ছোট ভাই দেখছি ঘোরা এবং ডাক্তার দেখানো দুটোই একসাথে সেরে ফেলেছে থাইল্যান্ড থেকে। আপনার জন্য আনা স্যান্ডেলটা অনেক সুন্দর লাগছে আপু। অনেক চকলেট, সাবান আর পারফিউমও নিয়ে এসেছে দেখছি আপনার জন্য । বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে।

 11 months ago 

জি আপু উপহারগুলো আমার বেশ পছন্দ হয়েছে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60632.49
ETH 2366.53
USDT 1.00
SBD 2.56