খরগোশের মুখের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ11 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ 6ই আশ্বিন,শরৎকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ২1শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o4.jfif

প্রকৃতির অসীম শক্তি। এই শক্তির ক্ষমতা সম্পর্কে মানুষের এখনো অজানা। গত কয়েক দিনের যে তাপদাহ চলছে এক নিমিষেই প্রকৃতি তা শীতল করে দিল আজ সকালে।সকাল ১০.৩০ টার দিকে চারদিক অন্ধকার করে মাত্র এক পসলা বৃষ্টিতে তাপদাহের তীব্রতা অনেকটাই শীতল। মানুষের যে হাঁসফাঁস অবস্থা ছিল তা থেকে কিছুটা হলেও নিস্কৃতি। আশা করছি তপদাহ আস্তে আস্তে কমে যাবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আজ আমি একটি খরগোসের মুখের অরিগ্যামি শেয়ার করবো। আমার বাংলা ব্লগের বন্ধুরা, আমরা সবাই জানি, কাগজের ভাঁজের খেলা হলো অরিগ্যামি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে একটি নির্দিষ্ট অবয়ব তৈরি করা। আর তাই আজ কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে খরগোওশের মুখের অরিগ্যামিটি বানিয়েছি। বেশ সহজ কিছু ভাঁজের মাধ্যমেই আজকের অরিগ্যামিটি তৈরি করেছি। যে কেউ চাইলে খুব সহজেই খরগোওশের মুখের অরিগ্যামিটি বানাতে পারবেন। আর খরগোওশের মুখের অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ও সাইন পেন ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক খরগোশের মুখের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

o2.jfif

১।রঙ্গিন কাগজ।
২। কালো ও লাল রং এর সাইন পেন

খরগোশের মুখের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o21.jfif

প্রথমে ১০ সেঃ X ১০ সেঃ সাইজের এক টুকরো বেগুনী রং এর কাগজ নিয়েছি খরগোশের মুখের অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o20.jfif

কাগজটিকে মাঝ বরাবর আড়াআড়ি ভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o19.jfif

o18.jfif

এবার কাগজটিকে খুলে নিয়েছি। এবং দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o17.jfif

এবার ভাঁজ করা কাগটির এক পাশ অর্ধেক এর কিছুটা কম করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o16.jfif

o15.jfif

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৬

o14.jfif

o12.jfif

o13.jfif

এবার কাগজটিকে ভাঁজ করে নিয়েছি। এবং ভাঁজ খুলে ছবির মতো করে নিয়েছি।

ধাপ-৭

o1.jfif

দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o11.jfif

o10.jfif

ভাঁজ খুলে ছবির মতো করে তৈরি করে নিয়েছি।

ধাপ-৯

o9.jfif

o8.jfif

কাগজের দু'দিকের কোনার কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-১০

o7.jfif

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়ে খরগোশের চোখ ও মুখ এঁকে নিয়েছি কালো ও লাল রং এর সাইন পেন দিয়ে। সেই সাথে কাগজটি ভাঁজ করে খরগোশের কান বানিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম করগোশের মুখের অরিগ্যামি।

উপস্থাপন

o5.jfif

o6.jfif

o7.jfif

আশাকরি আমার আজকের বানানো খরগোশের মুখের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi A-5
তারিখ২১ই সেপ্টেম্বর ,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  
 11 days ago 

আসলেই তাই আপু, গত কয়েকদিন বেশ গরমের পর আজকে হঠাৎ করেই পুরো ওয়েদারটা শীতল হয়ে গেল। যাইহোক আপনার তৈরি করা অরিগামিটা বেশ ভালো লাগলো দেখে। খরগোশের মুখটা বেশ কিউট লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর হয় আপু। তাই তৈরি করতে ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 11 days ago 

আমি প্রায় লক্ষ্য করে দেখছি অনেকেই সুন্দর সুন্দর ভাবে রঙিন কাগজের অরিগামি তৈরি করে দেখাচ্ছেন। এ জাতীয় পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি চমৎকারভাবে খরগোশের অরিগামি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে কিন্তু।

 8 days ago 

আমারও বেশ ভালো লাগে কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে নতুন নতুন জিনিস এর অরিগ্যামি তৈরি করতে। অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 11 days ago 

এভাবে কিন্তু প্রতিবার বিকাশ ঘটানো যায়। খরগোশের অরিগামি তৈরি করেছেন। পরবর্তীতে চাইলে আরো অন্য কোন কিছুর অরিগামি তৈরি করতে পারেন। আর এভাবে একে একে চেষ্টা করলে অনেক কিছু প্রকাশ করতে পারে আর একজনার দেখা দেখে আরেকজনের দক্ষতা অর্জন করতে পারবে। দারুন হয়েছে কিন্তু আপনার এই অরিগামে।

 8 days ago 

ঠিক তাই চেস্টা করলে অনেক কিছুই তৈরি করা যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকারভাবে খরগোশের মুখের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি অরিগ্যামি আমি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দরভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 8 days ago 

অরিগ্যামি তৈরিতে ধৈর্য বেশ প্রয়োজন ।তা নাহলে ভাঁজ ভুল হতে পারে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

খরগোশের মুখের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে খরগোশের অরিগামি তৈরি করতে হয় সেটা তুলে ধরেছেন তাছাড়া খরগোশের কান দুইটা বেশি সুন্দর লাগছে।

 8 days ago 

অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপূর্ণ। ভাঁজ একটু ভুল হলে সবটাই নস্ট হয়ে যেতে পারে। মতামতের জন্য ধন্যবাদ।

 11 days ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে খরগোশের মুখের অরিগ্যামি তৈরি করেছেন আপনি। আপনার তৈরিকৃত খরগোশের মুখের অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 11 days ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি খরগোশের মুখের অরিগ্যামি তৈরি করছেন। অরিগ্যামি গুলো দেখতে আমরা সবাই অনেক পছন্দ করি। আপনি দারুণ ভাবে পুরো পোস্ট টি ধাপে ধাপে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 8 days ago 

আমার বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করতে। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করা পাশে থাকার জন্য।

 11 days ago 

খরগোশের মুখের অরিগ্যামি অসাধারণ হয়েছে। দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করেছেন। ধাপ গুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 7 days ago 

আমি অরিগ্যামি তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার চেস্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 10 days ago 

কাগজের তৈরি জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে তৈরি করতেও খুবই ভালো লাগে।এই জিনিসগুলো তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই তখন ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করে থাকি। তবে আপনার তৈরি খরগোশের মুখের অরিগামি টি দেখতে অসাধারণ হয়েছে আপু। খুবই ভালো লাগলো অরিগামি টি দেখে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 days ago 

আমিও পছন্দ করি কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে। তবে আমার বানানো খরগোশের মুখের অরিগ্যামিটি যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মতামতের জন্য ধন্যবাদ আপু।

 10 days ago 

কাগজ ভাজ করে বিভিন্ন ধরনের অরিগামি তৈরি করলে সেগুলো দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু মাঝে মাঝে কিছু ভাঁজ খুব জটিল থাকে। কিছুতেই মেলানো যায় না। যাইহোক আপনার আজকের খরগোশের মুখের অরিগামী খুব চমৎকার হয়েছে। দেখতে অনেক কিউট লাগছে। কালারটিও বেশ সুন্দর সিলেক্ট করেছেন। ভালো লাগলো দেখে।

 7 days ago 

ঠিক বলেছেন। কিছু কিছু ভাঁজ বেশ জটিল মেলানো বেশ কঠিন হয়ে পরে। তবে ভাঁজ করে কোন কিছু বানাতে বেশ ভালই লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60938.00
ETH 2386.38
USDT 1.00
SBD 2.57