বিভিন্ন সময়ে করা কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 months ago

সবাইকে শুভেচ্ছা।

বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এইপ্রত্যাশা করি। আমিও ভালো আছি।১লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে ২০২৪ খ্রিষ্টাব্দ।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার কববো।বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তোলা বিভিন্ন গাছ ও ফুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফি করতে আমি চেস্টা করি। যদিও তেমন ভালো পারি না। তবে ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে।যদিও সময় এর অভাবে সব সময় করা হয়ে উঠে না।তবে সময় পেলেই ফটোগ্রাফি করার চেস্টা করি।ফটোগ্রাফি করা এখন একটি শখ এর পরিনত হয়েছে। তাই যেখানেই যাই সেখাই সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করি।তেমনিই কিছু ফটোগ্রাফি আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি, ফটোগ্রাফি গুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

f2.jpg

বেশ সুন্দর রং গোলাপটি। আধ ফোটা।রংটাও বেশ।লাল রং মনে হয় বেশিভাগ মানুষের পছন্দের রং।ফুলের রংটি বেশ সুন্দর তাইতো ফটোগ্রাফি করা। গোলাপকে ফুলের রানি বলা হয়। পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। সেই সাথে অনেক রং এর গোলাপ ফুল দেখা যায়। প্রাচীন কাল হতেই গোলাপ ফুলের পাপড়ি রুপ চর্চায় ও প্রসাদনী তৈরিতে ব্যবহার হয়ে আসছে। এবং খাবারের স্বাদ বৃদ্ধি ও সুগন্ধির জন্য ব্যবহার করা হয়।

দ্বিতীয় ফটোগ্রাফি

f1.jpg

এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি ভ্যান গাড়ীর থেকে। একটি কাজে বাহিরে বের হয়েছিলাম। তখন দেখলাম ভ্যান গাড়ীতে বেশ কিছু গাছ বিক্রি করছে। দেখে ভালো লাগলো। তাই ফটোগ্রাফি করলেম। ফুলের নামটি এই মুহূর্তে মনে করতে পারছি না। কেউ জানলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন আশাকরি।

তৃতীয় ফটোগ্রাফি

f13.jpg

f17.jpg

বেশ কয়েকদিন আগে নার্সারিতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। দেখতে কিছুটা অন্য রকম। তাই ফটোগ্রাফি করা। ফুলটির নাম বলেছিলেন নার্সারির মালিক। এখন ঠিক মনে করতে পারর্ছি না। কেউ যদি জানেন কমেন্ট এর মাধ্যমে জানাবেন আশাকরি।

চতুর্থ ফটোগ্রাফি

m16.jpg

এই ফুলের নাম ডালিয়া। গতানুগতিক ডালিয়া ফুলের চেয়ে দেখতে কিছুটা অন্য রকম।প্রায় ৪২ প্রজাতির ডালিয়া দেখতে পাওয়া যায়। ডালিয়া ফুল দেশের সর্বত্রই কম বেশী পাওয়া যায়। ডালিয়া ফুলের পাপড়ি কয়েকটি স্তরের হওয়ায় দেখতে অনেক সুন্দর লাগে।বিভিন্ন প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের জন্য ডালিয়া ফুল এর ব্যবহার দেখা যায়।

পঞ্চম ফটোগ্রাফি

f2.jpg

এই ফটোগ্রাফিটিও ভ্যান গাড়ী থেকে করা। এই ফুলটি কাটিমন আম এর মুকুলের ফটোগ্রাফি। কাটিমন আম বছরে ২-৩ বার ফল দেয়।বেশ জনপ্রিয় এই কাটিমন আম।

ষষ্ঠ ফটোগ্রাফি

p7.jpg

এই ফটগ্রাফিটি করেছিলাম ঈদে বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে। ট্রেন লাইনের পাশ ঘেষে লাগানো কলা গাছগুলো। দেখতে বেশ সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করা।
আশাকরি ,আজকের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ধারণ করা, ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৫ই মে,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 months ago 

দারুন কিছু ফোটোগ্রাফি শেয়ার করলেন আমাদের মাঝে। প্রতিটা ছবিই মুগ্ধ করেছে আমাকে। আর বিশেষ করে সেই ডালিয়া ফুলের ছবিটা। সত্যিই অসাধারণ। শুভকামনা আপনার জন্য।

 3 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

বাহ, ডালিয়া ফুলটাকে দেখে বেশ চমৎকার লাগছিল এমনিতেই আমি ফুল অনেক ভালবাসি কারণ ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আর প্রত্যেকটা মানুষেরই ফুল অনেক পছন্দের একটা জিনিস। যাই হোক আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

আমারও বেশ ভালো লেগেছে ডালিয়া ফুলের ফটোগ্রাফিটি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 months ago 

আসলে আপু আমাদের একসাথে বেশ কয়েকটি ফটোগ্রাফি সব সময় করা হয় না। তাই আপনি বিভিন্ন সময়ে ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো পর্যায়ক্রমে আজকে একটা অ্যালবাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপু আপনার পোস্টে দারুন ছিল আপনি নার্সারিতে গিয়েও বেশ কয়েকটি ফুলের ছবি উঠাইয়াছেন । আপনার পোষ্টের মাধ্যমে ডালিয়া ফুল দেখতে পেমেন্ট ভালো লাগলো। এছাড়াও ঈদে বাড়িতে গিয়েছিলেন এই সময় ট্রেনের জানালা দিয়ে খুব সুন্দর একটি ফটোগ্রাফি করলেন যেখানে কলা গাছ দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 months ago 

জি ভাইয়া অনেক সময় একসাথে অনেক ফটোগ্রাফি করা সম্ভব হয় না।তাই ভিন্ন ভিন্ন সময়ের ফটোগ্রাফি দিয়ে আজকের পোস্ট করা।
ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

আপনার বিভিন্ন সময়ে ধারণ করা ফটোগুলো দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর ফটো শেয়ার করেছেন আজকে আপনি। প্রত্যেকটা ফটো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আমি তত সুন্দর ফটোগ্রাফি করতে পারি না।তবুও আমার করা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 3 months ago 

আসলে ফটোগ্রাফি করতে আমার যেমন ভালো লাগে তেমনি অন্যের ফটোগ্রাফি দেখতেও আমার খুব ভালো লাগে। আসলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ছোট ছোট কিছু ফটোগ্রাফি করে থাকি। আসলে ফটোগ্রাফি করতে আমাদের সবার খুব ভালো লাগে। আর আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং প্রতিটা ফটোগ্রাফির বিবরণ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি পরিস্কার এবং স্বচ্ছ ছিল। বিশেষ করে মুকুলের ফটোগ্রাফি ও ডালিয়া খুবই ভালো লেগেছে। সুন্দর করে গুছিয়ে বর্ণনা করেছেন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 months ago 

চমৎকার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। হলুদ রঙের ডালিয়া ফুলের সৌন্দর্য দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গিয়েছি। তাছাড়া গোলাপ ফুল সবসময় আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন। সবমিলিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আমার করা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে আজ অনেক বেশি ভালো লেগেছে। দেখে আমি চোখ ফেরাতে পারিনি,সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে ডালিয়া ফুলের ফোটোগ্রাফিটা।

 3 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56