একদা! Once!
অতীত এবং তার সাথে জড়িয়ে কিছু মানুষ সহ, তাদের সাথে অতিবাহিত সময়, স্মৃতির পাতা থেকে উঠে এসে ভিতরটা নাড়িয়ে দিয়ে যায়।
একসাথে পথ চলার অঙ্গীকারে আবদ্ধ সম্পর্ক কখনও সঙ্গ ছেড়ে যাবে না এই আত্ম-দৃঢ়তা আমাদের কখনও কখনও বেসামাল করে দেয়, আর অনেকসময় মুখ থেকে এমন কথা বলে বসা হয়, যেটা সারাজীবনের ক্ষত চিহ্ন দিয়ে যায়, যখন হাত ছেড়ে মানুষগুলো হঠাৎ করে হারিয়ে যায়, না ফেরার দেশে!
আজকে ফোনের পুরোনো ছবিগুলো দেখতে বসে মনে হলো, আমি যেনো স্বপ্নের জগতে রয়েছি, হঠাৎ করে মা ডাকবে, ছুটকি..... ছুটকী... কল চেপে দিয়ে যা, বাসন ধোবো!
কি মজা... খানিক পড়ায় বিরতি! প্রতিদিন সকালে পড়তে বসার খানিক বাদেই মায়ের সেই ডাক আজও ইচ্ছে করে চোখ বুজে শোনার চেষ্টা করি।
মা.... মা... মা... এতো ডাকতাম, যে সাত তাড়াতাড়ি পালিয়ে গেলো, আর যাতে ডাকার সুযোগ না পাই!
জানিনা, কখনও কেউ ভাবে কিনা? তবে সময়ের সাথে কাছের মানুষগুলো শারীরিক ভাবে হারিয়ে গেলেও, মন চায় তাদের স্মৃতি আঁকড়ে কাটিয়ে দিতে বাকিটা জীবন।
কত মানুষ কত সহজে ভুলে যায়, তারা পারে কত সহজে হাত বদলে নিতে, আর সেটাই বোধহয় নিজেকে ভালো রাখার আর নিজেকে ভালোবাসার প্রমাণ।
যারা পারে না, সময়ের সাথে পুরোনো স্মৃতির পাতা ছিঁড়ে ফেলতে, তাদের পাতে অবশিষ্ট থাকে কেবল কষ্ট!
বেশকিছু ফোন বদলে ফেলতে হয়েছে সময়ের সাথে, কিন্তু বদলে ফেলতে পারিনি সম্পর্কের নামগুলো, নিজেকে অন্যের সাথে জড়িয়ে!
আমি এমনটাই, যার সাথে পথ চলার অঙ্গীকার, আমি কখনও হাত ছেড়ে যাব না, যদি তারা যায়, যেমন গেছে, তাহলে তাদের আটকে রাখারও আমাদের হাতে নেই!
কারণ, এক্ এক্ জনের ভালোবাসার ধরন এক্ এক্ রকম, আর এই জায়গাতেও আমি স্বাধীনতায় বিশ্বাসী।
যদি কেউ চলে যায়, এটা না ভেবে তার অনুপস্থিতিতে পিছনে রেখে যাওয়া মানুষগুলোর কি হবে, তাহলে তাদের জন্য ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও, মুখ বুজে মেনে নেওয়া ছাড়া সত্যি কি আর কোনো পথ খোলা থাকে?
|
---|
একদা ছিল সব কিছু...
মন ছুঁয়ে যাওয়া চাঁদের হাট;
চোখ ফেরালেই মিলতো হসিদ,
ভালোবাসা সহ কত মিলমিশ!
আজ সবকিছুর চুকে গেছে পাট।
হঠাৎ চোরা বালির মত,
দিয়ে অজস্র অমলিন ক্ষত;
কোথায় যেনো হারিয়ে গেল
একসাথে মিলে সব!
ডেকেও পাইনা আজ কারো সাড়া
সর্বক্ষণ দৃষ্টির খুঁজি খুঁজি রব!
অভিশপ্ত প্রতিদিন, অভিশপ্ত প্রতিটি রাত;
শূন্যতা অবশিষ্ট, যখনই বাড়াই হাত!
যন্ত্রের সাথে থাকতে গিয়ে সদা;
সম্পর্কের পরিভাষা রয়ে গেছে, হয়ে একদা!
একটা করে দিন এসেছে, একটা করে মানুষ কেড়ে নিয়েছে আমার জীবন থেকে। সম্পদ হারালে মানুষ ভেঙ্গে পড়ে, কিন্তু বেশিরভাগ মানুষ তোয়াক্যাই করে না, সম্পদ জীবিত থাকলে পুনরায় উপার্জন করে তৈরি সম্ভব, আর যদি সেটা হয় সম্পর্ক?
নাহ্! অনেক সম্পর্কের মাঝে হাতের মুঠোয় ধরা যায় এমনকিছু সম্পর্ক থাকে, যার সীমারেখা অতিক্রম করে, নতুন কিছু শুরু করা কখনোই সম্ভব নয়!
তবে, সকলের চিন্তাধারা একই রকম হবে এমনটা নয়, তবে এখন সবাই সবাইকে অবলীলায় ভুলিয়ে দিয়ে, নতুন পথ বেছে নিয়ে এগিয়ে যায়!
যেমন নতুন মডেলের ফোন বেরোলে পুরনোর আর কদর থাকে না, ঠিক তেমনি!
সত্যিই দিদি নিঃসন্দেহে আপনার কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়। অতীতের স্মৃতি, ভালোবাসা, এবং হারানোর বেদনাকে এত সুন্দর করে প্রকাশ করেছেন যে, তা কেবল শব্দ নয়, যেন প্রতিটি অনুভূতির প্রতিধ্বনি।
যারা চলে যায়, তাদের অনুপস্থিতি মেনে নেওয়া কঠিন, কিন্তু সেই সম্পর্কের মূল্য এবং তাদের প্রতি ভালোবাসা সবসময় অটুট থাকে। সময়ের সাথে জীবন এগিয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায় চিরকাল।
আপনার এই উপলব্ধি আমাদের শিখিয়ে দেয়, সম্পর্কের গভীরতায় যে আন্তরিকতা লুকিয়ে থাকে, তা কখনোই হারিয়ে যায় না। এটি আমাদের নিজেদের ভেতরেই বহন করতে হয়, যতদিন আমরা বেঁচে থাকি।
দিদি আপনার অনুভূতিগুলো এবং লেখার গভীরতা সত্যিই অনন্য। ধন্যবাদ দিদি এতো সুন্দর করে আমাদের হৃদয় স্পর্শ করার জন্য।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি দিদি।
@samima1 ভালোবাসা আর টান দুটি পৃথক বিষয় এটা আমার ব্যাক্তিগত ভাবে মনে হয়।
ভালোবাসা যদিও মানুষ সময়ের সাথে ভুলে যায়, তাই হয়তো অন্য মানুষ চলে আসে জীবনে কিন্তু টান এমন একটা মায়া যা আমৃত্যু অবিচল রয়ে যায়।
যেমন সন্তান এবং মা বাবার সম্পর্ক।
আপনি বিষয়টা বুঝবেন যেহেতু আপনার সন্তান আছে।
Curated by: @ahsansharif
Thank you so much @ahsansharif sir
সত্যিই দিদি, আপনার পোস্টটি আমি যখন পড়লাম, আমি তখন বেশ কিছু বিষয় লক্ষ্য করেছি। যেমন,কাছের মানুষের প্রতি আপনার যে ভালোবাসায় তা এই পোষ্টের মাধ্যমে । আপনার অনুভূতির বহিঃপ্রকাশ হয়েছে অনেক সুন্দর ভাবে। একটা বিষয় কি জানেন দিদি, একটা মানুষ পৃথিবীর সবার কাছে ভালো হতে পারে না। তেমনি পৃথিবীর সবাই কে ভালোবাসা যায় না, ভালোবাসা বিষয়টা মন থেকে আসে যা সবার জন্য নয়।
আপনার উপরের এই কথাগুলোর গভীরতা অনেক ছিল। যা লেখে প্রকাশ করার মতো নয়,
আপনার জন্য সর্বদা দোয়া রইল দিদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অনেকটাই দেরি হলো আপনার মন্তব্যের উত্তর দিতে। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত!
ভালো হতে আমি কখনোই চাইনি, কারণ নিজের সত্ত্বা বোধহয় তাতে গিয়ে কোথাও হারিয়ে যায়।
আসলে কি জানেন তো আমি কোনোদিন ভান করতে শিখিনি। আপনার লেখাটা ভালো লেগেছে এরজন্য ধন্যবাদ। তবে, সেদিন মনটা ভীষণ খারাপ ছিল, আর যা কিছু লিখেছি, মনের অবসাদ থেকেই! @mdsuhagmia
আমি অনেক খুশি হয়েছি, আপনি আমার কমেন্টের উত্তর দিয়েছেন। ধন্যবাদ দিদি।