আজকের দিনশেষের প্রাপ্তি।(My achievements till the end of the day!)

in Incredible India5 months ago (edited)
1000026148.png
(আমার মনের কথা জমানোর স্থান)

রাতের আঁধার বড়ো ভয়ানক, কারণ সে কখনও একা আসে না, সঙ্গে নিয়ে আসে নিঃশব্দতা আর সাথে জাগিয়ে তোলে পুরোনো ক্ষত সহ নতুন প্রাপ্তি।

বিগত কয়েকদিন ধরে কিয়দাংশ মানসিক দিক থেকে অবসাদগ্রস্থ পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছি, তবে সেটা আমার ব্যাক্তিগত জীবনের অঙ্গ।
যার প্রভাব আগেও কখনো কাজের জায়গায় পড়তে দিনি, আর এখনও না দেবার প্রয়াস করেই চলেছি।

একটা যুগের অবসান হলো গত শনিবার আমার শেষ বেঁচে থাকা মেসোর পরলোক গমনের হাত ধরে!
খুব আত্মিক সম্পর্ক ছিল বলাটা যেমন ভুল হবে, তেমনি শৈশবের অনেক স্মৃতি বিজড়িত আছে আমার এই মাসীর পরিবারের সাথেও।

একটাই মেসো বেঁচে ছিলেন, যিনি চলে যাওয়াতে আমার আর কোনো মেসো বর্তমানে অবশিষ্ট নেই।
এটি আমার সেজো মাসীর স্বামী, যিনি ইহলোক ত্যাগ করেছেন।

1000022713.jpg
(আমার একই মায়ের পেটের একমাত্র দিদি, যার মেরুদণ্ডের হাড় ভাঙ্গা আজও)

মা জীবিত অবস্থায় একবার পরিবারের সকলে মিলে মুকুট মনিপুর ঘুরতে গিয়েছিলাম, সেই সময়ের কথা বেশ মনে আছে কারণ আমার এক মাসতুতো দাদার দেখাদেখি পাহাড় থেকে দৌড়ে নামতে গিয়ে আমার নিজের দিদি পড়ে যায়।

1000022712.jpg
(শত অসুবিধায় হাসি আজও অমলিন, আমরা দুজন বোধহয় এরকমটাই)

অনেক বছর বাদে জানা গেলো, সেই সময় পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিলো, মায়ের মৃত্যু সহ নানা কারণে, খানিক চিকিৎসার গাফিলতির জন্য বিষয়টি যেমন দেরিতে ধরা পড়েছে।
তেমনি আজও তাকে সেই ভাঙ্গা মেরুদণ্ড বয়ে বেড়াতে হচ্ছে!

এই মুহূর্তে কিছু না খেয়েই লিখতে বসে গেলাম, যখন ঘড়ির কাঁটা বলছে ভারতীয় সময় রাত ১ টা বেজে ৫ মিনিট।
পেট দু'ভাবে আমার ভরে, অবাক হবেন না!
খাবার ছাড়াও কথায় আমার পেট ভরে। আমি অন্য গ্রহের প্রাণী তাই বোধহয় এরকমটা সম্ভব!

1000026150.jpg

এর আগেও আমি লিখেছি, প্রতিটা দিন একটা করে শিক্ষা বয়ে নিয়ে আসে আমাদের জন্য।
গতকাল থেকে নানা কারণে আমার ব্যস্ততা ছিল, এবং ভোর চারটের সময় ঘুমোবার সুযোগ পেয়েছি।

এরপর আজ যেহেতু বৃহস্পতিবার, কাজেই ঘরের বেশকিছু কাজ সমাধা করতে করতেই দুপুর ৩টে বেজে গেছিলো।

এরপর অপ্রত্যাশিত ভাবে আমার মেজো মাসীর ছোটো ছেলে আমার ভাইপো কে সঙ্গে করে এসে উপস্থিত।

IMG_20240524_021911.jpg
(জমা কথার আড়ালে ছবি তোলার কথা মাথায় ছিল না, পুরোনো ছবি ব্যবহার করতে হলো)

প্রায় এক বছর বাদে আমার বাড়িতে এসেছিল, তাই জমা কথা আদান প্রদান করতে গিয়ে কাজের সময় পিছিয়ে যায়।
ওরা যাবার পর একটা লেখা লিখতে লিখতেই ডিসকর্ড এ একের পর এক্ মেসেজ।

আমাদের কমিউনিটিতে অনেকেই মডারেটর হতে চায়, কাজেই প্রতিনিয়ত অনুরোধ আসতেই থাকে।
এতক্ষণ পর্যন্ত যা লিখলাম সেটার সঙ্গে হয়তো শীর্ষক এর মিল খুঁজে নাও পেতে পারেন।

তবে, আজকের দিনটির শেষ অংশ বেশ অভিজ্ঞতামূলক ছিল।
আমার ব্যাক্তিগত অভিমত কাজেই সহমতের আশা না রেখেই কথাগুলো লিখছি কারণ আমার মনের ডাইরির পাতায় আজকের দিনটি তোলা থাকবে।

  • কি কারণে?

  • আজকে আমি বুঝেছি, সকলের ভুল হতে পারে কিন্তু আমার হতে পরে না।

  • আজকে আমি বুঝেছি অন্যের প্রতি সহযোগিতার বাঁকা অর্থ কেউ বের করতে পারে!

  • আজকে আমি শিখেছি, নিজের উপরে ভরসা আর ঈশ্বরের উপরে ছাড়া এই পৃথিবীতে আমার অসুবিধা বোঝার কেউ নেই।

রাতের আঁধার আমাকে আমার অতীত আর বর্তমানের বেশ কিছু কথা এমনভাবে মনে করিয়ে দেয়, যখন নিজেকে শক্ত রাখাটা বেশ কষ্টকর।

অন্যের প্রতি কটাক্ষপাত করবার আগে কেউ কি একবার নিজেদের দিকে, নিজেদের সততা, পরিশ্রম এগুলো যাচাই করি?

জানিনা! তবে এখন থেকে কমিউনিটিতে বেশকিছু পরিবর্তন আসবে।

এটাই হয়, সময়ের সাথে সাথে সবকিছুকে পাল্টে ফেলতে হয়, একটা মেশিন পর্যন্ত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে সক্ষম।

অনেক অভিযোগ অনেকেই মন্তব্যের মাধ্যমে করেছেন, কিন্তু সেই মানুষগুলোকে পাল্টা প্রশ্ন করলে কতখানি সঠিক উত্তর তাদের কাছে আছে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান।

অবশেষে আজ শিখলাম, নিজের এই কমিউনিটিতে যে স্থান আছে, সেটাকে মেনে কাজ করে যাবো ;
আর আমিও চাই সৃষ্টিকর্তা কাজের নিরিখেই ফলাফল দান করুন সকলকে।

  • আমি ক্ষমাপ্রার্থী সকল সদস্যের কাছে, ভুল ত্রুটি মার্জনীয়, সেই আশা করেই ক্ষমা চাওয়া।
    তবে, আজকের পর কোনো সদস্যের কোনরকম ভুল ভয়েসে ডেকে জানানো বন্ধ।

  • কেবলমাত্র সদ্য যুক্ত হয়েছেন এমন সদস্য ছাড়া। যারা অন্যের ত্রুটি ধরতে অভ্যেস একবার চেয়ে দেখবেন কটা আঙ্গুল নিজেদের দিকে আছে।

কথায় আছে যার নয় এ হয় না, তার নব্বই এও হবে না, কাজেই কিছু বিষয় কারোর থেকে এখন প্রত্যাশা বহির্ভূত।

রাতের আঁধারে গুনছি বসে
একাধিক মনের ক্ষত;
থাকবে তারা সযত্নে তোলা,
রয়ে চিরকাল অক্ষত!

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere, and any tags.

Curated by : @sualeha

 5 months ago 

Thank you for this encouraging support my dear friend @sualeha 💕

 5 months ago (edited)

মানসিক অবসাদ আমাদের জীবনে কখনো কখনো খুব বেশি পরিমাণে চলে আসে তখন না চাইলেও নিজের অজান্তেই সব জায়গাতে প্রভাব পরে। আমি নিজেও কয়েকটা বছর লড়াই করেছি এর সাথে। পরে নিজে থেকেই একজন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেই এবং এখন বলা যায় ভালো আছি।
একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকেও একই পরামর্শ দিবো আমি।
কি হয়েছে আমি জানি না, তবে আমি চাইবো আপনি ভালো থাকুন।
একটা জিনিস আমি মানি যে, কে কি বললো এটা নিয়ে মাথা ঘামালে কস্ট পেতে হয়। আমি নিজেতো জানি আমি কি করেছি। সেই সাথে ঈশ্বরও জানেন।

মানুষ যেহেতু, ভুল করবোই। তাই আপনার কাছে আমার রিকুয়েষ্ট থাকবে আমাকে অবশ্যই জানাবেন। আর এটা আমার মতো অনেকেরই প্রয়োজন।

আপনার বোন আসলেই খুব সুন্দরী।আমি তাকিয়ে ছিলাম বেশ খানিকটা সময় নিয়ে।

ভালো থাকুন সবসময়ই সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

 5 months ago 

মানুষকে উপকার করলে, সহযোগিতার হাত বাড়ালে তার কাছ থেকেই তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয় অনেক সময়। আমি জানি না কি হয়েছে আপনার সাথে, তবে এমন ভেঙে পড়বেন না।

তবে যেটাই হোক, হয়ত এমন কিছু হয়েছে যেটা আপনার মনে অনেক বড় ক্ষত সৃষ্টি করেছে। তা না হলে রাত ১ টার সময়ও কিছু না খেয়ে নিজের মনের অনুভুতিগুলো লিখতে বসতেন না।

আজকের পর কোনো সদস্যের কোনরকম ভুল ভয়েসে ডেকে জানানো বন্ধ।

দিদি, আমি অনুরোধ করবো, এমন টা করবেন না দয়া করে। আপনার কথা শুনে কে কি ভাবে জানি না তবে আমি সেখান থেকে শিক্ষাটাই নিয়ে থাকি।স্কুলে পড়া না পারলে বা বুঝানোর খাতিরে শিক্ষক বকাবকি করেন এটা স্বাভাবিক আর এখানে আপনিই আমাদের শিক্ষক।

ভুল আমরা করবোই আর সেটা আপনার বকা শুনেই শুধরে নেওয়াতে অভ্যস্ত আমরা। তাই অনুরোধ করবো, আমরা ভুল করলে, আপনি বকে হলেও সেটা শুধরে দিয়েন। ভালো থাকবেন। 🙏

 5 months ago 

দিদি আপনি অন্যরকম একজন মানুষ। আপনাকে যতই শুনছি এবং আপনার লিখা যতবার পড়ছি নতুন কিছু শিখছি । আপনার পরিশ্রম নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমাদের অনেক ভুল এর আগেও মার্জনা করেছেন এবং আমি আশাবাদি ভবিষ্যতেও করবেন। কেননা দিনশেষে আমরা একটি পরিবার। আপনার অভিমান ভাঙ্গানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলেই কাজের দ্বারা হয়তো আপনার অভিমান ভাঙ্গাতে সক্ষম হবো।

যাইহোক দিদি, আপনার দিদিকে আমার সম্মান, সালাম ও ভালোবাসা জানাবেন। তাঁর প্রতি রইলো আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা। তিনি জীবন সংগ্রামে জয়ী হউক সেই প্রত্যাশা করি। আর আপনার মেসো যেন স্বর্গবাসি হন সেই কামনা করছি।

রাতের আঁধার শুধু নিঃশব্দতাই বয়ে আনে না, সঙ্গে নিঃসঙ্গতাও বয়ে আনে। তাইতো মাঝে মধ্যে রাতে আমি বেসামাল হয়ে যাই। আপনার মেসোর কথা শুনে খারাপ লাগলো। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি প্রদান করুন। আমার মনে হয় আপনার আর আপনার দিদির মধ্যে শুধু মুখের মিলই নয় দুজনের মধ্যে ব্যক্তিত্বেরও মিল রয়েছে। দুজনেই শক্ত ধাতুতে গড়া।

 5 months ago 

একদম ঠিক বলছেন আমরা প্রতিদিনই কিছু না কিছু এখান থেকে শিখি যেমনটা আজ আপনার পরিদর্শন করে শিখতে পেরেছি।

যতদিন অব্দি এই কমিউনিটিতে আসছি। আপনার পরিশ্রমের অনেক অনেক বেশি দেখেছি সব সময় সেই শুরুর থেকে এই পর্যন্ত।

মানুষের উপকার করলে দিন শেষে তার কাছ থেকে এক বুক কষ্ট ছাড়া আর কিছুই আশা করা যায় না।।তবে, আমরা যা কিছুই করি না কেন একটা কথা আমাদের মানতেই হবে,,,।
আপনার সঠিক পরামর্শ এবং আপনার ছায়া না থাকলে আমাদের পাশে আমরা কেউ যার যার জায়গায় এত ভালোভাবে দাঁড়ানো সম্ভব হতো না এই কমিউনিটিতে।

জীবন নাটকের চেয়েও নাটকীয় আমি অন্যের কথা গায়ে লাগিয়ে নিজেকে কষ্ট দিব কেন প্রশ্নই আসে,,, কেন পাব শুধু শুধু কষ্ট।।

আমি যদি একটু সরিষা পরিমাণ ভালো কাজ করি সেটা পাশের মানুষটা না দেখলেও সৃষ্টিকর্তা ঠিকই দেখে নেবে।।।

এবং একটা কথা তো বাস্তব সত্যি মানুষ তার কর্মের ফল মৃত্যুর আগে ভোগ করে নেয় সেটা ভালো বা মন্দ।
যাইহোক দিদি ভাল থাকবেন এবং নিজেকে ভালো রাখবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Hi, @sduttaskitchen,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @strawberrry.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74302.19
ETH 2658.52
USDT 1.00
SBD 2.42