অনেকদিন পর নিজের ভাষা বাংলাতে লেখা আমার কবিতা।।

in #poetry3 years ago

IMG20211002054033.jpg

(প্রতীক্ষা অন্তর্যামীর বিচার এবং নতুন ভোরের)

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sJPRsjqhH4JUWhJ1vDPE5CGsGcmKgeHw174eWPdhBkKQLMdiBRH5FL6We39oMv7u1oP8okdXf2hcmu5P3WUc1HcXe29XQdbHmLA.jpeg

প্রতীক্ষা
qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZenZkxUHurYwyq84cTA9owngQcS4Ag6HysuSztRGyykm4NkpSKvQDvgfrSFpUxRksLdcG3xKHFBk.png

যন্ত্রণা শুধু সেটা নয়, যা দাগ এঁকে রাখে দেহে,
যন্ত্রণা সেটাও যা ক্ষতচিহ্ন এঁকে রাখে হৃদয়ে আমরণ।

দীর্ঘনিশ্বাস এর সাথে বেরিয়ে আসে ক্ষণে ক্ষণে,
না থাকে রক্তের দাগ, না চোখের জল;
দিনে দিনে রূপান্তরিত হয় আগ্নেয়গিরি রূপে।

শুনেছি সে দীর্ঘ নিশ্বাস পৌঁছোয় দেবতার কানে,
অন্তর্যামী কেবল বুঝতে পারেন সেই দীর্ঘনিশ্বাস এর মানে।

বিচারের প্রতীক্ষায়, অবিচারের যন্ত্রণা বয়ে চলা;
সত্য মেব্ জয়তে, আজও সেই বিশ্বাসের কথা বলা।

সব হারিয়ে জেনেছি পাবার মূল্য,
নিঃস্বার্থ, আশাহীন জীবনে যা পেয়েছি,
সেটাই রাজকীয় তুল্য।

না আছে সেখানে স্বার্থের গন্ধ, না রাজনীতির খেলা;
আছে কিছু অভিমান, আর অপমানের ক্ষত বয়ে চলা।

সম্পর্কের আড়ালে খেলা, আজ মানুষের স্বভাব;
প্রদর্শণ আর প্রকৃত আন্তরিকতার পার্থক্য বোঝার অভাব।

আমার আপন আজ শুধুই অন্তর্যামী;
যার কাছে রেখে যাবো নিজের সব কাহিনী।

প্রতিটি অপমান এবং বিশ্বাসঘাতকতার হবে নিরপেক্ষ বিচার;

নিস্তার নেই কারোর যারা সম্পর্ক নিয়ে করেছে মিথ্যে খেলা;

বুঝবে সেদিন তারা, কোনটা কঠিন;
শারীরিক, নাকি মানসিক যন্ত্রণা বয়ে চলা।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sJPRsjqhH4JUWhJ1vDPE5CGsGcmKgeHw174eWPdhBkKQLMdiBRH5FL6We39oMv7u1oP8okdXf2hcmu5P3WUc1HcXe29XQdbHmLA.jpeg

IMG_20210813_110050.png
qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZenZkxUHurYwyq84cTA9owngQcS4Ag6HysuSztRGyykm4NkpSKvQDvgfrSFpUxRksLdcG3xKHFBk.png

IMG_20211012_182805.jpg

(প্রতীক্ষা)

কবিতা- সুনীতা দত্ত।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62996.10
ETH 3122.17
USDT 1.00
SBD 3.88