Landscape photography invitation by @steem-bangladesh

in Steem Bangladesh3 years ago

this is my landscape photography

20210414_104004.jpg

আসসালামুআলাইকুম বন্ধুরা।

প্রথমে সকল কমিউনিটি মডারেটর মেম্বার এবং চেয়ারম্যানদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর প্রতিযোগিতা তৈরি করার জন্য এবং সেই প্রতিযোগিতায় আমাদের সকল সদস্যদের আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি মনে করি @steem-bangladesh কমিউনিটি টা আমাদের বাংলাদেশী সকল ব্যবহারকারীদের জন্য একটি সুবর্ণ সুযোগ স্বরূপ স্বরূপ।

তেলেনা এখানে আমরা আমাদের নিজেদের মাতৃভাষায় লেখালেখি করতে পারি এবং নিজেদের মতো ব্লগ তৈরি করে বিশ্বকে দেখিয়ে দিতে পারি যে আমাদের বাংলা ভাষা টা কত সুন্দর এবং আমরা বাঙালি জাতি কতটা আমাদের বাংলা এবং বাংলাদেশকে ভালবাসি সেটা একটি প্রকাশের অন্যতম মাধ্যম।

সুতরাং সবদিক বিবেচনায় করি আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই কমিউনিটি সকল মডারেটর মেম্বার এবং ফাউন্ডার সকলকে. এবং অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আগামী দিনের জন্য

আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কনটেস্ট।

আসলে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কনটেস্ট বলতে নিজের মাতৃভূমি ভূগর্ভ কিংবা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বোঝানো হয়েছে। তবে আজ আমি তোমাদের সামনে বাংলাদেশের বহু গর্ব নিয়ে কিছু আলোচনা করতে চাই
20210414_103907.jpg

চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাবে এটি হলো বাংলাদেশের বহুল প্রচলিত শিল্প জোন এলাকা গাজীপুর শহর। বাংলাদেশের বৃহত্তম রাজধানী ঢাকা শহরের বিশাল একটি অঙ্গ এই গাজীপুরের রাজধানী বাংলাদেশের রাজধানী গাজীপুর।এই গাজীপুরে রয়েছে হাজারো রকমের শিল্প কারখানা এবং গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কলকারখানা।

যেখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা নির্ভর করে আসছে এবং তাদের নিজেদের চাহিদা মিটিয়ে এসকল কারখানা থেকে তৈরিকৃত পোশাক এবং অন্যান্য দ্রব্য সামগ্রী বাহিরের দেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে এবং বিদেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশের প্রবেশ করানোর জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে

মানুষের চলাচলের জন্য মূল উৎস হল রাস্তা। যেহেতু গাজীপুর ঢাকা সিটির অন্তর্গত প্রাণী রাস্তা একটা বড় প্রভাব রাখে দেশের উন্নয়নের ক্ষেত্রে। সে ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি উপরের চিত্রটি তাহলে দেখতে পাব রাস্তার উপর দিয়ে বৃষ্টির পানি করে যাচ্ছে এবং ভাঙ্গা রাস্তার উপরে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে।

এখানে আসলে রাস্তার কোন দোষ দিয়ে লাভ নাই। আমি কোন রাজনৈতিক নেতার ওপর দোষ চাপাতে পারিনা। তাহলে এখানে দোষ কার আমাদের সাধারণ জনগণের।

কেননা আমরা সাধারন জনগন আমাদের সঠিক এবং নির্বাচিত নেতাকে নির্বাচন করতে পারিনি।অতঃপর ভুল নেতা এবং ভুল প্রতিনিধি নির্বাচন করার কারণে আমাদের আজ সরাসরি দুর্ভোগ এবং দেশে প্রচুর পরিমাণে অশান্তি বিরাজ করে।

যেটির প্রধান প্রমাণ মিলে এ সকল রাস্তা দেখে।মানুষের চলাচলের রাস্তা ঠিক না থাকে তাহলে মানুষের অন্যান্য আনুষাঙ্গিক জীবনযাত্রা কেমন হতে পারে সেটি আর বলে বুঝানোর কোন প্রয়োজন নাই।

আমি আসলে নিজের দেশ নিয়ে এমন মন্তব্য করতে চাইছিলাম না। আমি বলব না যে আমি একজন দেশের সচেতন নাগরিক। তবে আমি একজন দেশের সঠিক এবং সাধারন জনগন হিসেবে বলতে চাই এমন রাস্তা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে খুবই নগণ্য এবং খুবই লজ্জাজনক বিষয় হিসেবে পরিচিত

20210414_102009.jpg

এখানে রাস্তা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে কতটা উন্নয়নশীল দেশ এবং আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন হতে পারে

এমন নিশু মাপের মাতৃভূমির ছবি প্রদর্শন করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

তারপরও একটি কথা যেটি না বললেই নয়, রাস্তা ভাঙ্গা হোক আর রাস্তার উপর যতই ময়লা জমে থাকনা কেন এটি আমাদের মাতৃভূমি।

খুব ভালোবাসি আমি আমার মাতৃভূমি কে। কেননা আমরা এই মাতৃভূমি এমনি এমনিতেই পেয়ে যায় নি। এইমাত্র ভূমি রক্ষা করতে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং প্রায় পাঁচ কোটি মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ নামক মাতৃভূমি।

দেশের এমন পরিস্থিতি দেখে নিজের খুব খারাপ লাগে সুতরাং এমন কথা বলতে বাধ্য হয়েছিলাম। এগুলো আসলে দেশের প্রতি রাগ নয় দেশের প্রতি একটু অনুরাগ জন্মেছিল।

মা যেমনই হোক মা তো মায়ের মতই হয়। সুতরাং এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং আমাদের মায়ের থেকে কম কিছু নয়।

অতঃপর ভালবাসি আমি আমার দেশকে ভালবাসি আমার দেশ মাতাকে।আর এটি হলো আমাদের দেশ মাতার প্রকৃত রূপ যাকে দেখে আমি মুগ্ধ এবং মনেপ্রাণে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালবেসে ফেলেছি।

এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বা মাতৃভূমির ফটো নিদর্শন কনটেস্ট তৈরি করার জন্য এবং এখানে আমাকে পোস্ট করার জন্য আমন্ত্রণ করানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

cc

@steem-bangladesh
@steemcurator07
@photoman
@blacks @seo-boss (my respectfully justice sir)

best regards by @screenshot-boost

#steem on in #bangladesh

may god bless you

Sort:  

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63945.57
ETH 3135.76
USDT 1.00
SBD 4.00