কিছু একুরিয়ামের ফটোগ্রাফি ||| Original Photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আমার বাংলা ব্লগে যারা যুক্ত আছেন কম বেশি সকলে ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। আমারও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।তাইতো যেখানে যাই সুন্দর কিছু দেখতে পারলে সেটা ফটোগ্রাফি করতে ভুলি না। মার্কেটে গিয়েছিলাম আমার ব্যক্তিগত একটি কাজের জন্য। যাওয়ার পর হঠাৎ আমার চোখ পড়ল পাশে নতুন একটি একুরিয়ামের দোকানে। সেই একুরিয়ামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। তারপর আগে চলে গেলাম সেই একুরিয়ামের দোকানে। এত সুন্দর সুন্দর মাছ ছিল যেগুলো দেখে অনেক ভালো লাগলো। মোটকথা একুরিয়ামের সৌন্দর্যগুলো ছিল আলাদা যেগুলো আমাদের সকলকে মুগ্ধ করবে। সেখানে ছিল ১২০ থেকে সাড়ে ৩৫০০ টাকা পর্যন্ত একুরিয়াম। আমি গিয়ে সেই দোকানের ভাইটিকে বললাম ভাই একুরিয়ামের গুলো আমার অনেক ভালো লেগেছে আমি কিছু ফটোগ্রাফি করতে চাই। তারপর সে রীতিমতো আমাকে বলল অবশ্যই আপু কেন নয়। কারণ একুরিয়ামের সুন্দর্য এতটা আকর্ষণীয় যে কারো ভালো লাগতে পারে।আর ফটোগ্রাফি করলে আমার এই একুরিয়ামের সৌন্দর্য হারিয়ে যাবে তা তো নয়। তারপর তার কথা মত কিছু একুরিয়ামের ফটোগ্রাফি করলাম। তবে সিরিয়ালে ফটোগ্রাফি গুলো আমি করে গেছি। যে মাছগুলো বেশি ভালো লেগেছে সেগুলাই আমি হাজির করলাম। মাছগুলো দেখে এত ভালো লাগছিল যেদিকে আমি একটু টাচ করছিলাম মনে হয় অন্যদিকে যাচ্ছিল তাদের খেলা ও ছোট ছোটাছুটি দেখে আরো বেশি ভালো লাগছিল। তারপর এই একুরিয়ামের ভেতরের মাছগুলোর কথা আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া এই মাছগুলোর দাম কত । সেই দোকানের ভাইটি আমাকে বলল প্রত্যেকটি মাছের দাম আলাদা।তারপর সে বলল মাছ ও ফুলের ঝাড় পাথর সবকিছু সেট করে দিবে এবং সীমিত লাভ করবে। কিন্তু আমি তো একোরিয়াম কিনতে যায়নি আমি গিয়ে ছিলাম আমার একটি কাজে এবং সেই কাজে গিয়ে একুরিয়ামের সুন্দর্যে আমি মুগ্ধহয়ে যাই।তাই তখন ডিসিশন নিলাম একটি একুরিয়াম পরে কিনেনিয়ে যাব।

received_824425349063691.jpeg

কালো রঙ্গের মাছগুলো যখন ছোটাছুটি করছিল তখন মনে হচ্ছিল তারা আনন্দের জোয়ারে ভাসছিল।

received_2419141798285254.jpeg

এরপর যখন হলুদ রঙের বড় মাছগুলো দেখছিলাম তখন নয়ন ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল কোনটার থেকে কোনটাকে সুন্দর বলবো তা বুঝতে পারছিলাম না।

received_402946925538466.jpeg

ছোট ছোট সোনালী ও পিংক কালার মাছগুলো খেলা করছিল তাদের মনের আনন্দে।ছোট মাছ দেখতে যেমন সুন্দর লাগে তেমনি তাদের দুরন্ত পানা দেখে আরো মুগ্ধ হয়ে গেলাম।

received_938619421336678.jpeg

তার পাশে একুরিয়ামটি দেখছিলাম কিন্তু কোন মাছ ছিল।দেখলাম ভেতরে শুধু গাছ পাথর এগুলো রয়েছে। কিন্তু মাছ ছিল লুকিয়ে।যা দেখে বোঝাই যাচ্ছিল না। তারপর একুরিয়াম টা একটু টাচ করতেই মাছগুলো সব বেরিয়ে আসলো আর সেই মুহূর্তটা ছিল অন্যরকম সুন্দর।

received_479647337977820.jpeg

সাদা কালারের মাছগুলো যখন একদিক থেকে আরেক দিকে দুরন্ত পানা করছিল সেই একুরিয়ামের ভেতরটা দেখতেও অনেক সুন্দর লাগছিল। তাইতো সেই মুহূর্তেও ভুল করিনি ফটোগ্রাফি করতে।

received_419877720938330.jpeg

received_416491824550999.jpeg

বড় একুরিয়াম গুলোর পরে যখন ছোট ছোট জারের ভেতরে মাছ দেখতে পেলাম সেগুলোও দেখতে অনেক ভালো লাগছিল। তাই সেই ছোট ছোট জারের ভেতর মাছের ফটোগ্রাফি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম।

received_1851120802034108.jpeg

received_456594063725694.jpeg

তবে একুরিয়াম গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে একদিন সময় সুযোগ করে যেকোনো একটি একুরিয়াম নেব এতে বাচ্চাদের মন ভালো থাকবে এবং বাচ্চারাও খুশি হবে।
তারিখঃ মে,১৯, ২০২৪ইং।
লোকেশনঃ বগুড়া সদর,
বগুড়া।ক্যামেরাঃ Redmi-9T

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩আজকের মত বিদায়🇧🇩

Sort:  
 2 months ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে একুরিয়ামের বিভিন্ন ধরনের মাছের সাথে পরিচিত হতে পারলাম। এ ধরনের সুন্দর সুন্দর মাছ দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই।

 2 months ago 

বেশ কিছু একুরিয়ামের সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই একুরিয়াম ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর ধারণা দেওয়া। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা একুরিয়ামের বিভিন্ন প্রকারের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে এরকম ফটোগ্রাফি গুলো যতই দেখি ততই দেখতে আরো ইচ্ছে করে। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে, এটাই আমার জন্য বড় পাওয়া।

 2 months ago 

একুরিয়াম মাছ গুলো দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে।মাঝে মধ্যে আমি আমাদের বাজারের একটা দোকানে গেলে দেখতে পাই।খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে

 2 months ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনার ব্যক্তিগত কাজের জন্য আপনি মার্কেট করতে গিয়ে দারুণ কিছু একুরিয়ামের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। এবং আমি অনেক ধরনের মাছের সঙ্গে পরিচিত হলাম। আমাদের মাঝে সুন্দর ফটোগ্রাফি ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 2 months ago 

একুরিয়াম আমার খুব পছন্দের একটা জিনিস। আপনার একুরিয়ামের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বিভিন্ন রকম মাছ দেখলাম একুরিয়ামের মধ্যে। সোনালী রঙের মাছগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ছোট ছোট জার গুলো দেখতে খুব কিউট লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

বেশ সুন্দর কিছু একুরিয়ামের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। একুরিয়ামের মাছ গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বৈচিত্রময় রঙ্গের মাছগুলো যখন একুরিয়ামের পানির মধ্যে সাঁতার কাটে তখন দেখতে বেশ ভালো লাগে। এত চমৎকার কিছু একুরিয়ামের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67