পল্লী গ্রাম এবং শহরের ফটোগ্রাফি |||| Original Photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো,

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা কেমন আছেন?আশা রাখি সকলে সবার পরিবারের সহ সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।


আজকে আমি আপনাদের মাঝে আবারও ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হতে চলেছি।জানি না আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পায়।তবে আপনাদের মন্তব্য গুলো পড়ে আমার অনেক ভালো লাগে এবং মনে হয় যে আপনারা আমার ফটোগ্রাফি গুলো পছন্দ করেন।ঠিক এই মনে হওয়ার ওপর থেকে আজকেও আবার আপনাদের মাঝে "পল্লী গ্রাম এবং শহরের ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20240523_122055.jpg

খলায় পলের পালা।
গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম।এমন সময় একটি বাড়ির খলায় পলের পালাটি দেখে আমার অনেক ভালো লাগে এবং তার একটি ফটোগ্রাফি করে ফেলি। আর সেই ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ফটোগ্রাফি করাটা সার্থক।

IMG_20240522_184428.jpg
অট্টালিকা-১.
শহর মানেই অট্টালিকার পর অট্টালিকা আর এই অট্টালিকার মধ্যেই সবার সুখ-দুঃখ ভালো-মন্দ নিয়ে থাকতে হয়।
IMG_20240522_184346.jpg
শহরের বাড়ি।
শহরের এই বাড়িগুলো দেখলে মনে হয় কেন যেন অনেক কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তাই একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
IMG_20240522_184329.jpg
অট্টালিকা-২
এই অট্টালিকাটা দেখে একটু গ্রামের কিছু ফ্লেভার পাওয়া যাচ্ছে, তবে ফুল ফ্লেভার কিন্তু না।
IMG_20240522_184312.jpg
অট্টালিকা-৩
এই বিল্ডিংটার আশেপাশে বাড়ি গুলো দেখে অনেকটাই গ্রামের মতো মনে হলেও।আসলে শহরের বিল্ডিং তাই একই সঙ্গে দুটি ফ্লেভারকে আপনাদের সামনে উপস্থাপন করেছি।
IMG_20220608_161456.jpg
পলের বালা
গ্রামের লোকের কাছে থেকে এই খরের পালা কে পলের পালা নাম বলে।তাই পলের পালা নাম দিলাম।আর এই পলের পালাটি একটু ওপরে দেওয়া দেখে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে।
IMG_20221013_111812.jpg
খেজুর গাছ
গ্রামের রাস্তার পাশে বাড়ির সামনে খেজুর গাছটি দেখে মনে হল একটু খেজুর গাছ এবং গ্রামের বাড়িসহ ফটোগ্রাফি করি।আর সেই ফটোগ্রাফিটি আপনাদের সঙ্গে শেয়ার
করলাম।

তারিখঃ মে,২৩, ২০২৪ইং।
লোকেশনঃ বগুড়া সদর, বগুড়া।
ক্যামেরাঃ Redmi-9T

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩আজকের মত বিদায়🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 last month 

আসলে আমার কাছে ইট পাথরের শহর মোটেও ভালো লাগেনা। আমার কাছে এই শহরে জীবন যেন দম বন্ধ করা একটা জীবন মনে হয়। আসলে আপনার শহুরে ছবি অপেক্ষা গ্রামের ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও গ্রামের রাস্তাঘাট অলিগুলি সব কিছুই আমার খুব ভালো লাগে। এজন্য আমি বারবার গ্রাম বাংলার ছবি তুলতে চলে যাই। আসলে আপনি প্রতিটা ছবির বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কথাগুলো ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 28 days ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভাল লাগলো। আমারও গ্রাম অনেক ভালো লাগে তাই তো সব সময় গ্রামের ফটোগ্রাফি করতেই পছন্দ করি।

 last month 

আপনার করা পল্লীগ্রাম ও শহরের ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 28 days ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

 last month 

আপনি আজকে গ্ৰাম এবং শহর উভয়েরই ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে আপনার তোলা গ্ৰামের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে। আপনি গ্ৰামের প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফী এর মাধ্যমে প্রকাশ করেছেন।

 28 days ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 last month 

বেশ অনেক ভালো লাগলো আপনার এই ফটো ধারণ। যেখানে শহর থেকে বেশ কিছু দালানের চিত্র গ্রাম থেকে প্রাকৃতিক পরিবেশের চিত্র ধারণ করে আমাদের দেখিয়েছেন। এই সমস্ত পর্যায়ের ফটোগুলো আমি খুবই পছন্দ করি। এত সুন্দর ফটো ধারণ করে আমাদের দেখানোর জন্য ধন্যবাদ।

 28 days ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

গ্রামীণ পরিবেশ সবসময় অনেক সুন্দর হয় । চারিদিকে বিভিন্ন ধরনের গাছ পালায় পরিপূর্ণ থাকে। এই সৌন্দর্য সবাই উপভোগ করতে পছন্দ করে। আপনি আজকে গ্রামীন পরিবেশ এবং শহরের দৃশ্যপট খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। যেটা উপভোগ করতে পেরে খুবই ভালো লাগলো।

 28 days ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনি উপভোগ করতে পেরেছেন এটাই আমার জন্য যথেষ্ট।

 last month 

আপনার তোলা গ্রাম এবং শহরের ফটো গুলোর মধ্যে আমার সবচেয়ে গ্রামের ফটো গুলো অনেক বেশি ভালো লেগেছে।

 28 days ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

আজকে আপনার ব্লগের মধ্যে বিভিন্ন জায়গার ফটোগ্রাফি দেখলাম। গ্রাম শহর মিলিয়েই মানুষের জীবন। আপনি এখানে যেটাকে পলের বালা বললেন সেটা আমাদের দিকে খড়ের দলা বা বন কুঞ্জি বলে থাকে। খেজুর গাছের ছবিটা বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 28 days ago 

আমাদের এদিকে পলের পালা বলে ভাই এটা কে তাই পলের পালা নাম দিয়েছি।

 last month 

আজ আপনি বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা শহরের ফটোগ্রাফি ও গ্রামের ফটোগ্রাফি আমার কাছে দুটোই ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে গ্রামের ফটোগ্রাফি গুলো। গ্রামের প্রকৃতির সৌন্দর্য আলাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 28 days ago 

সুন্দর মন্তব্য করার অসংখ্য ধন্যবাদ।

 27 days ago 

পল্লী গ্রাম ও শহরের দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। সত্যিই শহরের ও গ্রামের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। শহর কিংবা গ্রাম দুইটি দেখতে ভীষণ সুন্দর। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 26 days ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60191.28
ETH 3302.01
USDT 1.00
SBD 2.36