স্বরচিত কবিতা পোস্ট ||| অবহেলা ||| original poem by @saymaakter.

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতের উষ্ণতা কুয়াশা ঘেরা শিশির ভেজা সকালের শুভেচ্ছা। আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

woman-7905926_1280.jpg
source

প্রত্যেক সাপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে। আজও তার ব্যতিক্রম নয়। কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাই তো সকাল সকাল উঠে বসে পড়লাম কবিতা লিখতে।কারণ বর্তমান সময়ের আবহাওয়াটা এত মুগ্ধকর যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়।কবিতা হৃদয়ের ব্যক্ত অব্যক্ত কিছু কথা। আবেগ অনুভূতি জড়ানো হৃদয়ের চঞ্চলতা প্রকাশ করাই কবিতা।সত্যি কথা বলতে কবিতার এক প্রকার প্রেমে পড়ে গেছি। তাইতো চেষ্টা করি সবার কবিতা পড়ার জন্য এবং নিজে কিছু লেখার জন্য।

প্রত্যেকটি মানুষ চায় সবার কাছ থেকে ভালোবাসা পেতে। কিন্তু এই ভালোবাসার পরিবর্তে যদি তাকে অবহেলা সইতে হয় তখন তার ভেতরে যে কি পরিমাণ যন্ত্রণা হয়।তখন সেই মানুষটি শুধু অনুভব করে সেই অবহেলা।মন তো সবার আছে এই অবহেলার জ্বালা কজনে সইতে পারে। সত্যিকারে ভালবাসলে প্রিয়জনের অবহেলা নিয়েও তাকে ভালোবাসা যায়।এই ভালোবাসার সফলতা একদিন না একদিন আসবেই। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "অবহেলা" তে কি লিখেছি দেখে নেওয়া যাক।

অবহেলা
সায়মা আক্তার

অবহেলা আমায় বেশি ভালোবেসেছে
আজকাল সে সঙ্গ দিচ্ছে আমাকে ,
ক্ষণে ক্ষণে তার এত জ্বালা
নিঃশেষ করে মন খানা।

কোন এক দুপুরে
দরজায় কড়া নেড়ে
এলো অবহেলা
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে
আপন পর হতে
এসেছে এই ভালোবাসার অবহেলা।

এই জীবনটায় দেখলাম কত কিছু
কতঘাত প্রতিঘাত যন্ত্রনা,
তোমাকে ভালোবেসে ছিলাম প্রচুর
ভালোবেসেও পেলাম অবহেলা।

সে আমার অতি প্রিয়জন
হৃদয় জুড়ে ছিল সে,
পৃথিবীর সব ভালোবাসা
আমি দেখেছি তার নয়নে,
এই ভালোবাসা আজ আমার অবহেলা।

তার কথায় চলায় আজকাল
বেশ বুঝতে পারি অবহেলা,
এখন আর আগের মত
বুঝতে পারিনা তাকে,
কষ্ট বিরহ অবহেলার জ্বালা
যতই দাও না কেন
ভালোবাসবো নীরবে নিভৃতে
অবহেলার পাশাপাশি।

কেননা এ হৃদয়ে
তুমি ছিলে তুমিই আছো
শুধু অবহেলা টা দিয়ে গেছো
এটাই আমার
তোমার দেওয়া সেরা পাওয়া।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

g6br9NKHvSoC71cm1RJeoJfnbcHGrrVVAnHeFrNCkt7mK8ugfVjqt7jrV1UtQGTBUpd5ZTKLwJ8MKikzoyt73wqU8hTeuPWNf6eSEfgRtm...Psr6wFi7gaaRsJ2AdnZ7K4PcUGcTNTbZqgkQBgSncgC5FTwsJcM6Ls7VG3bHZiik6nXw2VzxfXiEYvGfwWqyB6rsnfh4bDvejo8enAGws1ZrVnzhuHfQtdaSu.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 2 months ago 

আপনার মতো অবহেলা এখন আমাকেও খুব বেশি ভালোবাসে। দিনে কিংবা রাত্রিতে, আলো কিংবা আঁধারে অবহেলা আমার এখন সঙ্গী। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু । বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। হৃদয়ের কিছু কষ্টের অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে। এটাই আমার জন্য বড় পাওয়া।

 2 months ago 

ভালোবাসা যা দেয় তাই আমাদের কাছে উপহার। সে অবহেলাই হোক বা ঘৃণা ক্রোধ লোভ লালসা ভালবাসা সুখ স্মৃতি দুঃখ স্মৃতি সবটাই প্রাপ্তি। ভালোবাসার মানুষকে ভালোবেসে প্রাপ্তি।

কবিতাগুলো দিন দিন আরো ভালো হচ্ছে আপনার। লিখে যান এভাবেই৷

 2 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। খুবই সহজ সরল ভাষায় গুছিয়ে কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। ভালোবাসার প্রতিদান যদি অবহেলা হয় সত্যি প্রত্যেকটা মানুষের কাছে বেশ খারাপ লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 months ago (edited)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ভালোবাসা জিনিসটা এক অদ্ভুত জিনিস। যে পেয়েছে সে ধন্য আর যে, ভালোবাসার বদলে অবহেলা পেয়েছে সেই জানে কষ্ট কি জিনিস। আপনি কিন্তু ঠিক বলেছেন যে যদি ভালোবাসা সত্যিকারের হয় তাহলে অবহেলা নিয়েও ভালোবাসা যায় কারণ সেটা একসময় ঠিক হয়ে যায়। যাইহোক অবহেলা নিয়ে দুর্দান্ত একটি কবিতা লিখেছেন। চমৎকার হয়েছে একদম। এভাবেই চেষ্টা করে যান আশা করছি আগামীতে আরো চমৎকার কবিতা দেখতে পারবো আপনার থেকে ,শুভকামনা রইল।

 2 months ago 

সহযোগিতা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

অবহেলা মানুষের জীবনকে থামিয়ে দেয়। ভালোলাগা সবকিছু যেন থেমে যায় অবহেলার জন্য। জানিনা কেমন অবস্থায় আপনার দিন যাপন চলছে তার পরেও দোয়া করি আল্লাহ আপনার যেন ভালো রাখে। সর্বদা দোয়া করি। তবে কবিতার লাইনগুলো বেশ সুন্দরভাবে ফুটে তুলেছেন।

 2 months ago 

সব সময় পাশে থাকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

বেশ ভালো লিখেছেন আপু আপনি কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে বাস্তব জীবনে অবহেলার শেষ নেই। একটি মানুষের জীবনে অবহেলা জিনিসটা খুবই খারাপ বিষয়। যার জীবনে অবহেলা জড়িত থাকে সেই বুঝে তার কাছে কত খারাপ লাগে। এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লেখার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

অবহেলা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। আপনার কবিতাটি পড়ে আমার ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 months ago 

কবিতায় মনের অনুভূতিগুলো দারুনভাবে ফুটিয়ে তোলা যায়। আপনার কবিতাগুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আজকের কবিতাটি হৃদয়স্পর্শী ছিল, আসলে যার অনুভূতি জাগ্রত তার কবিতা ভালো হতে বাধ্য।

 2 months ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 months ago 

অবহেলা শিরোনামে দারুণ একটি স্বরচিত কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন।কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। এভাবে এগিয়ে যান সম্মুখে। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় আপু।

 2 months ago 

আপনার উৎসাহমূলক মন্তব্যটি পড়ে কাজের আগ্রহ বেড়ে গেল।

 2 months ago 

আসলে একটা মানুষ সবকিছুই সহ্য করতে পারে। কিন্তু প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা টা কখনোই সহ্য করা যায় না। আর এটা ই চিরন্তন সত্য। তখনই আমাদের সব থেকে বেশি কষ্ট লাগে, যখন আমাদের প্রিয় মানুষ আমাদেরকে অবহেলা করে। আজ আপনি অবহেলা কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন। আপনার লেখা কবিতা টা আমার অনেক ভালো লেগেছে।

 2 months ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96057.69
ETH 3426.74
SBD 1.53