ফটোগ্রাফি পোস্ট ||| এলোমেলো ফটোগ্রাফি পর্ব-০১ ||| Original Photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা ভালো আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন।আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি।


আজকে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হতে চলেছি।জানিনা আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে সব সময় ফটোগ্রাফি গুলো ভালোভাবে করার চেষ্টা করি এবং আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে ফটোগ্রাফি গুলো সুন্দর হয়।আর ফটোগ্রাফি পোস্টগুলোতে যখন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে যায়।তখন অনেক ভালো লাগে মনে হয় যে আমার ফটোগ্রাফি গুলো আপনারা সুন্দর ভাবে গ্রহণ করছেন।কারণ কোন কাজ করার পরে যদি সেই কাজ সম্পর্কে সুন্দর মন্তব্য পাওয়া যায়, তাহলে কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আর ঠিক সেই কারণেই আমার ফটোগ্রাফি করাটা এখন নেশায় পরিণত হয়ে গেছে।কেননা প্রথমে ফটোগ্রাফি করতে অতো ভালো লাগতো না এখন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের কারণে ফটোগ্রাফি করতে আমি অনেক স্বাচ্ছন্দ বোধ করি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের ফটোগ্রাফিতে কি কি আছে তা দেখে নেওয়া যাক।

IMG_20240620_120832.jpg

৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ফটোগ্রাফি

ফটোগ্রাফি করতে করতে হট করে মনে হল দেখি ৪৫ ডিগ্রী অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করলে সেই ছবিটি কেমন হয়? কেমন হয়েছে এটা দেখার জন্য আপনাদের দেখার উদ্দেশ্যে ফটোগ্রাফিটি উপস্থাপন করলাম।
IMG_20230223_194912.jpg

ফুলের দোকান

মেলায় ঘুরতে গিয়েছিলাম সেখানে এই ফুলের দোকানটি দেখে তার একটি ফটোগ্রাফি করে নিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে।

IMG_20220806_134917.jpg

আঙ্গুরের গাছ

আমি খুব কম সময় আঙ্গুরের গাছ দেখেছি।তাই এই আঙ্গুরের গাছটি দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই তার একটি ফটোগ্রাফি করে নিলাম।
IMG_20240620_180942.jpg

ছোট্ট খাল

এই ছোট্ট খালের চতুর সাইডে সবুজ প্রকৃতি দেখতে অনেক সুন্দর লাগছিল। আর ওপর থেকে খালিটির ছবি তুলে নিলাম।আর খালটি দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_20240623_124024.jpg

নদীর মাঝে

নদীর মাঝে চলে যাওয়ার পরে অনেক রৌদ্র।তাই অনেকে ছাতা নিয়ে নৌকায় বসে ছিল। ঠিক এই মুহূর্তে একটি ফটোগ্রাফি করে ফেললাম যেটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম।
IMG_20240619_160449.jpg

নদীর কূলে বাড়ি

নদীর মাঝ দিয়ে যাওয়ার সময় নদীর কূলে এই বাড়িটি দেখে অনেক চিন্তা করলাম।যে মানুষ কিভাবে বসবাস করে যে তার বাড়িটি নদীতে কখন ভেসে যাবে, সে নিজেও জানে না।তবু আশায় বুক বেঁধে রয়েছে।
IMG_20240619_160101.jpg

নৌকা

নদীর কূলে নৌকাটি দাঁড়িয়ে আছে আর নৌকায় কিছু লোক এবং নদীর কূলে বসে থাকা কিছু লোক গল্প করছে। বিষয়টি কেমন যেন আমার কাছে ব্যতিক্রম লাগলো তাই তার একটি ফটোগ্রাফি করে ফেললাম।

তারিখঃ জুন,১৯, ২০২৪ইং এবং জুন,২১,২০২৪ইং।
লোকেশনঃ বগুড়া ও জামালপুর।
ক্যামেরাঃ Redmi-9T

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 last month 

বাহ আপু আপনি দেখছি আজকে বেশ কয়েকটি সবুজ শ্যামল প্রকৃতির ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা নদীর কুলে নৌকা দাঁড়িয়ে থাকার দৃশ্য টি অনেক বেশি ভালো লেগেছে।

 last month 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু। প্রথম ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে ফটোগ্রাফির নাম গুলো নিচে এভাবে না লিখে উপরে লিখলে পোস্টের সৌন্দর্য বৃদ্ধি পেত। ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 last month 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে আমার। আপনি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি নিয়ে আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলে ও খুব বেশী ভালো লেগেছে ছোট খাল,আঙুরের গাছ আর পথের প্রথম ফটোগ্রাফিটি।ধন্যবাদ আপু আপনাকে শেয়ার করার জন্য।

 last month 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 last month 

আপু আপনার এলোমেলো ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

আপনার সুন্দর মন্তব্যটি পড়ে ভালো লাগলো।

 last month 

আপনার শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপু। বিশেষ করে প্রথম এবং শেষের ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। শেষের ফটোগ্রাফির নৌকাটা কিন্তু দারুণ। সবমিলিয়ে ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা আমার বড় পাওয়া।

 last month 

আপনার মোবাইলে ধারণ করা এলোমেলো ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। অনেক অনেক ভালো লেগেছে আপনার সুন্দর এই পোস্ট দেখে। যেখানে বেশ এলোমেলো ফটোগ্রাফি দেখার সুযোগ মিললো। আশা করবে আমার সুন্দর সুন্দর ফটোগ্রাফি মানে পোস্ট আবারো আমাদের মাঝে ফোন করবেন।

 last month 

আপু মনে হয় মন্তব্য লিখে একটু পড়ে দেখা দারকার।একটু দেখে নিবেন প্লিজ।

 last month 

আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে আপু। নৌকার ফটোগ্রাফি, ছোট খালের ফটোগ্রাফি এবং আঙ্গুর গাছের ফটোগ্রাফি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

দাদা আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে এই কথাটি শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59304.77
ETH 2534.68
USDT 1.00
SBD 2.41