আমার অনুভূতি ||| মেলায় ঘোরার আনন্দ।

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি সকলে পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_1423858031834967.jpeg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হতে তাই তো আজকে ব্লগটি আমার মেলায় ঘোরার আনন্দের অনুভূতি নিয়ে হাজির হয়েছি।মেলায় ঘোরার আনন্দটাই আলাদা আর বর্তমান সময়টা শীত প্রায় শেষের দিকে। শীতের সময় ঘুরতে যেমন মজা তেমন আনন্দটাও বেশি থাকে। কিন্তু গরমে কোথাও ঘুরতে গেলে অনেক রকম শারীরিক অসুস্থতা বিরাজ করে অতিরিক্ত গরমে মানুষ অস্বস্তি বোধ করে।

received_727617182684455.jpeg

তাইতো শীত শেষ হওয়ার আগ মুহূর্তে গিয়েছিলাম একটু মেলায় ঘুরতে সেখানে ঘুরে হয়তো শহরের দামী দামী জিনিস দেখতে পাইনি কিন্তু কিছু সহজ-সরল মানুষের হাতের তৈরির কিছু জিনিস দেখতে পেয়েছি এবং সেই জিনিসগুলোর দাম একটু কম হলেও তাদের পরিশ্রমের জিনিসগুলো নিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেছি। কারণ আমাদের মত মধ্যবিত্ত মানুষ যদি শহরের জিনিসপত্র কিনি তাহলে তাদের কাছ থেকে কিনবে কে এবং তাদের জীবন কিভাবে চলবে।

received_2693044977503432.jpeg

received_3062022863930547.jpeg

বর্তমান সময়টা যেমন চলছে তাতে জীবন চলা অনেক কঠিন হয়ে গিয়েছে। প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম বেড়ে গেছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা হিমশিম খাচ্ছি কিন্তু হতদরিদ্র মানুষ তাদের হাতের তৈরি কিছু প্রোডাক্ট নিয়ে সেই পণ্যটি বিক্রি করে কিছু অর্থ উপার্জন করবে। আমরা যদি তাদের সাহায্য না করি তাহলে হয়তো বা তারা সারা জীবন অসহায় রয়ে যাবে।শহরের মতো অতটা দামি জিনিস নেই কিন্তু ঘুরে বেশ আনন্দ অনুভব করছিলাম এবং আমার বাচ্চারাও বেশ মজা পেয়েছে।

received_778750576918507.jpeg

received_1546772692778705.jpeg

গ্রাম বাংলার আগের দিনের কিছু ঐতিহ্যবাহী জিনিস নিয়ে গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের হাতের তৈরি কিছু পণ্য নিয়ে যে যার মত বেশ সুন্দর দোকান সাজিয়ে বসে আছে।সবাইকে আকৃষ্ট করছে জিনিস গুলো কেনার জন্য। তবে মেলায় অনেক মানুষ হয়েছিল সবাই চেষ্টা করেছে সাধ্যমত জিনিস কেনার জন্য।

received_1455699511704942.jpeg

received_692581672787835.jpeg

আমিও আমার বাচ্চাদের কিছু জিনিস কিনে দিয়ে ছিলাম। বাচ্চারা সেই জিনিসগুলো পেয়ে অনেক খুশি হয়েছিল। আসলে খুশি করার ব্যাপারটি অন্যরকম।খালি যে দামি জিনিস পেলেই মানুষ খুশি হবে তা কিন্তু নয়। আর বাচ্চারা যে কোন জিনিস পেলে অনেক খুশি হয়।সেখানে ছিল নানান রকমের কাগজের ফুল।আরো ছিল প্রাকৃতিক বিভিন্ন রকমের ফুল গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে এবং সেখান থেকে আমি দুটো গাছও কিনেছি।*

received_361551413426454.jpeg

received_1586023622133755.jpeg

গাছ আমার অনেক ভালো লাগে তাই চেষ্টা করি কোথাও গেলে যদি গাছ দেখি একটি গাছ কেনার।বাচ্চাদের খেলনা ও বিভিন্ন আইটেমের খাবারও ছিল।কিছুক্ষণ ঘোরা ফেরার পর সেই খাবারগুলো কিনে খেলাম। যদিও খাবারগুলো খাওয়া ঠিক হয়নি।কারণ আমি বাইরের খাবার খেলে আমার একটু সমস্যা হয়।তারপরও সবার সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা।তাই সেই আনন্দ আর মিস করতে পারলাম না।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- আমার অনুভূতি "মেলায় ঘোরার আনন্দ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 4 months ago 

আপু যতটা মনে হলো মেলাটি গ্রাম বাংলার মেলা ৷ সব দোকান তৈজপত্র ছিল গ্রামের ৷ যা হোক আপু বর্তমান পরিস্থিতি খুব খারাপ সব জিনিসের দাম বেশি ৷ যা মেলার ঘোরাঘুরি সেই সাথে ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ৷

 4 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দাদা।

 4 months ago 

ঠিক বলেছেন আপু গরমের মধ্যে ঘুরাঘুরি করে একদম শান্তি নেই।মেলায় গিয়ে ছেলেদের নিয়ে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছেন এবং ওদের জন্য কিছু কেনাকাটা করেছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু মেলায় ঘুরাঘুরি সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

মেলায় ঘুরতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি মেলায় ঘুরতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। তার পাশাপাশি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 4 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 4 months ago 

আমার কাছে গ্রামীণ পরিবেশের মেলা গুলো একটু বেশি ভালো লাগে। কারন সেখানে গ্রামের লোকজন এর তৈরি করা বিভিন্ন ধরণের জিনিস পাওয়া যায়। আর এগুলো দেখতে বেশি আকর্ষণীয় লাগে। মেলায় ঘোরার আনন্দ গুলো অনেক সুন্দর করে গুছিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

মেলায় ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে মেলায় বিভিন্ন ধরনের আসবাবপত্র দেখা যায়। তবে এটিই ঠিক মেলায় মধ্যবিত্ত লোকদের থেকে কিছু কিনলে তাদের জন্য ভালো হয়। সত্যি বলতে মেলায় গেলে আমি নিজে জিনিস দেখলে মন চায় কিনে নিতে। তবে এখন শীত শেষদিকে এ কারণে মেলায়গুলোতে যেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মেলায় ঘুরার আনন্দ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

এখন শীতের শেষ মুহূর্তে এই সময় মেলাতে ঘুরতে গেলে অন্যরকম ভালো লাগে। কারণ ঠান্ডা এবং গরম দোনোটাই মাঝামাঝি। মেলাতে বিভিন্ন ধরনের পছন্দের জিনিস আসে সেগুলো কিনতে মন চায়। আর কিছু কিছু লোক থেকে এসব জিনিস কিনতে বেশি মন চায় তাদের আসার ব্যবহারের কারণে। মেলাতে ঘুরতে গিয়ে সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

মেলায় ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। বিশেষ করে শীতের দিনে মেলায় ঘুরাঘুরি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। মেলায় গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখে কেনার মজাই আলাদা। আপনি বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.11
JST 0.027
BTC 64622.93
ETH 3412.88
USDT 1.00
SBD 2.31