BOC-feelings ||| ধান কাটা মাড়ি ||| original writing by @saymaakter.

in Beauty of Creativity2 months ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই সুস্থ আছেন এবং সুন্দরভাবে সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তা রহমতে বেশ ভালো আছি।

IMG_20241206_110521.jpg


আজকে আমি আবারো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে চলেছি। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে ব্লগ লেখার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।আপনাদের সামনে সব সময় ব্যতিক্রম এবং বাস্তব ভিত্তিক কিছু ব্লগ নিয়ে হাজির হতে চেষ্টা করি।আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমি আপনাদের মাঝে "ধান কাটা মাড়ি" এর আপডেট নিয়ে হাজির হতে চলেছি।চলুন আর কথা না বাড়িয়ে বিষয়টি আলোচনা করা যাক।

কৃষক যখন জমিতে ধান রোপন করে ঠিক তখন থেকে ৮০/৮৫ দিন অনেক কষ্টের বিনিময়ে সোনালী ধানের দেখা মেলে। আর অনেক পরিশ্রমের পরে যখন তারা সফলতা হিসেবে সোনালী ধানের দেখা মিলে তখন প্রত্যেকটি কৃষক কৃষানির মনে আনন্দের সীমা থাকে না।এই সময় প্রত্যেককেই কাটা মাড়ি নিয়ে অনেক ব্যস্ত সময় অতিক্রম করে। এজন্য দেখা যায় অনেক সময় নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়ার সময় পর্যন্ত তারা পায় না।এরপর দেখা যায় সকালের খাবার হয়তো বা খাচ্ছে বিকাল তিনটায় আবার বিকালের খাবার হয়তো রাত দশটায় এইভাবেই চলে তাদের প্রায় ১৫ থেকে ২০ দিন।

তবে এই সময় গ্রামে দেখা যায় পিঠাপুলির ধুম পড়ে যায়। প্রত্যেককেই পিঠাপুলি তৈরি করে প্রতিবেশীকে খাওয়ানোর জন্য ব্যস্ত সময় পার করেন এবং প্রত্যেকের ঘরে ঘরে দেখা যায় পিঠাপুলির একটি মহড়া চলতে।এই সময় কিন্তু আমার খুব গ্রামে থাকতে বেশি ভালো লাগে। কারণ এই সময় প্রতিটি বাড়ির লোকজন প্রত্যেকের সঙ্গে প্রত্যেককে এমন ভাবে মিলেমিশে থাকে যেন মনে হয় তাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে। এ সময় কোন বাড়ির সঙ্গে কোন বাড়ির কোন দ্বন্দ্ব বা বিভেদ থাকে না।এই বিষয়গুলো আমাকে গ্রামের প্রতি অনেক বেশি আকৃষ্ট করে।তাই মাঝে মাঝে সময় পেলে গ্রামে ছুটে যায় সেই সময়টা তাদের সাথে অতিবাহিত করার জন্য।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrW1xnNaF2Re8fLzUufkQu...g7xPY7zb8EFFCbjNKRYpfLq65zmCzMhW3G12FLMkP8m5hDHu12yaYqU3RmvWzXicMYhonxjsm7v7vkZd5VN6s4jutwDrMUc215gwLFjQ7G1rvQbY6ocmSGcr5.webp

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1QzUZYGznMCyQnFD4nxxwFrVspj7L3tgoPevhHPr4eBxzjMVQeEEC4BZAN5YLBtp6jWcr1kB2hTZfVgS2.png

Sort:  
 2 months ago 

ধান কাটা মাড়ির চমৎকার কিছু মুহূর্ত আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62