"আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি।

received_1408090816564624.jpeg


আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মনটা অনেক আনন্দিত। ঠিক সেই আনন্দিত মন নিয়ে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের মাঝে কিছু উপহার নিয়ে আসাটাও কিন্তু কম আনন্দের নয়। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলা ব্লগের প্রতিযোগিতায় বর্ষপূর্তি উপলক্ষে অংশগ্রহণ করার জন্য।আমার দিক থেকে যতটুকু চেষ্টা চালিয়ে যাওয়ার আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। কারণ এই প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করছিলাম এবং প্রত্যেকটি কাজ করছিলাম তখন মনে হচ্ছিল বারবার এটা একটি ভালোবাসার কমিউনিটি। তাইতো এই ভালোবাসার কমিউনিটির জন্য আমি আপনাদের মাঝে সাইিফক্স এর একটি অংক নিয়ে হাজির হয়েছি।আমি চেষ্টা করেছি একটি শিয়ালের ভেতর আরেকটি শিয়াল রাতে অন্ধকারে ডাকছে আর সেটাই আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।সাইিফক্স এর একটি ভোট পেলে আমাদের আনন্দের কোনো সীমা থাকে না।তাই তো সেই ভালোবাসার সাইিফক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে অংকনটি কিভাবে করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ

১।পেন্সিল।
২।রং পেন্সিল।
৩।স্কেল।
৪।রাবার।
৫।পম পম।

received_1123807502179294.jpeg

received_427847870166295.jpegreceived_447785774633650.jpeg
received_1145475926677695.jpegreceived_480823237656149.jpeg

received_294381290420295.jpeg

❤️প্রস্তুত প্রণালী❤️

🥰প্রথম ধাপ🥰

received_368586805797202.jpeg

প্রথমে একটি সাইফক্স এর নাক ও মুখ এঁকে নিয়েছি।

🥰দ্বিতীয় ধাপ🥰

received_885448330008774.jpeg

এবার মুখের নিচে গলার অংশটি এঁকে নিয়েছি।

🥰তৃতীয় ধাপ🥰

received_450060654387520.jpeg

গলা থেকে নিচের দিকে একটু ডিজাইন করে এঁকে নিয়েছি।

🥰চতুর্থ ধাপ🥰

received_1100917357647854.jpeg

এবার ঠিক একই ভাবে নিচ থেকে সামান্য পরিমাণ উপর দিকে আগে পিছে চোখা করে এঁকে নিয়েছি। ।

🥰পঞ্চম ধাপ🥰

received_3729518223962547.jpeg

এবার কপালের ওপর থেকে দুটো শিং ও মাথার শেভ করে নিয়েছি।

🥰ষষ্ঠ ধাপ🥰

received_459375106783939.jpeg

মাথা থেকে নিচ পর্যন্ত আবারো আগে পিছে করে অঙ্কন করে নিয়েছি ।

🥰সপ্তম ধাপ🥰

received_1281389092826649.jpeg

ফক্সের নাকের উপরে একটি চাঁদ এঁকে নিয়েছি।

🥰অষ্টম ধাপ🥰

received_378878445198757.jpeg

ফক্সটির ভেতরে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি।

🥰নবম ধাপ🥰

received_371701765459463.jpeg

এবার সেই ফক্সের ভেতরে আরেকটি ফক্স এঁকে নিয়েছি।

🥰দশম ধাপ🥰

received_25989929560620388.jpeg

তার এক সাইডে একটি গাছ এঁকে নিয়েছি।

🥰এগারো তম ধাপ🥰

received_494536599582217.jpeg

সেই গাছটির ভেতরে পাতা এঁকে নিয়েছি।

🥰বারোতম ধাপ🥰

received_1391994221517349.jpeg

এক সাইটে পাতা এঁকে নেওয়ার পর আরেক সাইডে পাতা এঁকে নিয়েছি।

🥰তেরোতম ধাপ🥰

received_1747821539078920.jpeg

পাতার মাঝখানে কিছু শুকনো ডাল এঁকে নিয়েছি।

🥰চৌদ্দ তম ধাপ🥰

received_1015425196685195.jpeg

এবার ডালটিতে একটু সবুজ রং করে নিয়েছি।

🥰পনেরো তম ধাপ🥰

received_482768010781843.jpeg

ছোট সাইফক্সটি কালো রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবং নিচের দিকেও সম্পন্ন কালো করে নিয়েছি।

🥰ষোলো তম ধাপ🥰

received_426277870230715.jpeg

এবার কিছু পম পম দিয়ে সুন্দর করে সাইড দিয়ে ফটো ফ্রেমের মত করে লাগিয়ে নিয়েছি। আর এভাবে হয়ে গেল আমার "রাতের অন্ধকারের ভালোবাসার সাইিফক্স"।এবার এই "রাতের অন্ধকারের ভালোবাসার সাইিফক্স" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 months ago 

বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন এটা দেখতে পেরে খুবই ভালো লাগলো। আপনি আপনার দক্ষতা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন।রাতের অন্ধকারের ভালোবাসার সাইিফক্স দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করলেন। চিত্রন র্ংকনটি অসাধারণ হয়েছে।

 2 months ago 

আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 months ago 

আমার কাছে কিন্তু দারুন লেগেছে আপনার আজকের থিমটি। আপনি দারুন সুন্দর করে একটি সাইফক্স এর আর্ট করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। উপস্থাপনাও বেশ সুন্দর ছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট মেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি সাইফক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি স্টেপ আপনি বেশ দারুন ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যদি কালার দেওয়া যেত তাহলে আমাদের কমিউনিটির অফিসিয়াল সাইফক্স হয়ে গিয়েছিল। ধন্যবাদ আপু ধৈর্য সহকারে এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 months ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

খুব সুন্দর একটি আর্ট করার মাধ্যমে কনটেস্টে অংশগ্রহণ করেছেন। সাইফক্স এর উপরের অংশে দৃশ্যটা বেশ দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। পমপম গুলো দিয়ে ফ্রেম তৈরি করার কারনে বেশ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শুভকামনা রইল আপু।

 2 months ago 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 2 months ago 

আপনি সুন্দর একটি আর্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো।আসলে আমি প্রথমে চাইছিলাম এমন ধরনের কিছু আঁকতে, তবে একটু ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি।আপনার চেষ্টাটি অনেক সুন্দর ছিল, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে তো আপনার অংকন করা আর্টটি। পেন্সিল ব্যবহার করে খুব সুন্দর করে এটা অঙ্কন করেছেন আপনি। আমার কাছে তো দারুন লেগেছে। ফটো ফ্রেমের মত শেষে সাজানোর পরে আরো সুন্দর লাগতেছে এটাকে দেখতে। সত্যি আপনার আর্ট টি আমাকে মুগ্ধ করেছে এক প্রকারে। পুরোটা সুন্দরভাবে যেমন এঁকেছেন তেমনি সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লেগেছে।

 2 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68523.63
ETH 3260.51
USDT 1.00
SBD 2.66