অনু কবিতা পোস্ট ||| কিছু অনু কবিতা।
আজকে আমি আপনাদের মাঝে আবারো আমার রুটিন মাফিক কাজের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি সাপ্তাহে সব সময় একটি অনু কবিতা পোস্ট নিয়ে হাজির হতে চলেছি।তবে আমি জানিনা আমার অনু কবিতা গুলো আপনাদের কাছে কেমন লাগে?তবে আপনাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য গুলো পড়ে আমার খুব ভালো লাগে এবং অনু কবিতা লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়।গতকাল বিকেল বেলায় হঠাৎ আকাশ এমন মেঘাচ্ছন্ন করে আসলো দেখে অনেক মনে প্রশান্তি চলে এলো।তার কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল এক পশলা বৃষ্টি।যে বৃষ্টিটি মনে হচ্ছিল আমাদের অনেক দিনের চাওয়া পাওয়ার একটি অংশ।তবে এই বৃষ্টিতে আমার বাচ্চারা ভেজার খুব ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু তাদের ইচ্ছাটিকে গুরুত্ব দেয়নি কারণ এ বৃষ্টিতে ভিজলে আমার মনে হয়েছিল অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।তাই তাদের ইচ্ছাটিকে পূরণ করতে পারেনি তাই খারাপ লেগেছে।আর বাচ্চারাও মন খারাপ করে বসে ছিল।আর ওই সময় আমিও একা একি বসে ছিলাম ঐ সময় বিধায় কিছু অনু কবিতা লিখে ফেলে ছিলাম আর সেই অনু কবিতা গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।অনু কবিতা গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্য আশা করছি।
প্রকৃতি হয়েছে সতেজ,
এ মন আমার থাকে না ঘরে
সবুজ সতেজ প্রকৃতির হাওয়া
যে দিকে বইছে মনের শান্তি মিলছে।
তুমি এলে চলে ,
মনের ভিতর তখন আমার
আনন্দের ধারা বহে।
কোন দখিনার আনন্দের অনুভূতি,
তোমায় পেয়ে গ্রাম বাংলার কৃষক ভাইয়ের
আজ আনন্দে নেই কোন অবকাশ।
যাওনা কেন তুমি,
তোমারি প্রতীক্ষায় রবো এই আমি।
তোমার ওই নীল আকাশে
যদি কখনো মেঘ জমে,
আঁধার ঘনিয়ে আসে
আমি সেদিনও রইব তোমার পাশে।
আমার এ দেশ স্বাধীন দেশ,
অপরূপ সৌন্দর্য্যের সবুজে ঘেরা মাঠ
শিউলি পলাশ কদমের নেই জুড়ি,
বাংলার ভাষা ও বাংলার সৌন্দর্যে
হারিয়ে যায় মন।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
বিষয়ঃ- অনু কবিতা পোস্ট "কিছু অনু কবিতা"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার এই পোস্টটি পড়ে এবং সুন্দর মতামত প্রদান করে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।
আসলে আজকে বিকেল বেলা আকাশে মেঘ ছিল। আর শীতল বাতাস বইতে ছিল। তখন থেকে আমার অনেক ভালো লাগতেছিল। আর আপনাদের ওখানেও বৃষ্টি নামলো, বৃষ্টির প্রশান্তিতে যেন মুগ্ধ হয়েছিল। আর সেই অনুভূতি নিয়েই অনুক কবিতাগুলো লিখেছেন। আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো।
আমার অনু কবিতা গুলো আপনার ভালো লেগেছে এটা আমার সার্থকতা।
অসম্ভব সুন্দর চারটি অনু কবিতা দিয়ে আজকের অনু কবিতা ব্লগটি শেয়ার করেছেন। প্রত্যেকটা কবিতা খুবই সুন্দর হয়েছে আপু। তবে প্রথম দুটো কবিতা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার কবিতাগুলো ভালো লেগেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
অনেক সুন্দরভাবে ছোট ছোট কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। হয়তো আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টির কোন দেখা নেই। যাইহোক কবিতাগুলো কিন্তু খুব ভালো লাগলো আমার। অসাধারণ লিখেছেন আপনি।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
অনু কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ একই পোস্টে বিভিন্ন ধরনের কবিতা পড়ার সুযোগ হয়। আপনার কবিতাগুলো দারুন হয়েছে। আসলেই বৃষ্টি যখন হয় প্রকৃত তখন সতেজ হয়ে যায়। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।
প্রতি সপ্তাহে একটি করে অনু কবিতা পোস্ট করেন এটা বেশ ভালো ব্যাপার আপু। গতকালকে আপনাদের ওইদিকে বৃষ্টি হয়েছে জেনে ভালো লাগলো। আপনি সত্যি বলেছেন আপু বৃষ্টি হলে প্রকৃতির সতেজ হয়ে ওঠে। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।
প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি বেশ কিছু অনুকবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনুকবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি কবিতার লাইন গুলো খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন । আসলে ছোট কবিতা গুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লাগে।
কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার লেখার সার্থকতা।
ঠিক বলেছেন আপু সবুজ সতেজ প্রকৃতির হওয়া যেদিকে বইছে মনের শান্তি মিলছে।অসম্ভব সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন আপু।মনোমুগ্ধকর কয়েকটি অনু কবিতা লিখেছেন আপু।প্রতিটা লাইন বেশ দুর্দান্ত ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার অনু কবিতা আপনার ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।