ফটোগ্রাফি পোস্ট ||| রেনডম ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারের সকলকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আবহাওয়া উত্তপ্ত হওয়ার কারণে যেমন গরম পড়েছে তেমনি লোডশেডিং এর ভয়াবহ অবস্থা। যখনই কাজ করতে যাই,তখনই চলে যাচ্ছে বিদ্যুৎ। আর এতটা উত্তপ্ত আবহাওয়া যার কারনে কোন কাজ করতে গেলেও অস্থিরতা কাজ করে। তারপরও আমাদের দৈনন্দিন জীবনে কাজ তো ফেলে রাখা যাবে না। কাজকে মূল্যায়ন করতে হবে আমাদের সকলকে। সঠিক সময়ে সঠিক কাজ করা এবং কাজকে মূল্যায়ন করে ধারাবাহিকভাবে সেই অনুপাতে এগিয়ে যাওয়াই জীবনের সফলতা এনে দিতে পারে সেই কাজ।


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে অনেক ভালবাসি। তবে ফটোগ্রাফির ব্যাপারে অতটা স্পেশাল না। চেষ্টা করে যাচ্ছি যেখানে নিত্য নতুন ও সুন্দর কোন জিনিস দেখি তখনই ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে নিয়ে হাজির হই। ফটোগ্রাফি করা এখন কেন জানি একপ্রকার নেশা হয়ে গেছে। যেখানেই যাই সেখানকার অবস্থা এবং দারুণ কিছু দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। আমি আপনাদের মাঝে কিছু "রেনডম ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে "রেনডম ফটোগ্রাফি" গুলো দেখে নেয়া যাক।

IMG_20240908_180312.jpg

সবুজ প্রকৃতি

সবুজ প্রকৃতির দিকে তাকালে অনেক ভালো লাগে আর সবুজ প্রকৃতির দিকে যখন তাকানো হয় তখন মনের ভিতরে অনেক প্রফুল্লতা আসে।তাই আমাদের মাঝে মাঝে সবুজ প্রকৃতির মাঝে যাওয়া দরকার।
Messenger_creation_80F25A7E-6431-4EF1-861C-1C03657F53D6.jpeg
ইয়ারগান দিয়ে বেলুন ফুটানো

মেলার মধ্যে একটি স্টলে বেলুন গোল গোল করে ফুলিয়ে রাখা হয়েছে।ইয়ার গান দিয়ে এই বেলুনগুলোকে টার্গেট করে ফুটাতে হবে আর এই বিষয়টি দেখতে আমার বেশ ভালো লাগছিল।তাই তার একটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।
Messenger_creation_D6C0FAED-BBA9-49D3-9F70-EA1663575C43.jpeg
আঙ্গুর গাছ

আঙ্গুরের গাছ লাউ গাছের মতো জাংলায় দেওয়া হয়েছে। আর এটা দেখতে বেশ ভালো লাগছে। তাই তার একটি ফটোগ্রাফি করে সবার সাথে শেয়ার করলাম।
Messenger_creation_9A54B39B-4C42-4D8E-9494-AD4380DA55A8.jpeg
ফুল গাছ

এই ফুলের নামটি আমার জানা নেই। তবে ফুলটি দেখতে বেশ ভালো লাগছিল। তাই তার ফটোগ্রাফি করেছি।
Messenger_creation_FC053D8F-7B08-473A-B394-6B6678186BDA.jpeg
নদীর ঘাট

নদীর ঘাটে অনেক নৌকা বাধা ছিল ও পাশে চরে ধান লাগানো হয়েছে দেখতে বেশ ভালো লাগছিল।তাই তার একটি ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম।
Messenger_creation_6C6C86B7-7B1E-40D0-83D5-84E1C44A7C72.jpeg
ফুল গাছ

এই ফুলের নামটি আমার জানা নেই। তবে এই ফুলের কালার টি একটু ব্যতিক্রম। তাই তার একটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানাবেন।

Messenger_creation_C0061F1A-DFDB-4BA0-8FF7-D0C9BB51965E.jpeg

নদীর ঘাট

নদীর ঘাটে নৌকাগুলো এপাশ থেকে দেখতে বেশ ভালো লাগছিল। তাই সঙ্গে সঙ্গে তার একটি ফটোগ্রাফি করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Messenger_creation_028DA0B1-C10B-4050-87E0-AB930BA0D32E.png

Sort:  
 last month 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঘাটে বাঁধা নৌকা। এবং সবুজ প্রকৃতি। ফটোগ্রাফি গুলো দারুণ ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 last month 

বিভিন্ন রকমের রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার চমৎকার এ রেনডম ফটোগ্রাফি দেখে আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি বিভিন্ন রকমের ফুল প্রাকৃতিক পরিবেশ আঙ্গুর ফলের গাছ এর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আমাদের মাঝে। তবে আঙ্গুর ফলের গাছটা দেখে আমাদের পুরাতন আঙ্গুর ফলের গাছের কথা মনে পড়ে গেল। খুব ভালো লাগলো আপনার পোস্ট।

 last month 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে শুনে অনেক উৎসাহ বোধ করছি।

 last month 

আপনি দেখছি আজকে আমাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা সবুজ প্রকৃতির ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। কেননা, সবুজ শ্যামল প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 last month 

সুন্দর মন্তব্যের পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last month 

আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর। একেবারে গ্রামীন পর্যায়ের ফটোগ্রাফি গুলো করেছেন। প্রথম ফসলের ক্ষেতের ফটোগ্রাফি টা অসাধারণ লাগছে। খুবই চমৎকার করেছেন আপু। পাশাপাশি ফুল এবং নদীর ঘাটের ফটোগ্রাফি টাও চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month 

উৎস মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 last month 

আপনার ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

ফটোগ্রাফির সাথে সুন্দর করে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি।তবে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 last month 

আমি একবার যশোর গিয়ে মেলাতে ইয়ারগান দিয়ে বেলুন ফুটানোর চেষ্টা করেছিলাম। তবে ব্যর্থ হলাম। আরো কয়েকবার ট্রাই করলে হয়তো পারতাম। আপনার ফটোগ্রাফি দিখে বিষয়টা মনে পড়লো। ধন্যবাদ।

 last month 

আমার ফটোগ্রাফি দেখে আপনার অতীতের কথা মনে পড়েছে জেনে ভালো লাগলো।

 last month 

ওয়াও আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়েছে। বিশেষ করে সবুজ প্রকৃতি আর ফুলের ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। এই ফুলগুলোর নাম ডায়াহান্থ ফুল। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last month 

যাক আপনার কাছ থেকে ফুলের নামটি শিখতে পারলাম।

 last month 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখলে সত্যি অনেক ভালো লাগে। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এবং সবুজ প্রকৃতির ফটোগ্রাফিও চমৎকার হলো। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসব দেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ সবগুলো ফটোগ্রাফি আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একইসাথে এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মাধ্যমে আপনার ফটোগ্রাফির দক্ষতা খুব ভালোভাবে ফুটে উঠেছে৷ এর মধ্যে শেষের দিকে আপনি যে নাম না জানা ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

 last month 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 last month 

এত অসাধারণ ফটোগ্রাফি দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68588.91
ETH 2458.42
USDT 1.00
SBD 2.35