DIY/এসো নিজে করি / ত্বক উজ্জ্বলতার সাবান।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা।সবাই কি করছেন?আশা রাখি সবাই ভাল আছেন, সুস্থ আছেন, সুন্দর সময় অতিবাহিত করছেন।

IMG_20211115_200825.jpg

যেকোনো একটি জিনিস সব সময় একইভাবে করতে ভালো লাগেনা। প্রত্যেকটি কাজ একই নিয়মে, একই ভাবে করা আমার পছন্দ না। আমি সব সময় একটু ভিন্নভাবে যেকোন কাজ করার চেষ্টা করি,কাজে ভিন্নতা আনার চেষ্টা করি। বর্তমান সময়ে ছেলে মেয়ে উভয়েই সৌন্দর্যবর্ধনের জন্য কি না করছি।তাই এবার আমি আপনাদের মাঝে ভিন্ন কিছু নিয়ে আসার চেষ্টা করছি জানিনা আমার চেষ্টা কতটুকু সফল হবে। যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা বিষয়টা যদি ভালোভাবে নেন তবে আমার এই চেষ্টা, কষ্ট সার্থক হবে। তাই এইবার সবার সৌন্দর্যবর্ধনের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি নিয়ে আসলাম ডাই প্রজেক্ট "ত্বক উজ্জ্বলতার সাবান"। এই সাবানটি তৈরি করে আমি নিজে ব্যবহার করছি।তাই আর কথা না বাড়িয়ে চলেন এবার "ত্বক উজ্জ্বলতার সাবান" কিভাবে তৈরি করেছি পুরো প্রসেসটি আপনাদেরকে বলি।

প্রয়োজনীয় উপকরন সমুহঃ-

১। কসকো সাবান-----------------১টি(বড়)।

received_1877062469159350.jpeg

২। অ্যালোভেরা-------------------৩টি পাতা(বড়)।

IMG_20211114_141840.jpg

৩। ভিটামিন ই ক্যাপ-------------৫টি(২০০মিঃ গ্রাঃ)।

received_415533859907362.jpeg

৪। বাদামের তৈল----------------৪/৫ ফোটা।

received_1068571327305868.jpeg

৫। প্লাস্টিক বাটি-----------------২ পিচ।

received_244618317655255.jpeg

------------প্রস্তুত প্রণালী-----------

--------------------প্রথম ধাপ--------------------

received_267084015442562.jpegreceived_437367164675242.jpeg

প্রথমে আমি কসকো সাবান আমার ত্বক বুঝে বাজার থেকে কিনে আনলাম। তারপর সেই সাবানটিকে ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম।

-----------------দ্বিতীয় ধাপ--------------------

received_1063233384426897.jpegreceived_274344654621001.jpeg

received_4586076264778719.jpeg

সাবানের এই টুকরোগুলোকে আরো ছোট ছোট করে কুঁচি কুঁচি করে কেটে নিলাম।এগুলো একটি বাটিতে রেখে দিলাম।

------------------- তৃতীয় ধাপ-----------------

IMG_20211114_141214.jpgreceived_187075173625653.jpeg
received_419866919717212.jpegreceived_223436783235074.jpeg

অ্যালোভেরার তিনটি পাতা গাছ থেকে কেটে নিলাম। অ্যালোভেরার পাতা গুলোর দুইপাশের কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম।

--------------------চতুর্থ ধাপ-------------------

received_320346356254520.jpegreceived_638769780462643.jpeg
received_427161129002999.jpegreceived_598638897858458.jpeg

received_297132495607903.jpeg

এবার অ্যালোভেরার পাতার উপরের সাইডের ছালটি ছাড়িয়ে নিলাম এবং চিরুনী দিয়ে অ্যালোভেরার জেল বের করে নিলাম।এবার জেল গুলো একটি বাটিতে রেখে দিলাম।

--------------------পঞ্চম ধাপ-------------------

received_585212672769986.jpegreceived_1630445123957882.jpeg
received_231177719114941.jpegreceived_585219195891814.jpeg

এবার একটি কড়াইয়ে গরম পানি উঠিয়ে দিলাম। একটি স্টিলের পাত্রে সাবানের কুঁচিগুলো নিয়ে পাত্রটি গরম পানির ভিতরে নিয়ে নাড়তে শুরু করলাম। এভাবে সাবানের কুঁচিগুলো লিকুইট করে নিলাম।

-------------------- ষষ্ঠ ধাপ-------------------

received_302914608379171.jpegreceived_321597356094213.jpeg

এবার অ্যালোভেরার জেল গুলো এই পাত্রের ভিতর সাবানের লিকুইড এর মধ্যে দিলাম এবং পাঁচটি ই-ক্যাপ কেটে এই পাত্রে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম।

-------------------সপ্তম ধাপ-------------------

received_450945529725658.jpeg

এই অবস্থায় পাত্রের ভিতর লিকুইড গুলো নাড়তে নাড়তে বাদামের ৪/৫ ফোঁটা তৈল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম।

-------------------অষ্টম ধাপ-------------------

received_4550047745082476.jpegreceived_433228524865517.jpeg
received_311603957456569.jpegreceived_408161524125949.jpeg

IMG_20211115_200812.jpg

এবার লিকুইডটি ভালোভাবে মিশ্রন শেষ হয়ে গেলে নামিয়ে নিয়ে দুইটি প্লাস্টিক বাটিতে হালকা তৈল দিয়ে নিলাম। এরপরে লিকুইড গুলো দুইটি প্লাস্টিক বাটিতে ঢেলে দিলাম সমান করে। আর এভাবে ৪০/৪৫মিনিট একটি ঠান্ডা জায়গায় প্লাস্টিক বাটি ২টি রেখে দিলাম। আর এভাবে হয়ে গেল আমার "ত্বক উজ্জ্বলতার সাবান"।

পরিশেষে আরেকটি কথা আপনারা আপনাদের ত্বক বুঝে উপকরণগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি এই সাবানে অনেক উপকৃত হয়েছি। আমি নিজে ব্যবহার করে তারপর এই পোস্টটি দেরি করে হলেও দিলাম।আমি চাইনা আমার পরিবার অর্থাৎ বাংলা ব্লগ কমিউনিটির কারো কোন সমস্যা হোক।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন স্কুল শিক্ষিকা।আমি একজন বাংলাদেশী নিজেকে বাঙালী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। নিত্য নতুন কিছু তৈরি করে উপস্থাপন করতে বেশি ভালো লাগে।আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে যে প্লাটফর্মে আমি আমার সকল উপস্থাপনা বাংলায় উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করি।

এত সময় ধরে আমার পোস্টটি পড়া এবং দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

--------খোদা হাফেজ -----------

Sort:  

আমি আসলেই অবাক,কিভাবে আসলো এমন আইডিয়া আপনার মাথায়। আসলে নতুন কিছু শিখলাম। আগে কখনো এমন কিছু এভাবে দেখা হয়নি আমার। আশা করি এভাবেই নতুন নতুন চমক নিয়ে আসবেন আমাদের সামনে। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য আর সবার সহযোগিতা পেলে আরো ভালো কিছু করার ইচ্ছা আছে।

 3 years ago 

শীত কালে মানুষ এর ত্বক খুবই শুষ্ক হয়ে যায়।আপনাকে ধন্যবাদ জানায় শীতের কথা মাথায় রেখে আপনার নিজের বানানো দারুন একটি ত্বকের সাবান বানানো শেয়ার করেছেন।ধাপ গুলো খুব গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা আপু।

 3 years ago 

জি ভাই। সবার চিন্তা করেই পোস্ট করা। ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

ওয়াও আপু অনেক অনেক ধন্যবাদ আপু মনি।
এতো উপকারী একটি সাবান তৈরি করেছেন ত্বক উজ্জ্বলতার জন্য।
আপু এটা কি ভাবে ব্যবহার করবো?
যদি বলতেন অনেক ভালো হতো আপু মনি।
আমি অবশ্যই এই সাবানটি বাসায় তৈরি করবো।

অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

সাধারণ সাবান যে ভাবে ব্যবহার করেন ঠিক সেই ভাবেই ব্যবহার করতে পারবেন।ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনি প্রথমে নিজে ব্যাবহার করে এরপর সবার সামনে জিনিসটিকে এনেছেন। যা সত্যিই খুব প্রশংসনীয় আর পুরো প্রক্রিয়াটি খুব বেশি সুন্দরভাবে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। আর আমার মনে হয়েছে আপনার আজকের ত্বক উজ্জ্বলতা সাবান টি তৈরি করা টাও খুব বেশি ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুচিন্তিত মতামত আমার অনেক ভালো লেগেছে। আর কাজে আরো কয়েকগুণ আগ্রহ বেড়ে গেল। আগামীতে আরো ভালো কিছু উপস্থাপন করব আপু।

 3 years ago 

আপু আপনি ভিন্নধরনের একটি ডাই পোস্ট করেছেন।পূর্বে বাসায় কখনো সাবান তৈরি করা হয়নি। আপনি খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে সাবান তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে আমার এই পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এই সাবান তৈরিতে সবগুলো উপকরণ আমাদের ত্বকের জন্য ভালো। তাই আশা করছি এই সাবান ব্যবহারে কারো ত্বকে কোন সমস্যা হবে না। আর আপনি তো নিজেই বলে দিয়েছেন আপনি নিজে ব্যবহার করে তারপরই এই পোস্টটি করেছেন।
আপনার এই সাবান তৈরির ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আবারও ধন্যবাদ জানাচ্ছে ভিন্ন কিছু আমাদের মাঝে উপস্থাপনের জন্য।

 3 years ago 

আসলে গত হ্যাংআউট থেকে এ পর্যন্ত মনটা অনেক খারাপ। এর মাঝে আপনার মত মানুষের এরকম একটি কমেন্ট আমার জন্য অনেক বড় পাওয়া। তাই বলবো সাপোর্ট মানে শুধু ভোট না সাপোর্ট মানে সুন্দর একটি কমেন্ট। অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করেছেন আমার পোস্টে।

 3 years ago 

আপু আপনার কাজটি সত্যিই অসাধারণ হয়েছে। আমি দেখে আশ্চর্য হলাম যে এত সুন্দর ভাবে আপনি যে ত্বক উজ্জ্বল করার সাবান তৈরি করেছেন। বিশেষ করে সাবান এর সাথে অ্যালোভেরা এবং ক্যাপসুল মিশিয়ে যে নতুন প্রক্রিয়ায় সাবান তৈরি করেছেন আসলে খুবই দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62964.22
ETH 2595.61
USDT 1.00
SBD 2.74