স্বরচিত কবিতা ||| ভেঙে যাওয়া মন ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

sky-34536_1280.png
source

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে।মনের আবেগ অনুভূতি দিয়ে লেখা হয় কবিতা। কবিতা লিখতে বরাবরই ভালো লাগে।সেই ছোট বেলা থেকে আমি কবিতা লিখতাম টুকটাক করে দু এক কলম।কবিতা মনের আলো ও অন্ধকারের কিছু ব্যক্ত কথা। একটি কবিতার মাধ্যমে বড় যে কোন বিষয় সুন্দরভাবে ছোট আকারে তুলে ধরা সম্ভব।কবিতা শুধু লেখক এর ব্যক্তিগত জীবনের গল্প তা কিন্তু নয় আমাদের সমাজে ঘটে যাওয়া নানান ধরনের ঘটনাকে কেন্দ্র করেই একজন কবির মনের অনুভূতি দ্বারা সুন্দর করে সাজিয়ে পাঠকের মাঝে উপস্থাপন করেন।

যদিও সেরকম দক্ষতা সম্পন্ন আমি নই তবুও আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণায় চেষ্টা করি আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে। তবে আমার যতটুকু মনে হয় কবিতা লেখা অতটা সহজ নয়। বাক্য গুলো সব সময় মনের ভেতরেও আসে না। সুন্দর ও নিরিবিলি পরিবেশ কবিতা লেখার উপযুক্ত স্থান।তাই সব সময় আমি চেষ্টা করি নিরিবিলি পরিবেশে বসে কবিতা লেখার।আজ যখন আকাশটা মেঘলা ছিল। চারদিকটা কালো মেঘে ঢেকে গেছে আকাশ। মনটাও তেমন ভালো ছিল না। তখনই শুরু করে দিলাম কবিতাটি লেখার। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "ভেঙে যাওয়া মন" দেখে নেওয়া যাক।

ভেঙে যাওয়া মন

সায়মা আক্তার

যখন আকাশ পানে দেখছিলাম
আকাশের প্রচন্ড মন খারাপ,
চারদিক কালো মেঘে ঢাকা,
হঠাৎ মেঘে বজ্রপাতের ডাক
সবাই ফিরছিল ঘরে,
আমার ফেরা হলো না
সেই আপন নিবাসে।

ভয় ভিতি আজ নেই বললেই চলে
কোন কিছুর জন্য এখন
নেই হতাশা আমার।
বসন্ত আসে সবার জিবনে,
কোকিলের মিষ্টি সুর,
ফুলের সৌরভ রঙিন স্বপ্ন,
মনের অজান্তে রং তুলিতে
কতো না আকা হয়
মনের ইচ্ছে গুলো।

আজ বডড অসহায় ভরা মন
কিছুতেই ভাঙ্গা কাচের
টুকরো মিলাতে পারছি না,
লাগে না ভালো আগের মতো।
আশা স্বপ্ন নিয়েই বাচা
কিন্তু এসব ভাবা আমার জিবনে মিছে।
যে মনে ছিল তোমার বসবাস
আজ সেই মন ভাঙা এখন।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Messenger_creation_028DA0B1-C10B-4050-87E0-AB930BA0D32E.png

Sort:  
 4 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতা লেখার আবেগ অনুভূতিটা বেশ দারুন ছিল আপনার। এজন্য লাইনগুলো অসাধারণ ছিল। এত সুন্দর কবিতা লিখে উপস্থাপন করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আপু আপনি ছোট বেলা থেকে কবিতা লিখেন জেনে অনেক ভালো লাগলো। আসলে ভাঙা মন নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন। আসলে মন ভেঙে গেল তখন আর কোন ভয় ভীতি কাজ করে না।কবিতার প্রতিটি লাইন অনেক ভালো লেগেছে।

 4 months ago 

আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া।

 4 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আমার কাছে সত্যি বেশ দারুন লেগেছে। খুবই সুন্দরভাবে আপনি সহজ সরল ভাষায় কবিতার লাইন গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে মন ভেঙে গেলে কখনো জোড়া লাগানো সম্ভব না এটা আমরা প্রত্যেকেই কম বেশি বেশ ভালই বুঝি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

গঠনমূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে আমি লোকের সাথে বেশি অনেকেই খুব সুন্দর সুন্দর কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকেন। কবে বিরহের কবিতাগুলো বেশ দারুন হয়। কেন জানি বিরহের কবিতাগুলোর মধ্যে আমি লক্ষ্য করে দেখি মনের মাধুর্য মিশিয়ে লেখার চেষ্টা করে সবাই। যাই হোক অনেক অনেক ভালো লাগলো আপু আপনার লেখা বিরহের কবিতাটা।

 4 months ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 4 months ago 

যখন কষ্টগুলো হৃদয় মাঝে এসে উঁকি দেয় তখন সত্যিই হৃদয়টা ভেঙে যায়। আপু আপনি চমৎকার কবিতা লিখেছেন। এর আগেও আপনার লেখা কবিতা অনেকবার পড়া হয়েছে। আজকেও দারুণ কবিতা শেয়ার করেছেন আপু।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 4 months ago 

মেঘলা পরিবেশে বসে খুব চমৎকার একটি কবিতা আজ আপনি শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো কবিতাটি আবৃত্তি করে।কবিতা হলো মনের অনুভূতি মেশানো আবেগের বহিঃপ্রকাশ। অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

আমিও আপনার মতোই সমাজের ছোট ছোট ঘটনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি কবিতার মধ্যে আপু।আপনার লেখা কবিতাগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে।আপনি দারুণ লেখেন সবসময়, ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

জি দিদি ঠিক বলেছেন। আপনার কবিতাগুলোর মধ্যে আমি সব সময় এধরনের বিষয়গুলি দেখতে পাই।

 4 months ago 

ভেঙে যাওয়া মন এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লাগে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

আপনার লেখা ভেঙ্গে যাওয়া মন কবিতাটা পড়তে আমার অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত এভাবে চেষ্টা করলে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা আপনি লিখতে পারবেন। আমি নিজেও কবিতা লিখতে অনেক বেশি ভালোবাসি। আর সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও ভালো লাগে। এই টপিকটা নিয়ে কবিতা লেখার কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে। এই কবিতার সবগুলো লাইন অনেক সুন্দর ছিল।

 4 months ago 

কবিতা লেখার মূল বিষয় হলো টপিক নির্ধারণ করা।আর এই বিষয়টি যদি ঠিক থাকে তাহলে কবিতা অটোমেটিকেলি সুন্দর হয়।

 4 months ago 

বাহ আজকে তো আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে আপু যখন মন খারাপ থাকে তখন কবিতা লিখলে মন ভালো হয়ে যায়। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ।ভেঙে যাওয়া মন কবিতাটি পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের মনের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62