"আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা।

সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই সুস্থ ও সুন্দর ভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।

received_1578163719400345.jpeg


প্রতিদিনের মতো আমি আজও আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের সকলের প্রিয় @rme দাদা,এডমিন ও মডারেটর ভাই ও বোনেরা দারুন দারুন প্রতিযোগিতার আয়োজন করেছেন।সত্যিই বাংলা ব্লগের প্রতিযোগিতার আয়োজন ও বর্ষপূর্তি উপলক্ষে আমাদের মনকে অনেক আনন্দিত করছে।আসলে আমার বাংলা ব্লগ মানে ভালোবাসার কমিউনিটি। যে কমিউনিটির ভালোবাসা ও নিয়ম-কানুন আমাদের রক্তের সাথে মিশে আছে। কথাটি বললাম এ জন্যই যে আমরা ঘুমাতে যাওয়ার আগে আমার বাংলা ব্লগের সঙ্গে থেকে গুড নাইট বলে ঘুমায় আবার সকালে যখন সূর্য উঠে তখন বিছানা থেকে নামতেই বাংলা ব্লগে শুভ সকাল বলেই দিনের শুরু করি।একটি মানুষ কতটা ভালবাসলে সকাল থেকে রাত পর্যন্ত তাকে নিয়ে ভাবনায় থাকে আর সেটাই তো ভালোবাসা ও রক্তের সাথে মিশে থাকা।আমি চেষ্টা করি সব সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তাইতো আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।তবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।চলুন আর কথা না বাড়িয়ে "আমার স্বপ্ন আমার বাংলা ব্লগ কমিউনিটি" কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।কার্ডবোর্ড।
২।রঙিন কাগজ।
৩।গাম।
৪।কটন বার্ড।
৫।কাঁচি।
৬।এন্ডি কাটার।
৭।মার্কার প্যান।
৮।কলম।
৯।স্কেল।

received_1426688541182512.jpeg

received_444324978215558.jpegreceived_3960764940818823.jpeg
received_771310221658626.jpegreceived_981236643249841.jpeg
received_8505786512769044.jpegreceived_990623316127862.jpeg

received_964971268695235.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

💗প্রথম ধাপ💗

received_381823851548003.jpeg

প্রথমে কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি।

💗দ্বিতীয় ধাপ💗

received_1137773617526916.jpeg

এবার সেই কার্ডবোর্ডের উপরের কাগজটি খুব সাবধানে উঠিয়ে নিয়েছি।

💗তৃতীয় ধাপ💗

received_453243354092876.jpeg

received_1103231404836954.jpeg

স্কেল দিয়ে মেপে ঘরের জন্য কার্ডবোর্ডটি এঁকে নিয়েছি এবং কেটে নিয়েছি।

💗চতুর্থ ধাপ💗

received_446292168339304.jpeg

সেই কার্ডবোর্ড ঘরের সেভ করে ঘাম দিয়ে লাগিয়ে তৈরি করে নিয়েছি।

💗পঞ্চম ধাপ💗

received_1122399328987894.jpeg

ঘরের দরজা কেটে নিয়েছি।

💗ষষ্ঠ ধাপ💗

received_408622785479388.jpeg

received_1014712803715745.jpeg

এবার খুব সাবধানে ঘরের জানালা এন্ডি কাটার দিয়ে কেটে নিয়েছি।

💗সপ্তম ধাপ💗

received_1649523849136460.jpeg

ঘরের চালের জন্য আরেকটি বোর্ড স্কেল দিয়ে মেপে সেই অনুপাতে এঁকে নিয়েছি।

💗অষ্টম ধাপ💗

received_433182126175705.jpeg

এরপর সেই মাপ অনুযায়ী ঘরের চাল কেটে নিয়েছি।

💗নবম ধাপ💗

received_1020140602932130.jpeg

এবার গাম দিয়ে ঘরের চাল লাগিয়ে নিয়েছি।

💗দশম ধাপ💗

received_3263169870480246.jpeg

received_1195779908445760.jpeg

সেই একই মাপ অনুযায়ী আরেকটি ঘর তৈরি করে নিয়েছি আবার দরজা-জানলা কেটে নিয়েছি।

💗এগারো তম ধাপ💗

received_302083242871661.jpeg

received_425478443696992.jpeg

এবার কটন বার্ডে আঠা দিয়ে সেই জানালার গ্রিল গুলো লাগিয়ে নিয়েছি।

💗বারো তম ধাপ💗

received_1843962196077589.jpeg

এরপর দুটো লম্বা কার্ডবোর্ড কেটে নিয়েছি ঘরের সিঁড়ি বানানোর জন্য।

💗তেরো তম ধাপ💗

received_993051478896956.jpeg

লম্বা কাগজটি ভাঁজ করে নিচ তলার সিঁড়ি বানিয়ে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

💗চৌদ্দ তম ধাপ💗

received_994821662654362.jpeg

received_3779256858965960.jpegreceived_979318050173835.jpeg
received_1190307405208246.jpegreceived_2160923457634034.jpeg

এবার তৃতীয় তলার জন্য কার্ডবোর্ড দিয়ে ছোট আর একটি ঘর বানিয়ে দরজা-জানালা কেটে নিয়েছি ঠিক একই ভাবে।কটন বার্থডে গাম দিয়ে জানালার গ্রিল লাগিয়ে নিয়েছি।

💗পনেরো তম ধাপ💗

received_1174131327104754.jpeg

received_838667651015969.jpeg

এবার তৃতীয় তলার ঘরটির চালার জন্য আবার চার টুকরো কার্ডবোর্ড কেটে নিয়েছি আর গাম দিয়ে সেই চালাগুলো লাগিয়ে নিয়েছি।

💗ষোলো তম ধাপ💗

received_439415002124712.jpeg

এবার ঠিক একই ভাবে দোতলা সিঁড়িটিও লাগিয়ে নিয়েছি।

💗সতেরো তম ধাপ💗

IMG_20240605_235248.jpg

রঙিন কাগজ কেটে আমার বাংলা ব্লগ দ্বিতীয় বর্ষ ভর্তি সুন্দর করে লিখে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "স্বপ্নের আমার বাংলা ব্লগ কমিউনিটি"।এবার এই "স্বপ্নের আমার বাংলা ব্লগ কমিউনিটি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 months ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটা জিনিস তৈরি করেছেন আপু। এই জিনিসগুলো তৈরি করা অনেক সময় সাপেক্ষ। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে এটা তৈরি করেছেন। খুব ভালো লাগলো আপু আপনার তৈরি ডাই প্রজেক্ট দেখে। ধন্যবাদ আপু তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এত সুন্দর একটি ডাইপ্রজেক্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপু।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য।জি আপু এই ডাই প্রজেক্টটি তৈরি করতে অনেক সময় ব্যয় করেছি।

 2 months ago 

কী অসাধারণ বানালেন। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে যেভাবে রূপদান করলেন তা সত্যিই এককথায় চোখে লেগে যাবার মতো। আপনার শৈল্পিক মন ও হাতের কাজের গুণ আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। আর তথাপি আমার বাংলা ব্লগের চিন্তাধারাকে যেভাবে হস্তশিল্পের সাথে সাযুজ্যদান করলেন তা একটি ধনাত্মক মানসিকতা তুলে ধরলো। ভালো থাকুন৷ আপনার নান্দনিক চিন্তনের বিকাশ ঘটুক আরও।

 2 months ago 

এত সুন্দর মন্তব্য পেলে কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। ধন্যবাদ ভাই সুন্দর বক্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 months ago 

আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উপলক্ষে খুবই সুন্দর ভাবে এটাই পোস্টটি তৈরি করলেন। প্রতিযোগিতায় আপনাকে অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আমার বাংলা ব্লগের অসাধারণ একটি বাড়ি তৈরি করেছেন। সত্যি আপনার আইডিয়া অসাধারণ ছিল।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপু আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। খুবই নন্দনিক ভাবে আপনি আপনার ডাই প্রজেক্ট ফুটিয়ে তুলেছেন। যা দেখে আমি অভিভূত হয়েছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা 💕

 2 months ago 

আপনার সুন্দর মন্তব্য করে অনেক ভালো লাগলো আপু।

 2 months ago 

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি ডাই তৈরি করেছেন আপু।অসাধারণ ছিল ঘরটি।আপনার দক্ষতার প্রশংসা করতে হয় আদলেই।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 2 months ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বিশেষ প্রতিযোগিতায় দারুন একটা ডাই তৈরি করে অংশগ্রহণ করেছেন আপনি। পুরোটা তৈরি করতে আপনার নিশ্চয়ই প্রচুর পরিমাণে সময় লেগেছিল। সময় নিয়ে যদি এই ধরনের কাজগুলো করা হয় তাহলে দেখতে অসম্ভব ভালো লাগে। শুধুমাত্র কার্ডবোর্ড দিয়ে এগুলো তৈরি করা দেখতে ভালো লাগতেছে। এরকম একটা ঘর সত্যিকারের হলে তো আরো সুন্দর হবে।

 2 months ago 

জি ভাই এই ডাইটি তৈরি করতে অনেক সময় লেগেছে। দুই দিন সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছি।

 2 months ago 

আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দেখছি অনেক বড় একটা ঘর তৈরি করেছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ দেখে ভালো লেগেছে অনেক বেশি আমার কাছে। আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি টাকে এর মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। স্বপ্নের কমিউনিটি দেখে সত্যি খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি ধাপে ধাপে এটা তৈরি করার পদ্ধতি উপস্থাপন করেছেন। এত সুন্দর ডাই তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজের উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু আপনার তৈরি করা প্রজেক্ট অসাধারণ হয়েছে। আপনি এত সুন্দর করে ঘরগুলো তৈরি করেছেন দেখে ভালো লাগলো। বিশেষ প্রতিযোগিতা উপলক্ষে আপনি দারুন কিছু করেছেন। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 2 months ago 

প্রথমে আপনাকে জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বর্ষপতি উপলক্ষে বেশ দারুন একটি ঘর তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি এই প্রতিযোগিতার পোস্ট আমার কাছে দেখতে বেশ চমৎকার লেগেছে। ঘর তৈরি প্রত্যেকটি স্টেপ দারুন ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 2 months ago 

তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে খুব সুন্দর ডাইপোস্ট তৈরি করে আপনি আমাদের দেখিয়েছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার অসাধারণ এই ডাই পোস্ট তৈরি করতে দেখে। বেশ চমৎকার ছিল আপনার এই ঘর তৈরি করা। দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68726.56
ETH 3273.79
USDT 1.00
SBD 2.67