স্বরচিত কবিতা |||| টাকা।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

received_239612302394693.jpeg

আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আমার স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারলে আমার অনেক ভালো লাগে আমার কবিতার নাম "টাকা" টাকা ছাড়া এই দুনিয়াটাই ফাঁকা।পৃথিবীতে যার টাকা আছে তার সবিই আছে।কথায় আছে টাকা হলে জানি সব পাওয়া যায়।আসলে এই কথাটা এই জামানায় সত্যি। টাকা যার আছে তার আত্মীয়-স্বজন সবাই আছে।আর যার টাকা নাই তার পৃথিবীতে কোন মূল্যায়ন নাই। না মরে বেঁচে থাকা। একটি ভাইরাল গান মনে পড়ে গেল টাকা, এই টাকা, তুমি উইড়া উইড়া আসো, উইড়া উইড়া আইসা তুমি আমার কাছে বসো। যার টাকা আছে তার অনেক আশা আছে যার টাকা নেই তার আশাটাও অল্প। তাই তো টাকার উপর নির্ভর করে জীবনকে সুন্দরভাবে সাজাতে হয়। আমার স্বরচিত কবিতার নাম "টাকা" চলুন আর কথা না বাড়িয়ে কবিতায় কি লিখেছি দেখে নেওয়া যাক।

টাকা

সায়মা আক্তার।

জীবনটা ছারখার
কষ্টটা যার যার
এই সময়ে এসে
সবাই কষ্টে পড়েছে শেষে।

যদি বলি আছি ভালো
মুচকি হেসে হেসে
বিশ্বাসের অবিচলে
মেনে নেবে শেষে ।

যে কাজ করতে যাই
সবখানে টাকা চাই
হিসাবের টাকা
কাজ করতেই
হয় হাত ফাঁকা।

সব খাবারের মূল্য
হয়েছে যে তুলনা তুল্য
যেটাই চাই কিনতে
ভয় পাই ব্যাগে আনতে।

আয় বুঝে ব্যয় কর
কথাটি মাথায় রেখো
তাই তো মধ্যবিত্তদের যাতনা
কাউকে প্রকাশ করে না।

সহজ সরল সৎ পথে
চলতে শিখে যারা
হাজার কষ্টেও ভেঙ্গে পড়েনা তারা
আকাশ বাতাস সবিই আছে
সব আগের মতন
এই সমাজের মানুষগুলো
টাকার কাছে হয় কেন নির্যাতন।

সৎভাবে চলতে গেলে
আসছে অনেক বাঁধা
এই ভুবনে বাঁচবো কেমনে
নেইতো আমার জানা।

টাকাই গাড়ি, টাকাই বাড়ি,
টাকায় অনেক টাকা
এই ভুবনে চলতে গেলে
টাকা ছাড়া সবিই ফাঁকা ।

টাকা আপন,টাকা পর
টাকায় জীবনের মূল্যায়ন
এই টাকাতেই চলছে
জীবনের উথান আর পতন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "টাকা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 last year 

বর্তমানে এই কথাটা খুব ভালোভাবে প্রযোজ্য, “যে যার টাকা আছে তার সব আছে।আর যার টাকা নাই তার কিছু নাই”।বিশেষ করে যারা সৎপথে টাকা উপার্জন করছে তারা তাদের কষ্টের কথা না পারে কাউকে বলতে না পারে সহ্য করতে।বর্তমানে পৃথিবী টাকার পৃথিবীতে পরিণত হয়ে গেছে।যাইহোক বর্তমান পরিস্থিতির উপর টাকা নিয়ে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

আপনার মন্তব্যের সঙ্গে আমি একমত ভাই।

 last year 

ঠিকই বলেছেন আপু পৃথিবীতে যার বেশি টাকা আছে তার ততো মূল্য আছে যার টাকা নেই তার কাছে পৃথিবীটা যেন ফাঁকা। অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু পড়ে ভালো লাগলো তাছাড়া কবিতার প্রতিটা লাইন এর সাথে ছন্দের মিল রয়েছে যার কারণে পড়তে বেশি ভালো লাগছে।

 last year 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপু টাকা নিয়ে আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। কবিতার প্রতিটি লাইন পড়ে আমি বেশ মুগ্ধ হয়ে ছিলাম। আসলে আপু আমাদের এই জীবনে টাকা ছাড়া কোন কিছু মূল্য নেই। ঠিক বলেছেন আপু আপনি পৃথিবী নামক এই ভুবনটাতে চলতে গেলে টাকা ছাড়া কোন কিছুরই মূল্য নেই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে এটি শুনে ভীষণ ভালো লাগছে।

 last year 

আপনি টাকা নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। এবং কবিতার নামও হচ্ছে টাকা। তবে বর্তমান সময়ে যার কাছে টাকা আছে তার কাছে সব আছে। টাকা থাকলে অনেকেই বলে হরিণের চোখও পাওয়া যায়। টাকা আছে বিদায় মানুষ এখন বড় বড় কথা বলে এবং তাদের চালচলন অনেক পরিবর্তন হয়ে যায়। তবে এখনকার সময়ে কোন কাজ করতে হলে সব জায়গাতে ঘুষ দিতে হয়। সৎ পাবে চললে কোন দামে থাকে না। মরার মত বেঁচে থাকতে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার টাকা কবিতা পড়ে অনেক ভালই লাগলো। পৃথিবীতে যার কাছে টাকা নাই তার কোন মূল্য নাই। টাকা না থাকলে মৃত মানুষের মতো পড়ে থাকতে হয়। আসলে ঠিক বলেছেন টাকা গাড়ি টাকা বাড়ির টাকা না থাকলে তার কোন দাম থাকে না। যার যত বেশি টাকা তার তত বেশি ক্ষমতা। সত্যি অনেক সুন্দর করে টাকা নিয়ে আপনি কবিতা লিখেছেন।

 last year 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

পৃথিবীতে বাঁচার জন্য টাকা অপরিহার্য। টাকা না থাকলে পরিবার থেকে শুরু করে দেশের সর্বোচ্চ স্তর পর্যন্ত আপনার কোন দাম নেই। মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। বর্তমান সময়ে আপনি উচ্চ শিক্ষিত কিন্তু আপনার টাকা নেই আপনার কোন মূল্য নেই। যাহোক আপু আপনি টাকা নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। টাকা বিহীন মানুষ কিভাবে চলবে আপনি সেই বিষয়টা নিয়ে কবিতার মধ্যে তুলে ধরেছেন। এই টাকা মানুষকে সম্মান দেয় আবার এই টাকা মানুষকে ধ্বংস করে দেয়। খুব দারুণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার মন্তব্যের সাথে আমি একমত ভাই।

 last year 

কবিতার মাধ্যমে সত্য কথাগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। একদম ঠিক বলেছেন আপু বর্তমান সমাজে যার টাকা আছে তার সব আছে যার টাকা নেই তার কেউ নেই। টাকাই সবকিছুর মূল হয়ে দাঁড়িয়েছে যেটা হওয়ার কথা ছিল না। কি আর করার এটাই বাস্তবতা এটাই এখন সবকিছু ভালো লাগলো কবিতাটি পড়ে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে ভাই আপনি ঠিক বলেছেন কবিতায় সবসময় সত্য বিষয়গুলোই উপস্থাপন করে একজন কবি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45