ফটোগ্রাফি ||| কিছু এলোমেলো ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সকলে পরিবারকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

আমি আজ আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করে থাকেন সেই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। মূলত সবার সব কাজ দেখেই মনের ভিতর যত ইচ্ছা বা আগ্রহ জন্ম নেওয়া। আমার সেই ইচ্ছা থেকেই আমি যেখানেই যাই যে যায়গায় অবস্থান করি না কেন সেখানে চেষ্টা করি কিছু ছবি ফোনে ক্যামেরা বন্ধি করে রাখতে। আর আমার সেই পছন্দের ছবিগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে আমার আরো বেশি ভালো লাগে।কারণ আমার বাংলা ব্লগে আমার প্রিয় সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করি।তাইতো আজ আপনাদের মাঝে "কিছু এলোমেলো ফটোগ্রাফি" তুলে ধরলাম। "কিছু এলোমেলো ফটোগ্রাফি" আপনাদের মাঝে তুলে ধরতে পেরে অনেক ভালো লাগলো। সব সময় সব জায়গায় একই রকম ছবি দেখতে পাওয়া যায় না একেক জায়গা থেকে একেক রকম ফটোগ্রাফি করে আপনাদের মাঝে নিয়ে এসেছি।

received_854904485917557.jpeg

সবুজে ঘেরা মাঠ।

সবুজ রঙের ঘাস। দেখতে অনেক ভালো লাগে। সবুজ অরণ্য যেমন মন কেড়ে নেয়। তেমনি বিশাল একটি মাঠ সবুজে ঘেরা চার দিকটা একাকার।মাঠের ঘাস গুলো প্রত্যেক সপ্তাহে মেশিন দিয়ে সাইজ করে কাটে যেন দেখতে সুন্দর লাগে এবং সব ঘাস একই রকম থাকে তাই তো ছেলের স্কুলে গিয়েই দেখে মন কেড়ে নিল সেই বিশাল মাঠের সবুজ ঘাস আপনাদের মাঝে তুলে ধরলাম।

received_3640528419565740.jpeg

received_1041443627304848.jpeg

আকাশ

বর্তমান সময় আকাশ কখনো মেঘলা আবার কখনো কালো তবে এই সময় আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে। আর আকাশের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম।

received_3654453551546238.jpeg

received_279733151650273.jpeg

received_349289464191888.jpeg

মাটির বাড়ি।

গ্রামের মাটির বাড়ি আপনারা দেখেছেন কিনা জানিনা তবে মাটির বাড়ির গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তাই একটি মাটির বাড়ির দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম।

received_2546024868904985.jpeg

নাম না জানা ফুল।

এই ফুলটির নাম কি আমি জানিনা তবে ফুলটি আমার মন কেড়ে নিয়েছে ফুলটি দেখতে অনেক ভালো লেগেছে।সেই ফুলটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

received_252320184468175.jpeg

received_864727108344919.jpeg

পাতা বাহার।

পাতাবাহার শুধু একরকম হয় না বিভিন্ন রকমের হয়ে থাকে। যেকোনো গাছ সতেজ ও তরতাজা হলে দেখতেও ভালো লাগে। তাই সতেজ পাতা পাবাহারের গাছ আপনাদের মাঝে তুলে ধরলাম ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "কিছু এলোমেলো ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 11 months ago 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে পাতাবাহার এর ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আপনার দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে মাটির ঘরের ছবিগুলো বেশ ভালো লেগেছে কারণ আমাদের এলাকায় এ ধরনের ঘর দেখা যায় না। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 10 months ago 

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

মানুষ মানুষকে দেখেই শেখে এটা স্বাভাবিক।আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন।বিশেষ করে নাম না জানা ফুল ও বাঁকা ঘরের চালের মাটির বারান্দা দেখে খুবই ভালো লাগলো।আপনার প্রচেষ্টাটি ভালো ছিল, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ দিদি তবে বাঁকা ঘর না মাটির ঘর।

 10 months ago 

ঠিক বলছেন আপু কমিউনিটির সবার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে নিজেরও করতে ইচ্ছে করে। আপনি সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করলেন আমার তো দেখে খুবই ভালো লেগেছে। কারণ প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি গুলো অসাধারণ দেখতে।

 10 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43