স্বরচিত কবিতা ||| প্রয়োজন ও প্রিয় জন এক নয়।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। তবে বেশি ভালো না।

images.jpeg

source
আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আমার স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। আজও তার ব্যতিক্রম নয়।আমার স্বরচিত কবিতার নাম "প্রয়োজন ও প্রিয় জন এক নয়"।সৃষ্টিকর্তা এই সুন্দর পৃথিবীটা আমাদের দান করেছেন ভালোবাসায় ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর দিয়ে।এই পৃথিবীতে সবার মনের অবস্থা এক নয়। কেউ প্রচুর টাকার মধ্যে থেকেও সুখে থাকতে পারছে না কেউ হয়তো বা দুবেলা দুমুঠো ভাত খেয়েও সুখে দিন যাপন করছে। ভালোবাসার প্রতিদানে ভালোবাসা মেলে। হয়তো এই কথাটি একসময় ঠিক ছিল। কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই সবাই সবার প্রয়োজনে মানুষকে ব্যবহার করে। আসলে প্রয়োজন ও প্রিয়জন দুটো অর্থ দুরকম। এখনকার ভালোবাসা বাবা মা আর ভাই বোন যাই বলেন না কেন সবার শুধু প্রয়োজন। যখন আপনি কারো প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিতে পারবেন এবং সাভার প্রয়োজন মেটাতে পারবেন তখন আপনি ভালো। আমাদের সমাজে এমনও অনেক নারী আছে ঘরের প্রয়োজনে শুধু নিজে ব্যবহৃত হচ্ছে কিন্তু প্রিয় জন থেকে অনেকেই দূরে সরে আছে। আমি সেই প্রয়োজন ও প্রিয়জন নিয়েই আমার স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।

প্রয়োজন ও প্রিয়জন এক নয়।

সায়মা আক্তার।

ভালোবাসার বহিঃপ্রকাশের কথা
প্রথমদিকে সবার ক্ষেত্রে এমনি হয়
তোমাকে ছাড়া বাঁচবনা,
তোমাকে ছাড়া ঘুম আসেনা
তোমাকে ছাড়া আমি কিছুই দেখি না,
তুমি আমার অন্তরের অন্তর
জীবনের এক নিরব স্বপ্ন তুমি,
তাইতো তোমায় ছাড়া
জীবনটা আমার বিষন্নতা।

কথায় কথায় তুমি এসব বলে
আমায় ঘায়েল করো,
ভালোবাসার ছলনায়
আমায় বন্দী করো।

তোমার এসব ভালোবাসা
এক সময় ছিল মূল্য
প্রয়োজন ছাড়া তুমি,
ভালোবাসনি এই আমাকে তো।

তুমি আমায় করেছ ব্যবহার
তোমার প্রয়োজনে,
বুঝতে পারনি ভালোবাসলে
হতে হয় প্রিয়জন।

প্রয়োজন ও প্রিয় জন
দুটির অর্থ ভিন্ন,
বুঝতে পারলাম আজ আমি
জীবনের শেষ অবেলাতে,
আশায় থেকে যাচ্ছে জীবন
স্বপ্নপূরণ হলো না,
প্রয়োজনে তুমি আমায়
পিছু কেন ছাড়ো না।

তুমি অনেক স্বার্থপর
আমায় বুঝনা?
যখন তুমি সমস্যায় পড়ো
আমায় ছাড়ো না
আমি তোমার প্রয়োজনে প্রিয়জন না।

অনেক দেরিতে হলেও
তোমায় বুঝে নিতে হল আমার
প্রিয়জন নয়।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে এবং নতুন কোনো রেসিপি তৈরি করতে ও নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে চেষ্টা করি এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষদের নিয়ে কাজ করার চেষ্টা করি এবং তাদের সহযোগিতা করতে নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "প্রয়োজন ও প্রিয় জন এক নয়"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

প্রিয়জন আর প্রয়োজন দুটো একদম আলাদা জিনিস।
আপনি চাইলে সবার প্রয়োজন হতে পারবেন কিন্তু প্রিয়জন হতে গেলে সেখানে রয়েছে আত্মত্যাগ আর সীমাহীন ভালবাসার মূল্য।
তবে কিছু কিছু প্রিয়জন হঠাৎ করেই বদলে যায় সময়ের প্রেক্ষাপটে 😥 যেটা হয়তো আমরা কখনো কামনা করি না।
যাইহোক বরাবরের মতো চমৎকার কবিতা ছিল 👏👌👏

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রথমত বলবো কবিতার শিরোনাম দারুন ছিল ৷আসলেই এ পৃথিবীতে প্রয়োজনে পাশে থাকবে কিংবা ভালোবাসবে সেটা যে কোনো বিষয়ে ৷ তবে আমি মনে করি প্রিয়জন হয়ে প্রয়োজনে পাশে থাকো৷ কারন বলে না সুখে সবাই থাকে দুঃখে কেউ থাকে না ৷
যা হোক কবিতাটি অনেক সুন্দর ছিল ৷ প্রতিটি লাইন বোঝার কথা ছিল ৷
ধন্যবাদ

 5 months ago 

কবিতার মাধ্যমে কিন্তু বাস্তব অনুভূতি শেয়ার করেছেন। আপনার লেখার প্রত্যেক লাইনে বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। খুবই ভালো লাগলো সুন্দর এই পোস্ট শেয়ার করতে দেখে। আশা করব এভাবে আরও সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 5 months ago 

প্রয়োজনের প্রিয়জন কখনোই এক হতে পারে না। কারণ এই দুইটার মধ্যে অনেক বড় ভিন্ন অর্থ লুকিয়ে রয়েছে। আপনি প্রয়োজন ও প্রিয় জনকে নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন, আর এগুলোকে সুন্দর করে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। অনেক মানুষ রয়েছে যারা প্রিয়জন বলে মানুষের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে।

তুমি অনেক স্বার্থপর
আমায় বুঝনা?
যখন তুমি সমস্যায় পড়ো
আমায় ছাড়ো না
আমি তোমার প্রয়োজনে প্রিয়জন না।

কবিতার এই লাইনগুলো একেবারে সত্য কথা। এই লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 5 months ago 

আপনি তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রয়োজন ও প্রিয় জন এক নয় কথাটি বাস্তব। আসলে পরিবারের সবকিছু যদি ঠিক মতোই করতে পারে তাহলে ভালো। প্রয়োজন এবং প্রিয় জন এর অর্থ একদম ভিন্ন। তবে আপনার কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

সবই প্রয়োজনে প্রিয়জন আপু! প্রিয়জন আসলে কেউই নেই! আপনার আজকের কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আপু। কবিতার কথাগুলো বাস্তবমুখী ছিল 🌼

 5 months ago 

বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই সবাই সবার প্রয়োজনে মানুষকে ব্যবহার করে।

একদম ঠিক কথা বলেছেন আপু।

ভালোবাসার প্রতিদানে এখন আর ভালোবাসা মেলে না আপু, শুধু ছলনাই মেলে। মানুষ মানুষকে ব্যবহার করে এখন ভালোবাসার নামে। আপনার কবিতার মাধ্যমে বোঝাই যাচ্ছে, কোন প্রেমিক বা প্রেমিকার গভীর রাগের বা অভিমানের বহিঃপ্রকাশ ঘটেছে । বর্তমান সময় রিলেটেড, একটা সত্য বিষয়কে খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন এই কবিতায়। আমার কাছে সত্যিই দারুণ লাগলো আপু আপনার কবিতাটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36