ছোট গল্প ||| তবুও ভালোবেসে যাবো।

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

ai-generated-7809992_1280.jpg

source

আমি কবিতা লেখার পাশাপাশি আপনাদের মাঝে কিছু গল্প লেখার চেষ্টা করছি।সেই গল্প লিখে আপনাদের বেশ সাড়া পেয়েছি।যেকোনো কাজে যদি উৎসাহ পাওয়া যায় সে কাজের আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়।তাইতো গল্পর লেখার উৎসাহ পেয়ে আপনাদের মাঝে আবারো নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি।আমার গল্পের নাম "তবুও ভালোবেসে যাবো"।

আসলে ভালোবাসা এমন যা অনুভব আবেগ অনুভূতি দিয়ে বুঝতে হয়।ভালোবাসলেই কি ভালোবাসা যায়। তবে সেই ভালোবাসার প্রতি দুজনার আস্থা বিশ্বাস নিয়ে থাকতে হয়।তবে এখনকার সময়ে প্রকৃত ভালোবাসা নেই বললেই চলে।এখনকার ভালোবাসা হচ্ছে যার পকেট গরম যার টাকা আছে সেখানে ভালোবাসা আছে।আসলে ভালো মন্দ অন্ধকার আলো এইতো নিয়ে আমাদের জীবন।যেখানে ভালো আছে সেখানে মন্দও আছে।তবে কিছুটা ভালো মানুষ তো রয়েছে কারণ ভালো মানুষ না থাকলে এই দুনিয়াটাই হয়তোবা আর থাকতো না।

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে মানুষের মন।অনেক কথা লিখে ফেললাম চলুন গল্পের মূল পড়বে যাওয়া যাক।

আমার গল্পের নায়িকার নাম সোমা আর নায়কের নাম প্রিন্স।সোমার বাবা ছিল কলেজের প্রভাষক এবং তার সাবজেক্ট ছিল অংক। সে কলেজের ডিউটি শেষ করে বাসায় প্রাইভেট পড়াতো এবং অন্যান্য জায়গায় প্রাইভেট পড়াতো। সোমার একটি ছোট্ট ভাই ছিল তার নাম ছিল আদি। সোমার পরিবার বেশ সৌখিন অসাধারণ একটি কোয়ার্টারে থাকতো। তাদের বাসা ছিল দোতলা।বারান্দার পাশে দাঁড়ালে স্কুল দেখা যেত। স্কুলে যাওয়া আসা করতো একদিনও স্কুল মিস দিত না এবং অনেক ভালো স্টুডেন্ট ছিল।সোমা সাইন্স নিয়ে লেখাপড়া করছিল।

সোমার বাবার অনেক ইচ্ছা মেয়েকে ডাক্তার বানাবে। তবে সোমা লেখাপড়ার প্রতি এতটাই আগ্রহী ছিল যে সব সময় লেখাপড়ার দিকেই তার নজরে থাকতো আশেপাশে কি হচ্ছে সেগুলো সে পাত্তা দিত না।তার রেজাল্ট সব সময় ভালো থাকতো।আসলে ভালো স্টুডেন্টরা মনে হয় এমনই হয়।ফাস্ট ব্যাঞ্চ আর লাস্ট ব্যাঞ্চ তার কোন বিষয় না তার প্রধান জিনিস ছিল সে স্যারের কথাগুলো মাথায় ঢোকানো। এত ভালো স্টুডেন্ট হয়ে সোমার তার মধ্যে একটি অহংকার কাজ করবে সেটা সোমার মধ্যে ছিল না।কেউ কিছু স্যারের কথা না বুঝলে অনায়াসে তাদেরকে বুঝিয়ে দিত।

একটি সময় সোমা এসএসসি পরীক্ষা দিল এবং রীতিমত গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হল আর সব বিষয়ে তার মার্কস গুলো অনেক ভালো এসেছে দেখে সোনার বাবা অনেক খুশি হলো।আসলে প্রত্যেকটি বাবা-মা চায় যে সন্তানের ভালো রেজাল্ট।সেই অনুপাতে যখন সন্তান ভালো রেজাল্ট করে তখন তার খুশির কোন সীমা থাকে না। একটি সময় স্কুলে যখন প্রোগ্রাম হচ্ছিল এবং সেই সময় সোমা স্কুলের প্রোগ্রামটি দেখার জন্য গেল।সোমা দেখতে এতটাই ফর্সা ছিল যেন দুধে আলতা গায়ের রং আর চুলগুলো ছিল কোঁকড়া।

তো সেই প্রোগ্রামের সোমা একটি কালো রঙের জামা পড়ে গিয়েছিল এবং চুলগুলো ছাড়া ছিল দেখতে সেই সুন্দর লাগছিল।সেই সময় স্কুলের প্রোগ্রামে প্রিন্স গিয়েছিল।যদিও একি কোয়াটারে তারা থাকতো।কিন্তু কারোর সঙ্গে কারো কখনো দেখা হয়নি। প্রিন্সের বাবা-মা সেই কোয়ার্টারে থাকতো কিন্তু প্রিন্স তার খালার বাসায় থেকে লেখাপড়া করত। প্রিন্স রা দুই ভাই এক বোন ছিল।প্রিন্সের সবার বড় আরেকটি ভাই ও বোন ছোট। প্রিন্স ইংরেজিতে অনেক ভালো স্টুডেন্ট।ইংলিশ তার কাছে কোন ব্যাপার ছিল না।লেখাপড়ায় অনেক ব্রিলিয়ান্ট ছিল এবং ক্লাসে অনেক ভালো করত।

আজকের মত এখানেই শেষ করছি তবে পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 3 months ago 

সোমার লেখাপড়া জীবন নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের মাঝে। তার ব্রিলিয়ান্টের কথা শুনে খুবই ভালো লাগলো রেজাল্ট বেশ মাশাল্লাহ। তবে পরবর্তী বিষয়টা জানার অপেক্ষায় রইলাম।

 3 months ago 

সুন্দর মন্তব্য করে লেখার আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

বেশ সুন্দর একটি ভালবাসার গল্প শেয়ার করলেন আপনি। এই ধরনের গল্পগুলো পড়তে খুবই ভালো লাগে। সোমা তো দেখছি বেশ ভালো একজন স্টুডেন্ট। আবার প্রিন্স একজন ইংলিশে ভালো স্টুডেন্ট। আশা করি তারা দুইজনের মধ্যে প্রেম শুরু হবে। তবে গল্পটি পড়ার আগ্রহ রইলো। আশা করি পরবর্তী পর্বে আরো জানতে পারবো।

 3 months ago 

জি আপু অবশ্যই পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।

 3 months ago 

তবুও ভালোবেসে যাবো শিরোনামে খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সকল মানুষের মধ্যে কম বেশি দক্ষতা থেকে থাকে তবে লেখাপড়ার জীবনে অনেকের প্রেমের মাঝে জড়িয়ে পড়ে। তেমনি একটা গল্প আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গল্পটা পড়ে বেশ অনেক কিছু জানতে পারলাম।

 3 months ago 

আমার লেখা গল্পটি পড়ে আপনার ভালো লেগেছে এটা আমার সার্থকতা।

 3 months ago 

সব প্রেমের গল্প এই স্টুডেন্ট লাইফে শুরু হতে দেখা যায়।সোমা আর প্রিন্স দুজনেই বেশ ভালো স্টুডেন্ট ।তাদের প্রেমটা হলো কিনা পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।বাকি অংশ জানতে।ধন্যবাদ সুন্দর ছোটগল্প পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.91
ETH 2476.26
USDT 1.00
SBD 2.38