স্বরচিত অনু কবিতা পোস্ট ||| চারটি অণু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

spain-7341871_1280.jpg
Source

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি চারটি অনু কবিতা নিয়ে। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হই।আজ আপনাদের মাঝে চারটি অনু কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার সব সময় অনু কবিতা লিখতে ভালো লাগতো।যখনই খাতার পেজ ফাঁকা দেখতাম সেখানেই ছোট ছোট কবিতা লিখতাম।আর এই ছোট ছোট অনু কবিতাগুলো লেখার চেষ্টায় আজ আমাকে স্বরচিত বড় কবিতা লেখার ইচ্ছা জাগিয়েছে।অনু কবিতাগুলো আমি প্রথমে পোস্ট করতাম না তারপর আমাদের @rme দাদার কিছু উদ্যোগ ও দাদার লেখার আগ্রহ দেখে সবাই অনু কবিতা লিখছে। তারপর হঠাৎ আমার মনে হল আমিও তো অনেক অনু কবিতা আমার খাতায় লিখে থাকি।আমি কেন অনু কবিতা পোস্ট দিচ্ছি না। তারপর থেকে অনু কবিতা গুলো সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম।যেই ভাবা সেই কাজ তারপর থেকে শুরু হয়ে গেল আমার অনু কবিতা।আর কথা না বাড়িয়ে আমি যে চারটি অনু কবিতা লিখেছি তা দেখে নেওয়া যাক ।

আকাশ পানে যেদিকে তাকাই
কালো মেঘে ঢেকে গেছে আজ
তোমার দেওয়া কষ্টগুলো
এই হৃদয়ে আজ বেদনা এলো।
তবুও আনমনা এ মন
ভালবাসতে চায় তোমায় সর্বক্ষণ।

জীবন মানে কষ্ট
নয়তো ফুলের বিছানা।
কষ্টকে জয় করে
আসে সুখের আবাস,
হতাশা দুঃখের গ্লানি এসে
সুখ নির্বাচন করে শেষে।

আজ আমার মন হারিয়ে যায়
তোমার অপরূপ রূপে,
কি মায়ায় বেধেছো আমায়
সবুজের সুবাস সতেজতার প্রেমে।
সুন্দর সুবর্ণ তুমি অরণ্য,
তোমারি সুন্দর্যে হয়েছি আমরা ধন্য।

মনে পরে বড্ড মনে পড়ে তোমায়
বসন্তের কোকিল যখন
গাছে গাছে গেয়ে যায়,
মনটা আমার থাকে নিশ্চুপ অজানায়,
তুমি পাশে নেই তাই আমি একলা
প্রকৃতির অপরূপ আজ বড় বিষন্নতায়।
মন ফাগুনের মেলায় এসো
কথা হবে, দেখা হবে,
বসন্তের কোকিলের সাথে
দেখা হবে দুজনায়।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত অনু কবিতা পোস্ট "চারটি অণু কবিতা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

RNFetchBlobTmp_03d29u40mvnu59lndy9o3r.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 2 months ago 

আপনার লেখা কবিতা গুলো ভালই লাগে পড়তে। বরাবরের মতোই চমৎকার কবিতা লিখেছেন আজকে। সবগুলো অনু কবিতায় পড়ে ভালো লাগলো। বিশেষ করে ২ এবং ৪ নং অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু।

 2 months ago 

কবিতাগুলো আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 2 months ago 

এই অনু-কবিতা লেখার পিছনে বড় দাদার অবদান অনেক ৷ তা আসলে বলে বোঝানো সম্ভব নয় ৷ কারন তার অনুপ্রেরণায় এখন কমবেশি সবাই কবিতা অনু-কবিতা লিখছে ৷ যা হোক কবিতা আমার ভীষন প্রিয় ৷
আর আজকের ব্লগে আপনি চমৎকার কয়েকটি অনু-কবিতা তুলে ধরেছেন ৷ কবিতা হলো মনের গহিন থেকে কিছু গম্ভির কথা যা তুলে ধরা হয় ৷ ঠিক আপনার অনু-কবিতা গুলো অনেক সুন্দর ছিল ৷ তবে আমার কাছে ২ নং কবিতা টি অবেকটা অনুপ্রাণিত করেছে ৷

জীবন মানে কষ্ট
নয়তো ফুলের বিছানা।
কষ্টকে জয় করে
আসে সুখের আবাস,
হতাশা দুঃখের গ্লানি এসে
সুখ নির্বাচন করে শেষে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

বাহ আজকে আপনি ভিন্ন ভিন্ন রকম চারটি অনু কবিতা রেখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলো গভীরতা অনেক। সবাই এই প্লাটফর্মে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকে। তবে আপনার ভিন্ন রকম অনু কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার কবিতাগুলো আপনার ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 2 months ago 

চমৎকার অনুকবিতা লিখে শেয়ার করেছেন আপু।অনুকবিতা গুলো পড়তে খুব ভালো লাগলো।ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে চমৎকার কবিতা গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67783.91
ETH 3783.98
USDT 1.00
SBD 3.48