DIY ||| এসো নিজে করি ||| নষ্ট কাপড়ে অপূর্ব সুন্দর একটি হিজাব।

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের প্রিয় ভাই ও বোনেরা প্রত্যাশা করি প্রচন্ড শীতের মৌসুমে পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে বেশ ভাল আছি।

received_697015642527427.jpeg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমার ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।সেখানে প্রচুর পরিমাণ থান কাপড় রয়ে যায়।কেননা কাপড় গুলো কাটিং হওয়ার পরে সেই মেজারমেন্ট অনুযায়ী সেগুলো টেইলারিং এ সেলাই হয়। সেলাই করার পর অন্যান্য কাজে চলে যায় তারপর একটি কমপ্লিট প্রোডাক্টে রূপান্তরিত হয়।এই প্রোডাক্ট হওয়ার আগেই যে থান কাপড়গুলো থাকে সেই সম্পূর্ণ থান কাপড় প্রোডাক্টের জন্য লাগেনা। কিছু কিছু অবশিষ্ট কাপড় থেকে যায়। আমি সেই কাপড় গুলো দিয়ে মাঝে মাঝে বিভিন্ন কাজে লাগাই।যদিও আমার টেইলারিং এর অন্যান্য ব্যবস্থা রয়েছে তাদেরকে বললেই আমার সেলাইয়ের সব ব্যবস্থা করে দিবে। কিন্তু আমি সেটি না করে নিজেই কাজ শিখি। কারণ আমার বিশ্বাস শেখার কোন বয়স নেই। আর কোন কিছু শিখতে পারলে নিজেরই অভিজ্ঞতা হয়। সেজন্যই আমি কিছু কিছু কাজ নিজেই বাসায় করি।আমার বাংলা ব্লগ সব সময় নিজের প্রতিভা গুলো দেখতে চায়, প্রাধান্য দেয় । যার কারণে আমি নিজেই চেষ্টা করি কিছু কাজ করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।তাইতো "নষ্ট কাপড়ে অপূর্ব সুন্দর একটি হিজাব" বানিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমার নিজেরও শেখা হয়ে গেল আর এটাই মনে করি একজনের প্রতিভা। আমার প্রতিভা গুলো আপনাদের মাঝে উপস্থাপন করলে আরও বেশি ভালো লাগে । কারণ আমি আমার বাংলা ব্লগকে একটি চাকরি ও পরিবারের মতো দেখি । আমি হিজাব কাটিং ও সেলাই কিভাবে করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী চলুন দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণসমূহঃ-

১।কাপড়।
২।কাঁচি
৩।সুতা
৪।কাপড় মাপার ফিতা।
৫।রং পেন্সিল।

received_914259847101283.jpeg

received_1023100018992339.jpeg

received_744682591016770.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_667894915213564.jpeg

প্রথমে কাপড়টি সোজা ভাঁজ করে নিয়েছি ।

দ্বিতীয় ধাপ

received_1439105990004639.jpeg

এবার সেই কাপড়ের ভাঁজ থেকে অপজিট অংশে ভি আকৃতি করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_382867390750614.jpeg

সেই ভি আকৃতি কাপড়টির লম্বা ৪২ ইঞ্চি নিয়েছি ফিতা দিয়ে মেপে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_715861766862684.jpeg

received_2711214255703790.jpeg

এবার সেই ৪২ ইঞ্চি কাপড়টি সম্পন্ন ফিতা দিয়ে মেপে মেপে গোল আকৃতি করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_796483622235072.jpeg

এবার সেই হিজাবটি মাপ অনুযায়ী কেটে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_7214607305268708.jpeg

হিজাবের ক্যাপের জন্য আলাদা একটি কাপড় ভাঁজ করে নিয়েছি।

সপ্তম ধাপ

received_856507236172342.jpeg

received_371738988661168.jpeg

এবার ভাঁজ করা কাপড় লম্বায় ৬ ইঞ্চি ও পাতেলে ৫ ইঞ্চি মেপে কেটে নিয়েছি ।

অষ্টম ধাপ

received_370689168650987.jpeg

এবার হিজাবের মুখের জন্য উপর থেকে নিচ পর্যন্ত ১১ ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং খোলা অংশটি সামনের পার্ট হিসেবে রেখেছি।

নবম ধাপ

received_1411001563175953.jpeg

received_909920497375787.jpeg

এবার হিজাবের মাথার ক্যাপটি এক সাইডে সেলাই করে নিয়েছি এবং সেলাই টি উল্টিয়ে নিয়েছি।

দশম ধাপ

received_380350144449919.jpeg

ভি আকৃতির প্রথম কোনায় মাপ দিয়ে চিহ্ন করে নিয়েছি। সেই চিহ্ন অনুযায়ী ক্যাপটি সেলাইয়ের মাধ্যমে বসিয়ে দিয়েছি।

এগারো তম ধাপ

received_900201331548688.jpeg

এবার হিজাপের নিচের দিকে রাউনটি সুন্দর করে সেলাই করে নিয়েছি।

বারো তম ধাপ

received_360093296614418.jpeg

হিজাপের সামনের পার্ট খোলা অংশটি সেলাইয়ের মাধ্যমে আটকে দিয়েছি।

তেরো তম ধাপ

received_319554264287774.jpeg

ক্যাপ থেকে নিজের দিকে ১১ ইঞ্চি পর্যন্ত খোলা রেখেছি কারণ হিজাবটি সুন্দর ভাবে যেন পড়তে পারি।আর এভাবে হয়ে গেল আমার "নষ্ট কাপড়ে অপূর্ব সুন্দর একটি হিজাব"।এবার এই "নষ্ট কাপড়ে অপূর্ব সুন্দর একটি হিজাব" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "নষ্ট কাপড়ে অপূর্ব সুন্দর একটি হিজাব"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 7 months ago 

এরকম কাপড়ের টুকরো গুলো বেঁচে গেলে, সেগুলো দিয়ে নানা রকমের জিনিস তৈরি করা যায়। আর আপনি নিজের অভিজ্ঞতার সাথে সব কাজ করার চেষ্টা করে যান, এ বিষয়টা অনেক ভালো লাগে। নষ্ট কাপড়ে অনেক সুন্দর একটা হিজাব তৈরি করেছেন আপনি, যেটা দেখতে ভালো লাগতেছে। আসলে এরকম কাপড় গুলো বিভিন্ন কাজে লাগানো যায়। আর এটার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করা যায়। এই হিজাবটা তৈরি করার পদ্ধতি, সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 7 months ago 

আমার ডাই পোস্টটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 7 months ago (edited)

অতিরিক্ত নষ্ট কাপড় দিয়ে আপনি একটা কাপড় তৈরি করেছেন এটা মূলত পর্দা করার জন্য ব্যবহার করা হয় হিজাব, পুরো প্রসেস খুব চমৎকার ছিল এবং নতুন কিছু তৈরি করার মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে।

 7 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

হ্যাঁ আপু অনেক আগে থেকেই জানি, আপনি ছোটখাটো একটি ব্যবসা প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত আছেন। আসলে একজন মানুষ উদ্যোক্তা হলে যেকোনো কাজে সফল হবেই। তাছাড়া আজকে অপ্রয়োজনীয় কাপড় দিয়ে খুবই সুন্দর একটি হিজাব তৈরি করেছেন । যেটা নিজের চিন্তা ভাবনার সঠিক ব্যবহারে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। অনেক ভালো লেগেছে আমার কাছে ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার তৈরি হিজাব আপনার পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো।

 7 months ago 

চমৎকার একটি সৃজনশীলতা আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন। পুরনো নষ্ট কাপড় দিয়ে খুবই সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে দারুন একটি হিজাব তৈরি করেছেন। আপনার এই হিজাব তৈরিতে পুরনো কাপড়টি ফিতা দিয়ে মেপে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

চেষ্টা করি ভাই সব সময় ব্যতিক্রম কিছু তৈরি করার জন্য।

 7 months ago 

খুবই সুন্দর একটি হিজাব তৈরি করে ফেলেছেন। এরকম সুন্দর হিজাব আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এই হিজাব তৈরি করার মাধ্যমে। নষ্ট কাপড় দিয়ে এরকম হিজাব তৈরি করা তা আমি জানতাম না৷ আপনার কাছ থেকে এই প্রথম এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম৷

 7 months ago 

সব সময় সুন্দর করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

নষ্ট কাপড়ের তৈরি হিজাবটি সত্যি বেশ সুন্দর হয়েছে। আসলে এ ধরনের কাজগুলো ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ। আপনি নিজের কাজ নিজে করতে পছন্দ করেন এবং নতুন নতুন জিনিস তৈরি করতে ভালোবাসেন জেনে ভালো লাগলো। আপনি যেভাবে হিজাব তৈরি করে দেখালেন তা সত্যিই সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

উৎস মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

খুবই চমৎকার একটি কাজ করেছেন আপু আজকে আপনি। অনেক সময় আমাদের বাসায় নষ্ট কাপড় পড়ে থাকে আর সেসব কাপড় দিয়ে যদি সুন্দর একটি হিজাব তৈরি করা যায় তাহলে বেশ ভালো হয়। আর আপনি ঠিক তেমন একটা কাজ করেছেন আপনাদের হিজাবটি আসলে সুন্দর হয়েছে ধন্যবাদ এত চমৎকার একটা সুন্দর জিনিস আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে জেনে ভালো লাগলো। আপনার প্রতিষ্ঠানে এমনিতে কিছু কাপড় এবং ছোটখাটো কাপড় থেকে যায় সেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারেন। তবে আজকে নষ্ট কাপড় দিয়ে অনেক সুন্দর একটি হিজাব তৈরি করেছেন। আসলে কাপড়ের হিজাব তৈরি আপনার অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

নষ্ট কাপড় দিয়ে অনেক সুন্দর একটি হিজাব তৈরি করেছেন। এটা অসাধারণ একটা বুদ্ধি। এটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 7 months ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

আপু আপনি নষ্ট কাপড়কে নতুন রূপ দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। পুরনো জিনিসকে ফেলে না দিয়ে এভাবে নতুন রূপে সাজালে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি নষ্ট কাপড় দিয়ে খুব সুন্দর একটি হিজাব তৈরি করেছেন। আপনার এই হিজাব আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আইডিয়া দারুন ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67050.87
ETH 3252.29
USDT 1.00
SBD 2.64