DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে রঙিন ফুল।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা প্রত্যাশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

received_747044770581314.jpeg

প্রকৃতি তার নিজ নিয়মে চলে।এক ঋতু যায় আরেক ঋতু চলে আসে।এভাবে ধারাবাহিকতা বজায় রেখে প্রকৃতি আমাদের মাঝে নতুন অনেক কিছু উপহার দেয়। গরম শেষে যেমন শীত চলে আসে।তেমনি এই শীতেও রয়েছে বিভিন্ন রকমের ফলমূল শাকসবজি ও নানার ধরনের খাওয়া-দাওয়ার ধুম।শীতে যেমন আনন্দ উপভোগ করি তেমনি শীতে শারীরিক অসুস্থতা রয়েছে অনেক। বিশেষ করে ছোট বাচ্চা ও বয়স্ক মানুষ যারা এই শীতে একটুতেই অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে নানান রকম সাবধানতা অবলম্বন করতে হয়। আর যাদের রয়েছে ঠান্ডা বা শ্বাসকষ্ট তাদের এই শীতের সময়টা আরো বেশি সচেতন থাকতে হয়। শারীরিক অসুস্থতা একদিনে হয় না। একটু একটু করে সেই অসুস্থতা বিশাল আকার ধারণ করে । কিন্তু শুরু থেকেই যদি আমরা মেডিসিন ও শারীরিক যত্ন নিয়ে থাকি তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। আমার নিজেরও এই ঠান্ডার সমস্যা ছিল না হঠাৎ করে এলার্জি এতটা চাপ দিয়েছে শীত আসতে না আসতে প্রচন্ড হাঁচি ও ঠান্ডার সমস্যা বেড়ে গেছে।তাই তো নিজের সাবধানতা অবলম্বন করতে নানান কৌশল অবলম্বন করছি।আশা করছি আমরা সবাই যদি নিজের প্রতি একটু যত্নশীল হই তাহলে এই ধরনের বিভিন্ন ছোটখাটো রোগ থেকে অব্যাহতি পাব। আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে।"রঙ্গিন কাগজে রঙিন ফুল" আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙিন কাগজে রঙিন ফুল"টা কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।গাম।
৩।কাঁচি
৪।কাঠি

received_302078275967064.jpeg

received_989260095700381.jpeg

received_874691790535064.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_240045795741108.jpeg

প্রথমে একটি রঙিন কাগজ চারটি অংশে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

এবার সেই চারটি অংশে কাগজটিকে সমান করে কেটে নিয়েছি যেন চার সাইডেই সমান থাকে।

তৃতীয় ধাপ

received_922104289292371.jpeg

এবার সেই কাগজটিকে ত্রিভুজাকৃতি করে ভাঁজ করে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_1482556982584777.jpeg

ত্রিভুজ আকৃতি করার পর দুই সাইডের দুই অংশ আবার ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_1933279800391735.jpeg

এবার ভাঁজ করা কাগজটিকে পেন্সিলের মাধ্যমে ফুলের শেভ করে এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_360397136384308.jpeg

received_720886146568868.jpeg

ফুলের সেভ করা কাগজটিকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

সপ্তম ধাপ

received_713857083573528.jpeg

received_893180368998447.jpeg

এবার সেই ফুলটিকে একটি কাঠি দিয়ে প্রত্যেকটি পাতার মাঝে চাপ দিয়ে নিয়েছি।

অষ্টম ধাপ

received_241965968860745.jpeg

আরেকটি রঙ্গিন কাগজ লম্বা করে কেটে নিয়েছি।

নবম ধাপ

received_1573047813524241.jpeg

received_1055924855433280.jpeg

এবার সেই কাগজটি মাঝখানে ভাঁজ করে কাঁচি দিয়ে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি ।

দশম ধাপ

received_350126017489803.jpeg

এবার সেই কাগজটি গোল করে পেঁচে সুন্দর করে একটি ফুলের সেভ করে নিয়েছি।

এগারো তম ধাপ

received_1032306748104864.jpeg

এবার সেই বানানো ফুল গুলোর ভেতরে গোল ফুলটি দিয়ে দিয়েছি।

বারো তম ধাপ

received_869576587878720.jpeg

এভাবে পর্যায়ক্রমে এক একটি ফুল নিচে দিয়ে দিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজে রঙিন ফুল"।এবার এই "রঙিন কাগজে রঙিন ফুল" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে রঙিন ফুল"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

*🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 11 months ago 

এটা কিন্তু সত্যি শীতে শারীরিক অসুস্থতা অনেক বেশি রয়েছে। আর আবহাওয়া পরিবর্তনের ফলেও অনেকে অসুস্থ হচ্ছে। কিন্তু শীতের সময় অনেক ভালো মুহূর্ত উপভোগ করা যায়। যাইহোক আপনি আজকে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন এবং এটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার উপস্থাপনা দেখে এই ফুল যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে।

 11 months ago 

সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে আপনি বেশ দারুন দেখতে একটি ফুল বানানোর প্রসেস আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখতে সত্যি বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর ফুল বানানোর ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার ডাই পোস্টটি আপনারা পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।

 11 months ago 

রঙিন কাগজের ফুলটি চমৎকার হয়েছে আপু।রঙিন কাগজ দিয়ে কিছু বানানো হলে দেখতে খুব সুন্দর হয়।আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে ফুলটি তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। আপনার এই ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলটি দেখতে ডালিয়া ফুলের মত দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালে দেখতে খুবই সুন্দর লাগে। এই ধরনের ফুল গুলো দিয়ে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার ফুলটি আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য বড় পাওয়া।

 11 months ago 

বরাবরই রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনাকে রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন। এই ফুল তৈরি পদ্ধতিতে ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে রঙিন কাগজের তৈরি করা জিনিসগুলো আমার সব সময় খুব ভালো লাগে। তাই আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে অনেক রকম জিনিস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আপনার তৈরি করা ফুলটি দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে পদ্ম ফুলের দারুন একটি দৃশ্য প্রস্তুত করেছেন।
খুব ভালো সৌন্দর্য উপভোগ করলাম আপনার এই পোস্ট থেকে বিশেষ করে কালার কম্বিনেশন অসাধারণ ছিল।
ফটোগ্রাফির সাথে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 11 months ago 

চেষ্টা করেছি ভাই ভালো কিছু করার জন্য।

 11 months ago 

আপনি রঙিন কাগজে রঙিন ফুল তৈরি করেছেন। সত্যিই এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার এবং এত সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আর একটা কথা কি? এখন করে ছোট বাচ্চারা একটু বেশি অসুস্থ হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারনে হয়তোবা এবং আমাদের উচিত তাদের প্রতি একটু যত্নশীল হওয়া এবং আপনি যে এত সুন্দর বর্ণনা দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার কাছে ফুলটি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইলো

 11 months ago 

ঠিক বলেছেন ভাই আপনার সাথে একমত।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর আমি রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে যেমন পছন্দ করি, তেমনি আমার কাছে অনেক কাগজ দিয়ে তৈরি করা সব রকমের জিনিস দেখতেও অনেক বেশি ভালো লাগে। আপনি ফুল তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এই ফুলগুলো তৈরি করে ঘরে লাগালেও দেখতে অনেক ভালো লাগে।

 11 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। এরকম ডাই গুলো করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

জি আপু ঠিক বলেছেন আপু ডাই পোস্ট করতে অনেক সময় এবং ধৈর্য ধরে করতে হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62847.35
ETH 2464.17
USDT 1.00
SBD 2.64