স্বরচিত কবিতা ||| আমি একা।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20230801_074800.jpg

আমি সপ্তাহে প্রতিনিয়ত আপনাদের মাঝে আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হই। কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে।অন্য সবার কবিতা পড়তেও ভালো লাগে। আমার স্বরচিত কবিতা গুলো আমি বৃহস্পতিবার হ্যাংআউটে আপনাদের মাঝে নিজের কন্ঠে কবিতা আবৃতি করে থাকি । জানিনা আমার কন্ঠে কবিতা আবৃত্তি আপনাদের কেমন লাগে? তবে আমার কবিতাগুলো যে আপনাদের মাঝে উপস্থাপন করি এটাই সব থেকে বড় পাওয়া।এখন পরেছে প্রচন্ড গরম। এই গরমে ঠিকমত থাকছে না কারেন্ট। যার কারণে বিভিন্ন রকমের কাজগুলো না করতে পেরে সমস্যা হয়ে যাচ্ছে । যেমন গরমের তাপ , সেরকম লোডশেডিং আমার মনে হয় দু'ঘণ্টা করে ও কারেন্ট থাকে না। এই প্রচন্ড তাপদাহ এবং লোডশেডিং এ প্রতিটি পরিবার অসুস্থতা থেকে মুক্তি পাক এই কামনাই করি। কারণ এই প্রচন্ড গরমে আমি নিজেই অসুস্থ হয়ে আজ দুদিন থেকে কষ্ট ভোগ করছি।আমি চাই আমার মত এই কষ্ট আর কেউ যেন ভোগ না করে। অনেক কথা লিখে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার স্বরচিত কবিতার নাম "আমি একা"। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতায় "আমি একা" য় কি আবেগ অনুভূতি ফুটিয়ে তুলেছি তা দেখে নেওয়া যাক।

আমি একা।

সায়মা আক্তার।

একা জীবন,একা আমি
তবুও কেন মনের ভিতর
কষ্টের বেচা-কেনা
অনেক লোকে কয়
একা জীবন নাকি
খুব সুখের হয়।

নিজে একা নিজে চলি
অবসরে ভেবে মরি
এ জীবনে কেন ভুগছি
অশান্তি ও হতাশায়
জীবনে আসছি একা
যাবোও একা
তবু কেন হচ্ছি আমরা দিশেহারা।

আকাশ তো নীল
সেই পরিপূর্ণ আকাশও
একদিন রং বদলায়
মেঘে মেঘে ঢেকে
বৃষ্টি তে ঝড়িয়ে দেয়
সবুজ অরণ্য খুঁজে পায় প্রাণ।

এ ভূবনটা অনেক সুন্দর
কিন্তু রং বদলায় আমাদের মনে
দিনের শেষে রাতের অন্ধকার আসবেই
জীবনের মোরও ঘুরবে
একা থাকা ভালো
তবে জীবনটা বুঝে শুনে চলো
সব সময় সব ভালো নয়
কিছু সময় সমাজবদ্ধ হয়
আমাদের জীবনের গতি
তাইতো পরিবার ছাড়া
আপনজন কেউ কারো নয়।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "আমি একা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 last year (edited)

ঢাকাতে গরমের পরিমাণ বেশি হলেও ইদানিং লোডশেডিং হচ্ছে না। কারেন্ট নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হচ্ছে না। তাছাড়া আপু বৃহস্পতিবারের হ্যাংআউটে আপনার নিজের লেখা কবিতা আবৃত্তি শুনতে ভালই লাগে। আপনি খুব সুন্দর কবিতা লেখেন। আজকের কবিতাটি চমৎকার হয়েছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য তবে আমার মনে হয় হ্যাংআউট রবিবারে না,বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়।

 last year 

অনেক সুন্দর একটা টপিক নিয়ে আপনি কবিতা লিখেছেন যা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি একা কবিতাটা পড়ে মনটা ভরে গেল আপু। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল, যার কারণে পড়তে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। এরকমটা টপিক নিয়ে কবিতা লেখা পরবর্তীতেও আপনার কাছ থেকে দেখার অপেক্ষায় থাকলাম। আশা করছি এরকম কবিতা আপনার কাছ থেকে পরবর্তীতেও দেখতে পাবো।

 last year 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

একা জীবন কখনোই সুখের হয় না কারণ একা জীবনের মধ্যে থাকে স্মৃতি বিজড়িত কষ্টের মুহূর্ত গুলো ভেসে যায়। আপনি যখন অনেক মানুষের সঙ্গে থাকবেন তাদের সাথে সুন্দর মুহূর্ত পার করবেন। যাই হোক আপনার লেখা কবিতাটি অনেক ভালো লেগেছে।

 last year 

কবিতাটি ভালোলাগার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। এটা একদম সত্যি কথা মানুষ আসবে একা যাবে একা এর কোন বিকল্প নেই। কিন্তু বেঁচে থাকতে হলে একা বসবাস করা সম্ভব না। আমি মনে করি একা জীবন কখনো সুখের হতে পারে না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 last year 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন এখন প্রচন্ড গরম পরছে। তবে আমাদের এখানে খুব একটা লোডশেডিং হচ্ছে না ।আপনাদের ওখানে অতিরিক্ত লোডশেডিং বিষয়টা জেনে বেশ খারাপ লাগলো । যাইহোক আপনার সুস্থতা কামনা করছি ।আর আপনার লেখা কবিতাগুলো সব সময় ভালো লাগে। আর সেটি সাপ্তাহিক হ্যাংআউটে শুনতেও ভালো লাগে ।আজকের কবিতাটিও বেশ চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

 last year 

দিনে দিনে গরম যেমন বেড়ে চলেছে তেমনি লোডশেডিং এর মাত্রা বেড়ে গেছে। এই গরমে লোডশেডিং হলে সত্যি অনেক কষ্ট হয়। যাইহোক আপু আপনার লেখা কবিতা সব সময় দারুন হয়। আজকের কবিতাটিও অসাধারণ হয়েছে। আপনার লেখা এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু।

 last year 

আমার কবিতাটি আপনার পড়ে ভালো লেগেছে এটি শুনে অনেক ভালো লাগলো।

 last year 

আপু আপনার লেখা কবিতা গুলো যেমন সুন্দর হইতে তেমনি আবৃত্তি অনেক সুন্দর হয়ে বেশ ভালো লাগে। আসলে লোডশেডিং এবং তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে ইদানিং। তবে আমি একা কবিতাটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

 last year 

আপনার মন্তব্যটি পড়ে তেমন কিছু বুঝতে পারলাম না আপু।

 last year 

আপু আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন সেটি হচ্ছে এটা আমি। কবিতার প্রতিটি চরণ ও সাধারন ছিল আপু। কবিতাটি সম্পূর্ণ পড়ে আমি সত্যিই অনেক খুশি হয়েছি অনেক সুন্দর ছিল কবিতাটি। শুভকামনা রইল এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য।

 last year 

ভাই আমার কবিতার নাম আমি একা আর সাধারণ না অসাধারণ কোনটি বুঝাইতে চেয়েছেন সেটি ঠিক বুঝতে পারলাম না।

 last year 

আসলে বেশ গরম পড়ছে।আর আপনি অসুস্থ জেনে খারাপ লাগলো।দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।আপনি সুন্দর কবিতা আবৃত্তি করেন যেটা আমার কাছে ও বেশ লাগে।আপনার লেখা কবিতাটি সুন্দর হয়েছে।আসলে সব মানুষই একা এবং কিছু সময়ের জন্য তারা সমাজের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে।এটাই নিয়ম,ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

কেন জানিনা আপনি বিরহের কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটা বেশ ভালো হয়েছে তবে কেমন জানি একটু মনে হচ্ছে আপনার ভিতরে বিরহ অনুভূতি রয়েছে। যাই হোক চেষ্টা করবেন সর্বদা ভালো থাকার, ভাল থাকুন আল্লাহ আপনাকে ভালো রাখুক। চেষ্টা করেন মাঝেমধ্যে আমাদের মধ্যে ভালোলাগার কিছু কবিতা শেয়ার করতে।

 last year 

কবিতার মধ্যে বিরহ না থাকলে আমার মনে হয় কবিতাটি ভালো লাগেনা ভাই তাই বিরহের কবিতা লেখা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91