DIY ||| এসো নিজে করি ||| রঙ্গিন কাগজের মাইক্রোওভেন।
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের ও বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা রাখছি সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
আমি আপনাদের মাঝে আজ আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার বাংলা ব্লগে নতুন ও ইউনিক কোন কিছু নিয়ে হাজির হতে এবং আপনাদের মাঝে সেটা উপস্থাপন করতে আমার অনেক ভালো লাগে। কয়েকদিন হল প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেই সাথে শীতের আগমন ঘটেছে। শীতের প্রচন্ড ঠান্ডা কিছুদিন আগে বোঝা যায়নি তবে এই বৃষ্টিতে প্রচন্ড ঠান্ডা অনুভব করছি সবাই।আমরা সব সময় চাই সব কাজ তাড়াতাড়ি করতে।যেকোনো কাজ অতি দ্রুত সম্পন্ন হোক এটা আমরা সবাই চাই।আর বর্তমান সময়টা সবাই ব্যস্ততায় পার করে এই ব্যস্ততার যুগে অনেক জিনিসপত্র ডিজিটাল রয়েছে যা অতি নিমিষেই আমাদের সময়কে বাঁচিয়ে দেয়।হয়তো আগের যুগে রান্না বান্নার কাজগুলো মাটির চুলায় করতে অনেক সময় লাগতো কিন্তু এখনকার সময়ে অতি অল্প সময়ে সবকিছু করা সম্ভব। এতে আমাদের সময় বাঁচে এবং কাজ করে অনেক উৎসাহিত হই।যেমন রাইস কুকার ইন্ডাকশন, মাইক্রোওভেন , কারি কুকার ইত্যাদি নানা ধরনের ইলেকট্রিক জিনিসপত্র এখন আমরা হাতের কাছেই পেয়ে থাকি। আর এগুলোর ব্যবহার বর্তমান যুগের সবাই করে থাকে।
তাইতো আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আপনাদের মাঝে "রঙ্গিন কাগজের মাইক্রোওভেন" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আর "রঙ্গিন কাগজের মাইক্রোওভেন" কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণসমুহঃ-
১।খালি বক্স।
২।রঙিন কাগজ।
৩।ব্লেড।
৪।কাঁচি।
৫।গাম
৬।স্কেল।
৭।সাইন প্যান।
প্রথমে খালি বক্স টি কালো প্যান দিয়ে এঁকে নিয়েছি।
এবার এঁকে নেওয়া বক্সটি ব্লেড দিয়ে সুন্দর করে মাইক্রোওভেনের আকৃতি করে কেটে নিয়েছি।
কেটে নেওয়া বক্সটি ওভেনের আকৃতি করে একটু ভাঁজ করে নিয়েছি।
এবার একটি রঙিন কাগজ সেই বক্সের মাপে কেটে নিয়েছি।
সেই রঙিন কাগজের গায়ে ঘাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
এবার বক্সে সেই রঙিন কাগজটি সুন্দরভাবে এক্সাইড থেকে অন্য সাইডে আটকে নিয়েছি।
কেটে নেওয়া জায়গায় এক্সট্রা রঙ্গিন কাগজে গাম দিয়ে আটকে নিয়েছি ।
এবার মাইক্রোওভেনের এক্সাইডে কালো প্যান দিয়ে লম্বা করে দাগ এঁকে নিয়েছি।
উপরে টাইম সেট করে দিয়েছি।
তারপর নিচে ফিস মিট ও অন্যান্য কি আইটেম করা যাবে সিটা এঁকে নিয়েছি কালো প্যান দিয়ে।
ওপেন ও ক্লজের একটি বাটন এঁকে নিয়েছি।
এবার মাইক্রোওভেনে লাগানো ঢাকনাটি সুন্দর করে কালো প্যান দিয়ে এঁকে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "রঙ্গিন কাগজের মাইক্রোওভেন" ডাই।এবার এই "রঙ্গিন কাগজের মাইক্রোওভেন" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
বিষয়ঃ- ডাই পোস্ট "রঙ্গিন কাগজের মাইক্রোওভেন"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
আসলে কাগজ দিয়ে ভীষণ চমৎকার একটি মাইক্রোওভেন তৈরি করলেন। দেখতে মনে হচ্ছে যেন সত্যিকারের মাইক্রোওভেন। এটি যদি রঙিন কাগজে না হতো তাহলে কিছু রান্না করতে পারতেন। যাই হোক দেখে বেশ ইউনিক মনে হলো। চেষ্টা করেছেন প্রতিটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য। তাতে খুব সহজেই যে কেউ দেখে শিখতে পারবে এটি।
আমি চেষ্টা করি সব সময় সুন্দর কিছু উপস্থাপন করার।
টানা ২-৩ দিন যাবত বৃষ্টি হওয়ার কারণে শীতের প্রকোপ বেড়ে গিয়েছে। গত দুই দিন যাবত প্রচন্ড শীত। শীতকালীন সময়ে শীত পড়বে এটাই স্বাভাবিক। আজকে আপনি দারুন একটি ডাই পোস্ট আমাদের মাঝে তুলে ধরলেন। রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় এটাই তার বড় প্রমাণ। মাইক্রোওভেন তৈরি খুবই সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
বাহ্, দারুন একটা ডাই প্রজেক্ট উপহার দিলেন আপু।
সত্যিই এখনকার সময়ে ইন্ডাকশন চুলা, রাইস কুকার এবং মাইক্রোওভেন ইত্যাদির চাহিদা রয়েছে প্রচুর। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি মাইক্রোওভেন তৈরি করেছেন। দারুন ছিল আপনার ডাই প্রজেক্ট 👌
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আরে বাহ্ আপনার আইডিয়া দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর মাইক্রোওভেন তৈরি করেছেন। আসলে এখন বর্তমান সময়ে এটা বেশিরভাগ মানুষে ব্যবহার করে। রঙিন কাগজ ব্যবহার করে যদি কোন কিছু তৈরি করা হয় তাহলে তা সত্যি অনেক সুন্দর হয়। আপনার উপস্থাপনা দেখে খুব সহজেই শিখে নিলাম মাইক্রোওভেন তৈরি করার পদ্ধতি।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে আপু।
একেই বলে বুদ্ধির খেলা। সিলভা কোম্পানির ওষুধের প্যাকেটটাও কাজে লাগিয়ে দিলেন। একটু গভীরভাবে চিন্তা করলে আমাদের ভিতর থেকেও সৃজনশীল কাজকর্ম বের হয়। আপনার এই কাজটি গভীর চিন্তাভাবনার ফলাফল। রঙ্গিন কাগজ দিয়ে মাইক্রোওভেন। আপনার বুদ্ধির প্রশংসা করি। ধন্যবাদ আপু
চেষ্টা করছি ভাই ভালো কিছু করার।
আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডাইপোস্ট। আসলে আপনি আজকে শেয়ার করেছেন মাইক্রোওয়েভ কাগজ দিয়ে তৈরি করে। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে মাইক্রোওয়ে তৈরী করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডাইপোস্ট। আসলে আপনি আজকে শেয়ার করেছেন মাইক্রোওয়েভ কাগজ দিয়ে তৈরি করে। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে মাইক্রোওয়ে তৈরী করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
দুই বার মন্তব্য করেছেন ভাই।
আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে মাইক্রোওভেন বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে কতকিছুই বানানো যায় আর প্রতিটা জিনিস দেখতেও খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।
আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।
আমি আপনার দক্ষতা দেখে রীতিমত মুগ্ধ, কি দারুণভাবে রঙিন কাগজ ব্যবহার করে মাইক্রোওভেন তৈরি করেছেন। এই কাজগুলো করার জন্য যথেষ্ট মেধার প্রয়োজন হয়। নিজের মেধা খাটিয়ে আপনি দারুন দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই ধরনের কাজগুলো দেখলে অনেক উৎসাহ পায়। আপনাদের ও শুভেচ্ছা রইল এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার প্রশংসা করতেই হবে। অনেক সুন্দর ভাবে আপনি একটি ওভেন তৈরি করলেন। দেখে মনে হচ্ছে সত্যিকারের ওভেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুণভাবে বুদ্ধি খাটিয়ে পুরোটা তৈরি করার চেষ্টা করেছেন। বেশ ইউনিক মনে হল আপনার তৈরি করা এই ওভেন। সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে তুলে ধরলেন।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসব দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।