DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজের ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ11 months ago

আলাইকুম।আমার বাংলা ব্লগের ও বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_3700770760166680.jpeg

আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে অনেক ভালো লাগে। তবে ডাই পোস্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময় লাগে ।তাইতো সময় মেকআপ করে আজ একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একটি ঘরকে আকর্ষণীয় ও সুন্দর করতে দেয়ালে ওয়ালমেট এর সুন্দর্যের কোন জুড়ি নেই। দেয়ালের একটি ওয়ালমেট নিয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। একটি রুমের দেয়ালে ওয়ালমেট থাকলে সেই রুমের সুন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। আমরা রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি।

যেকোনো কিছু তৈরি করতে প্রথমে প্রয়োজন হয় ধারণা। আর ধারণা থেকেই সৃষ্টি হয় নতুন জিনিস। আইডিয়া দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা সম্ভব। একটি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ডিজাইনের জিনিস আমরা তৈরি করতে পারি । আর সেই রঙিন কাগজের জিনিসগুলো অনেক মন মুগ্ধকর হয় দেখতে বেশ দারুন লাগে। চলুন আর কথা না বাড়িয়ে আমি "রঙ্গিন কাগজের ওয়ালমেট" নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।গাম।
৩।কাঁচি।

received_667024965537741.jpeg

received_1460174627872452.jpeg

received_1442811122962777.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_1034117621136621.jpeg

প্রথমে রঙিন কাগজ গুলোকে লম্বা করে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_285676897796093.jpeg

এবার সেই লম্বা করে কেটে নেওয়া কাগজ গুলোকে গাম দিয়ে স্টিক বানিয়ে নিয়েছি ।

তৃতীয় ধাপ

received_1320068878644615.jpeg

এবার কমলা কালার কাগজটিকে ছোট অংশ করে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_365729052691877.jpeg

সেই কমলা কালার রঙিন কাগজটিকে চার ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_1055093005916283.jpeg

received_1406826493379238.jpeg

চার ভাঁজ করে নেওয়া কাগজটিকে দুই সাইডে আবারো ভাঁজ করে নিয়েছি এবং একটি পেন্সিল দিয়ে ফুলের শেভ করে এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_667485175465721.jpeg

received_2210139615984412.jpeg

received_1406826493379238.jpeg

ফুলের সেভ করা কাগজটিকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
আর এভাবে হয়ে গেল আমার সুন্দর কিছু ফুল।

সপ্তম ধাপ

received_306772865522942.jpeg

এবার আকাশী কালার কালো কালার স্টিক গুলো দুই সাইডে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

অষ্টম ধাপ

received_2703272693171844.jpeg

সব সাইডে দুটো স্টিক করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_3666142990329734.jpeg

এবার কালো স্টিকগুলো ছোট বড় সাইজ করে কেটে নিয়েছি ফুলের গাছের জন্য।

দশম ধাপ

received_711726613895974.jpeg

কালো ছোট স্টিক আকাশী কালার স্টিকের উপরে লাগিয়ে নিয়েছি।

এগারো তম ধাপ

received_310516395239290.jpeg

এভাবে পর্যায়ক্রমে সবগুলো কালো স্টিক গাছের ডালের জন্য লাগিয়ে নিয়েছি।

বারো তম ধাপ

received_635790122080536.jpegreceived_873414327650716.jpeg
received_819682859841658.jpegreceived_606930914824461.jpeg

received_835822351615776.jpeg

প্রত্যেকটি ডালে একটি করে ফুল গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজের ওয়ালমেট"।এবার "রঙিন কাগজের ওয়ালমেট" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজের ওয়ালমেট"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 11 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে আপনি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে খুবই সুন্দর হয়। আর এগুলো আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন যার মাধ্যমে আমরাও শিখতে পারলাম।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া।

 11 months ago 

খুব সুন্দর ভাবে আপনি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লেগে যায় এবং কি ধৈর্যের প্রয়োজন হয়। এই ধরনের ওয়ালমেট তৈরি করে ঘরের দেয়ালে লাগালে দেখতে ভালো লাগে। আপনি নিজের প্রতিভা কে কাজে লাগিয়ে পুরোটা তৈরি করেছেন যেটা দেখেই বুঝতে পারছি।

 10 months ago 

মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আমার ডাই প্রজেক্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে এবং আমি এই কাজগুলি ভীষণ করতাম। এই কাজগুলো করতে হলে হয়তো একটু ধৈর্য ও ইচ্ছা শক্তির প্রয়োজন হয়।আমি প্রথমত কিছুই পারতাম না কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর অনুপ্রেরণা পেরেছি এবং আপনারও এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ডাই পোস্ট মানে নিজে তৈরি করা নতুন কিছু। আমাদের মাঝে উপস্থাপনা করা । আপনি দারুন দক্ষতা এই ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং আপনার এই ওয়ালমেটটি আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং এ ধরনের ওয়ালমেটগুলি দেওয়ালে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি পায় এবং আপনার কালার কম্বিনেশনটি অত্যন্ত সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 11 months ago 

চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই প্রতিভা সম্পন্ন একটি ওয়ালমেট দেখতে পেরে। এ জাতীয় ওয়ালমেট গুলো তৈরি করে দেয়ালে লাগিয়ে রাখলে ঘর খুবই সুন্দর লাগে। আমি এর আগে অনেক তৈরি করতাম। তবে এখন সময় সাপেক্ষে তৈরি করা হয় না। খুবই খুশি হলাম সুন্দরভাবে তৈরি করেছেন দেখে

 11 months ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

 11 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট তৈরি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের ধাপে ধাপে মাঝে উপস্থাপন করেছেন। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 11 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আপনার এই ওয়ালমেট দেয়ালে টানিয়ে ফটোগ্রাফি করলে আরও বেশি ভালো হতো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

ওয়াও দারুন একটি ডাই পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার আজকের ডাই পোস্টটি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। শত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের মাঝে এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন সেটা কিন্তু অনেক। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি অনেক দক্ষতার সাথে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এই ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগবে।

 10 months ago 

জি আপু আপনি ঠিক বলেছেন রঙিন কাগজের ডাইগুলো রুমে সাজায়ে রাখলে অনেক ভালো লাগে।

 11 months ago 

নতুন নতুন আইডিয়া থেকে কিন্তু নতুন নতুন জিনিস তৈরি করা যায়। এটা ঠিক রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে অনেক বেশি ধৈর্য লাগে। আর এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে যদি ঘরের দেওয়ালে লাগানো হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে দেখতে এবং ঘরের সৌন্দর্য ও অনেক বেশি বৃদ্ধি পায়। আশা করছি আপনার তৈরি করা এই ওয়ালমেট লাগালেও দেখতে খুব ভালো লাগবে।

 10 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার ভাবে ওয়ালমেট তৈরী করেছেন আপু। এই ধরনের ওয়ালমেটগুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়। অনেক ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরীর ধাপগুলি আমাদের মাঝে শেয়ার করেছেন জন্য।

 10 months ago 

চেষ্টা করেছি আপু। তবে আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60857.34
ETH 2383.21
USDT 1.00
SBD 2.68