স্বরচিত কবিতা ||| তুমিই আমার ভালোবাসা।

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

ai-generated-8610723_1280.webp

Success

আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হই। কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে তাই তো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে আমার একটি কবিতা শেয়ার করার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। আমার কবিতার নাম তুমিই আমার ভালোবাসা। প্রতিটি মানুষের মন চায় ভালোবাসা পেতে। ভালোবাসার জন্য মানুষ দিতে পারে একজন আরেকজনের জীবন। মনের মানুষকে গভীরভাবে পেতে চাইলে সেখানে সত্যিকারের ভালোবাসার প্রয়োজন।
ভালোবাসা এমন মানে না কোন বাধা মানে না কোন বিভেদ। প্রিয়জনকে একান্ত কাছের করে পাওয়া যেন মনে একান্ত আপন ভালোবাসা।ভালোবাসার জন্য সিঁড়ি ফরহাদ লাইলী মজনু স্মরণীয় হয়ে রয়েছেন। এই ভালোবাসাকে কেন্দ্র করে কত অমর কাহিনী হচ্ছে এই সমাজে। একজন কবি তার আবেগ অনুভূতি দিয়ে বাস্তবতা ও কল্পনা নিয়ে যে কাব্য তৈরি করে সেটাই কবিতা।কবি যে শুধু তার জীবনের কথাগুলো ব্যক্ত করে তা কিন্তু নয়। আমাদের সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা সে কবিতার মাধ্যমে ব্যক্ত করে। চলুন আর কথা না বাড়িয়ে তুমিই আমার ভালোবাসা কবিতাটি দেখে নেওয়া যাক।

তুমিই আমার ভালোবাসা।

সায়মা আক্তার।

তুমি আমার স্বপনো
তুমি আমার আশা,
তোমায় নিয়ে যতো
আবেগ অনূভুতির বাসা।

আকাশের মতো উদারতা
সাগরের মতো গভীরতা
আছে আমার হৃদয় জুড়ে,
ভালোবাসার আবেগ আসে
ভালো লাগা থেকে।

জিবনের হতাশা গুলো বয়ে
অজানা কোন তীরে
রেখেছি জমা
তাই তো তোমায় আপন মনে,
আমি চেয়েছি ভালোবাসা আবেগি হয়ে।

আমি ধ্যানে ও জ্ঞানে,
নির্জন নীরবতার মাঝে
এক মনে চেয়েছি তোমায়
ভালোবাসা আজও
হৃদয়ে রয়েছে আমার।

আশা ও স্বপ্ন নিয়ে
জেগে আছি একা,
তাইতো নীরবতায়
ভেবে হচ্ছি সারা।

তোমার আছি তোমারই থাকবো
ভালবাসা আপন মনে
তোমায় ভালোবাসবো।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "তুমিই আমার ভালোবাসা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Sort:  
 3 months ago 

আসলেই প্রকৃতি অর্থে যদি কাউকে ভালোবাসা যায় তাহলে কোন বাধাই যেন সেই ভালোবাসাকে ছিন্ন করতে পারে না। আপনি চমৎকার একটি রোমান্টিক কবিতা লিখেছেন কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 3 months ago 

ভালবাসা হচ্ছে প্রতিটা মানুষের সুক্ষ অনুভূতি আবেগ আর দায় দায়িত্ববোধ থেকে জন্ম নেয়া একটা মানবিক গুণ।ভালোবাসার জন্য মানুষ সবকিছুই করতে পারে। যাকে মানুষ ভালোবাসে তার সবকিছুই ভালো লাগে।আপু আপনার ভালোবাসার কবিতা টি খুবই সুন্দর হয়েছে। আপনি বরাবরই অনেক ভালো কবিতা লিখেন তা বলার অপেক্ষা রাখে না।অসম্ভব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

আপনি সব সময় আমার কবিতাগুলো সম্পর্কে অনেক সুন্দর মন্তব্য করেন যেটা আমার কাছে অনেক ভালো লাগে।

 3 months ago 

সুন্দর একটা কবিতা আবৃত্তি করলাম। কবিতাটা দারুন লিখেছেন আপনি। আবৃতি করতে মন ভরে গেল। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করবেন আর এ সমস্ত কবিতার মধ্য দিয়ে নিজেদের নতুন নতুন কবিতা লেখার উৎস সৃষ্টি হবে।

 3 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কাছ থেকে এরকম একটি কবিতা পড়ে খুব ভালো লাগলো। এই কবিতার সবগুলো লাইন আপনি খুব সুন্দরভাবে মিল রেখেছেন৷ একইসাথে যেভাবে আপনি এই কবিতার লাইনগুলো একটির পর একটি সামজ্ঞস্যতা রেখেছেন তা খুবই ভালো লাগলো৷ যখন আমি এই কবিতার লাইনগুলো পড়ছিলাম তখন আমার মনের মধ্যে একটা আলাদা ভালোলাগা কাজ করছিল৷ এই কবিতার যে লাইনগুলো আমার একটু বেশি ভালো লেগেছে সেই লাইনগুলো হল:

আমি ধ্যানে ও জ্ঞানে,
নির্জন নীরবতার মাঝে
এক মনে চেয়েছি তোমায়
ভালোবাসা আজও
হৃদয়ে রয়েছে আমার।

 3 months ago 

কবিতার এই লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 3 months ago 

একদম ঠিক বলেছেন মনের মানুষকে সবসময়ের জন্য পেতে হলে সত্যিকারের ভালোবাসা প্রয়োজন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসাকে কেন্দ্র করে খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে ভালোবাসা হৃদয়ের অনুভূতি আর এই অনুভূতি নিয়ে কবিতা গুলো লেখা হয় আর এই কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। ভালোবাসার কবিতা গুলো সত্যি মনের অনুভূতি থেকেই লেখা হয়।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

মনের মানুষকে গভীরভাবে পেতে চাইলে সত্যি কারের ভালোবাসা প্রয়োজন ।সত্যিকারের ভালোবাসা ছাড়া একজন আরেকজনকে পায় না। আপনি ভালোবাসার কিছু আবেগীয় কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার কবিতাটি পড়ে আসলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

ভালোবাসা নিয়ে কবিতা পড়তে কার না ভালো লাগে। আপনি ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো খুব সুন্দর ছিল। আমার কাছে তো বেশ দারুণ লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ঠিক বলেছেন আপু ভালোবাসার কবিতা পড়তে সকলেরই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66551.16
ETH 3591.60
USDT 1.00
SBD 2.97