আমার অনুভূতি ||| মানসিকতা ও মানবতা।

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনেরা শীতের ঋতুতে প্রত্যাশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেশ ভালো আছি।

received_1299061900738045.jpeg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন পোস্ট নিয়ে।আমরা সবাই বলি মানুষ মানুষের জন্য। কিন্তু আমাদের আবেগ অনুভূতি কতটুকু কাজ করে আমরা একজন আরেক জনের বিপদে আপদে এগিয়ে যাওয়া মন মানসিকতা। ভালো সবাই থাকতে চায়। কিন্তু এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাই কে মানুষ নামে ব্যক্তিটি একই রকম করে সৃষ্টি করেছে কিন্তু সকলের পজিশন ব্যতিক্রম। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। কিন্তু আমরা কতটুকুই সেরা হতে পেরেছি।

একটা সময় ছিল মানুষ মানুষের বিপদ দেখলে এগিয়ে যেত কিন্তু বর্তমান সমাজের কেউ কারো বিপদ দেখলে আরো দশ হাত পিছিয়ে থাকে কারণ তখন সে ভাবে যদি এই বিপদে আমাকে জড়িয়ে ফেলে। আবার এই সমাজে আরেকটি জিনিস খেয়াল করলে দেখা যায়। একটি মানুষ এক্সিডেন্ট হয়ে যদি রাস্তায় পড়েও থাকে তবুও সেই মানুষকে সেই মুহূর্তে উদ্ধার না করে প্রথমে সেলফি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারপর সেই মানুষটিকে বিপদ থেকে উদ্ধার করে।

কিন্তু সেই মুহূর্তে ফোনের কাজটি না করে যদি তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল অথবা করণীয় কাজগুলো করা যায় তাহলে বেঁচে যেতে পারে সেই মানুষটির জীবন। আজকাল কেন জানি এই জিনিসগুলো খুব কম হচ্ছে। কেউ কাউকে নিয়ে ভাবছে না কিভাবে শুধু নিজে নিজের পরিবারকে নিয়ে ভালো থাকা যায় এটাই কেন জানি সবার মাঝে বিরাজ করছে।আমি লিখছি এবং বলছি যে আমি ভালো আমিও ভালো না। কারণ আমার মাঝেও সামাজিক এই কর্মকান্ড গুলো চলে আসছে । অথচ একটি সময় ছিল পরিবারের একজন আরেক জনের পাশে এবং পার্শ্ববর্তি পরিবার থাকলেও তাদের নিয়ে ভাবতেও শুনেছি মা খালাদের কাছে।

গ্রামের মানুষগুলোর পারিবারিক শৃঙ্খলা ও জীবনযাত্রা আসলেই অন্যরকম শহরের তুলনায়।কারণ শহর বন্দী মানুষগুলো শুধু নিজেকে নিয়ে ভাবেন।আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে মানুষের মন চিন্তা ধ্যান-ধারণা। বাস্তব অনেক কঠিন কিন্তু তারপরও বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় প্রতিটি মানুষকে।

মানুষ মানুষের জন্য এটি বেশিরভাগই প্রয়োগ হয় ফেসবুকের স্ট্যাটাসে।কেউ কাউকে কিছু দান করলে সবার আগে সেটা কিভাবে ১০ জনের সামনে প্রকাশ করা যাবে এটির মাধ্যম হল আগে সেই দান করার জিনিসটি ও সেই ব্যক্তিটিকে সামনে রেখে একটি সেলফি। আসলে কাউকে দান করতে হলে বা কিছু দিতে হলে তাকে গোপনীয় ভাবে দেওয়াটাই উচিত এতে আমাদের সৃষ্টিকর্তাও খুশি হয়।

আসলে অনেক কিছু মনের মধ্যে আসে আবার অনেক কিছু করতেও ইচ্ছা হয়। কিন্তু বর্তমান সময়ের যে আর্থিক অবস্থা তাতে সবাই হিমশিম খাচ্ছে। তাইতো চেষ্টা করি প্রত্যেকবার আমি আমার সাধ্যমত দুই একজনকে শীতের কিছু কাপড় উপহার দেওয়ার জন্য। কারণ আমরা একটু হলেও অনেক আরামে এবং সুখে শান্তিতে আছি এই প্রচন্ড শীতে, শীতের বস্ত্র ও শীতের জিনিসপত্র নিয়ে আরাম আইসে দিন যাপন করছি । কিন্তু পথের অবহেলিত শিশু ও বৃদ্ধ মানুষ যারা রয়েছে তাদের দেখলে একটু হলেও কষ্ট লাগে। আমার পক্ষ থেকে তো সবাইকে সম্ভব না তাই আমি আমার সাধ্যমত যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আমরা সবাই যদি এই দুই একজন করে একটু করে সাহায্য সহযোগিতা করি তাহলে হয়তোবা অনেক দরিদ্র ও গরিব মানুষ একটু হলেও এই শীত থেকে রক্ষা পাবে।

আমাদের সবার আগে মন-মানসিকতা পরিবর্তন করা দরকার কারণ আমরা একজনের বিপদে যদি আরেকজন এগিয়ে না যাই তাহলে হয়তোবা কোনদিন সেই বিপদে আমরাও পড়তে পারি। তাইতো বলি মানুষ মানুষের জন্য। একটু সহানুভূতির দুটো হাত বাড়িয়ে দিলে আমাদের অল্প আয়ের টাকা-পয়সা কমে যাবে না এর মধ্যে সৃষ্টিকর্তা অনেক বরকত বাড়িয়ে দিবে।

আজকে এখানে শেষ করছি তবে আবার কোন বিষয় নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে সে পর্যন্ত বিধায় নিচ্ছি।অনেক কথা লিখে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- আমার অনুভূতি "মানসিকতা ও মানবতা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 7 months ago 

অবশ্যই মানসিকতা পরিবর্তন দরকার।আসলে আমরা কখনো ভাবি না যে আজ অন্যের বিপদ কাল আমারও হতে পারে।ঠিক বলেছেন আপনি বিপদ দেখলে পিছুপা হয় মানুষ ইদানীং এবং এক্সিডেন্ট দেখলে সেলফি ভিডিও করে কারণ তাতে করে ভিউ বারবে টাকা কামাতে পারবে।এসব আসলেই কি সামাজিক অবক্ষয় না কি মানসিক জানা নেই আমার।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনার সাথে আমি একমত দিদি।

 7 months ago 

বর্তমান সময়ে এমন একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। মানুষ বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করার আগে মানুষ অনেকবার ভাবে যে আমি কোন সমস্যার সম্মুখীন হব কিনা। যেটা সত্যি খারাপ একটা দিক মানসিকতার খারাপ দিক আমি বলব! ওই চিন্তা ভাবনা মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। মানবতা বর্তমানে খুবই অসহায় ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার লেখাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 7 months ago 

প্রত্যেক মানুষের মানসিকতা পরিবর্তনের দরকার। তবে এটি ঠিক আগে মানুষ মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করার জন্য সামনে আসত। বর্তমান সময়ে মানুষ বিপদে পড়লে আরো দশ পা পিছে চলে যায় যদি কোন বিপদে পড়ে নিজে। আর কোন মানুষ যদি এক্সিডেন্ট হয় আমাদের এখন একটি বাজে অভ্যাস হয়ে গেছে সেলফি এবং ফেসবুক দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে এটি ঠিক আমরা যদি নিজের থেকে দুই একজন গরিব পথশিশু লোকদের শীতের কাপড় দিয়ে হেল্প করতে পারি তাহলে অনেক ভালো হয়। একজন একজনের পাশে দাঁড়ানোর দরকার। নিজের সাধ্য মতে চেষ্টা করা। অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

প্রত্যেক মানুষের মন থেকে মানসিকতা এবং মানবতা থাকতে হবে। তবে বর্তমান প্রেক্ষাপট দেখা যায় মানুষ বিপদে পড়লে অনেক মানুষ পিছে চলে যায় সামনে যেতে চাই না। আমরা যদি মানবতা বলে চিৎকার করি মানবতা কিছু না দেখায় তাহলে কোন লাভ নেই। তবে আপনার কথাটি অনেক ভালো লাগলো আপনি শীতে অন্তত দুই তিন জনকে শীতের কাপড় দিয়ে হেল্প করার চেষ্টা করেন। এরকম সবাই যদি তাদের মন থেকে ভালো কিছু করার চেষ্টা করে তাহলে শীতে গরিব মানুষগুলো কষ্ট করবে না। তাই প্রত্যেক মানুষের মানবতা থাকা দরকার।

 7 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

মানসিকতা মানুষের একটি বড় গুণ। যার মানসিকতা ভালো সে ব্যক্তি একজন ভালো মানুষ। বর্তমান সময়টা খুবই কঠিন মানুষের ভেতর মানবতা মানসিকতা কোনটাই আর আগের মতো দেখা যায় না। মানুষ বিপদে পড়লে একে অপরের সাহায্য সহযোগের জন্য এগিয়ে আসেনা। ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 7 months ago 

সু স্বাগতম আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66930.79
ETH 3268.09
USDT 1.00
SBD 2.64