ফটোগ্রাফি পোস্ট ||| এলোমেলো কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা অনেক ভালো আছেন এবং পরিবারসহ সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার করুণায় পরিবারসহ ভালো আছি এবং সুস্থ আছি।

কিছুদিন হল কর্মব্যস্তার মধ্যে দিয়পই সময় অতিবাহিত হচ্ছে সামনে ঈদকে লক্ষ্য করে আমাদের প্রোডাকশন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পরিমাণটা একটু বেড়ে গিয়েছে।আর এই ঘোরাঘুরি করতে গিয়ে একটি গ্রামের রাস্তায় হাঁটছিলাম।এমন সময় ফোনে কিছু ছবি উঠিয়ে ছিলাম।আর সেই উঠানো ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চিন্তা করলাম।তাই আর চিন্তাটাকে দীর্ঘায়ু না করে আপনাদের সঙ্গে আমার সেই মুঠোফোনের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।

IMG_20240228_151959.jpg

গ্রামের রাস্তা।

গ্রামের রাস্তার দুই সাইডে কিছু গাছ যে গাছগুলোর মোটামুটি অনেক বয়স হয়ে গেছে আর সেই রাস্তায় দুপুর বেলায় গাড়ি চলাচল করছিল তার ফটোগ্রাফি করে ফেললাম।আর সেই ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম জানিনা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে।

IMG_20240228_152016.jpg

অচেনা পাখি।

গ্রামের পাশে লাগানো জমির উপরে অচেনা কিছু পাখি যে পাখিগুলো দেখতে অনেক বড় জানি না এ পাখি গুলোর নাম কি? তবে সেই পাখিরও ফটোগ্রাফি শেয়ার করলাম আপনাদের সামনে।

IMG_20240221_143410_1.jpg

ভেড়া

গ্রামে ঘুরতে ঘুরতে একটি বাড়িতে ভেড়া দেখতে পেলাম আর সেই ভেড়ার একটি ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করলাম কারণ এই প্রাণীটি অনেক কমই আমার চোখে পড়েছে।

IMG_20240219_142527.jpg

কবুত

আমি যে বাড়িটিতে কাজ শিখিয়ে দেই ঠিক সেই বাড়ির পাশে একটি বাঁশ লাগিয়ে দেওয়া আছে।যেখানে অনেক কবুতর বসেছিল আর সেই দৃশ্যটি আমার নজর কারে ঠিক তার একটি ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করলাম।

IMG_20240221_145749.jpg

পাওয়ার টিলার

কৃষকদের প্রাণের বন্ধু পাওয়ার টিলার যেটি দিয়ে তারা জমি চাষ করে জমিতে ফসল ফলাই। আর এটি দেখে লোভ সামলাতে পারলাম না তার একটি ফটোগ্রাফি করে ফেললাম যা আপনাদের সামনে উপস্থাপন করলাম।

IMG_20240213_172708.jpg

গ্রামের মেলা

রাস্তার পাশে গ্রামে মেলা বসেছিল। আসলে মেলাটিতে যাওয়া হয়নি তবে গাড়িতে বসে মেলার ফটোগ্রাফি করে ফেলেছি।

IMG_20240215_135938.jpg

জমি চাষ

কৃষকেরা জমি চাষ করছে পানি দিয়ে ইরিগেশন করার জন্য ঠিক তার একটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "এলোমেলো কিছু ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 3 months ago 

গ্রাম বাংলার প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এমন সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি গুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। শুধুমাত্র গ্রাম অঞ্চলগুলোতেই এগুলো দেখতে পাওয়া যায়।

 3 months ago 

জি ভাই আপনি ঠিক বলেছেন গ্রামীণ দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে।

 3 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে প্রথম ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। গ্রামের রাস্তার দুইপাশ দিয়ে বড় বড় মোটা গাছ দৃশ্যটা বেশ পছন্দ হয়েছে। তাছাড়া ফটোগ্রাফি পোস্টে ভিন্ন ভিন্ন সৌন্দর্য নিয়ে উপস্থিত হয়েছেন যেটা বেশি ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 3 months ago (edited)

আপনার কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া ।

 3 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রতিটি ছবি গ্রামের পরিবেশের ৷ প্রথম ছবি টি অনেক সুন্দর শুকনো গাছ পিচ ঢালা রাস্তা সবমিলে দারুন ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের ফটোগ্রাফি ব্লগে ৷

 3 months ago 

আমি সব সময় চেষ্টা করি প্রাকৃতিক এবং গ্রামীন কিছু দৃশ্য উপস্থাপন করার।

 3 months ago 

দারুন ফটোগ্রাফি করেছেন আপু সত্যি ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।
আসলে গ্রাম্য পরিবেশ এমনিতেই অনেক সুন্দর হয় ।
আর গ্রাম্য পরিবেশে থাকতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
অচেনা পাখিটির নাম হচ্ছে সামুক ভাঙ্গা বা সারস পাখি বলে। আমাদের বাড়ির পাশে নদীতে এই সময়ে অনেক দেখা যায় এই পাখিগুলো।

Posted using SteemPro Mobile

 3 months ago 

অনেক ধন্যবাদ ভাই আমার অচেনা পাখিটির নাম বলে দেওয়ার জন্য।

 3 months ago 

গ্রামের পরিবেশ এবং প্রাকৃতিক আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে যেসব ফটোগ্রাফি গুলো করেছেন প্রত্যেকটা গ্রামীণ পরিবেশের ও প্রাকৃতিক ফটোগ্রাফি। এইসব গুলো গ্রাম অঞ্চলে বেশ দেখা যায়। আর এগুলো গ্রামের ঐতিহ্য বহন করে। আপনার তোলা ফটোগ্রাফি গুলা আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

ঈদকে সামনে নিয়ে আপনি খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন।গ্রামে ঘোরাঘুরি করতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে নিয়েছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দারুন লাগলো আপু।গ্রামের পথের দুপাশে গাছ,অচেনা পাখি,কবুতর,গ্রামের মেলার ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো এবং কাজে আগ্রহ পেলাম।

 3 months ago 

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে ধানের জমির উপর পাখি এবং রাস্তার ফটোগ্রাধি দুটি বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা ও দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

বোঝাই যাচ্ছে সামনে ঈদ উপলক্ষে অনেক বেশি ব্যস্ত সময় অতিবাহিত করছেন। ব্যস্ত সময় অতিবাহিত করার পাশাপাশি আপনি দারুন কিছু ফটোগ্রাফিও করেছেন আর সেই ফটোগ্রাফি আমাদের মাঝে চমৎকারভাবে তুলে ধরেছেন। গ্রামের রাস্তায় হাঁটার সময় এলোমেলো এরকম ফটোগ্রাফি আমিও করে থাকি মাঝে মাঝে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনার এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সুন্দর মন্তব্য করে উৎস দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

আসলেই আপু যারা উদ্যোক্তা তাদপর ঈদ আসলে বেশ ব্যস্ত হয়ে পরে।যাই হোক আপনার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগছে।ছবিগুলোর মাঝে গ্রামীন পরিবেশ খুঁজে পাওয়া যায়।ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।

 3 months ago 

আপু আপনার তোলা বিভিন্ন প্রকারের ভিন্ন ভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা গুলো পড়ে ফটোগ্রাফি গুলো সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66342.41
ETH 3548.63
USDT 1.00
SBD 3.09