অনু কবিতা পোস্ট ||| কিছু অনু কবিতা ||| original writing @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হতে চলেছি।জানিনা আমার ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে চেষ্টা করি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার।আজকে আমি আবার আপনাদের মাঝে "কিছু অনু কবিতা" পোস্ট নিয়ে হাজির হলাম।চলুন আর কথা না বাড়িয়ে অনু কবিতাগুলোতে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
কষ্টে ঘেরা দিন
কষ্ট নিয়ে সারাক্ষণ
বুকে জমে রাখি।
দুঃখ মনে নিয়ে
কেউ দেখেনা চোখ দিয়ে
আমার জল ঝরে।
দুঃখ আছে যত,
দূর হচ্ছে না দুঃখগুলো
মনের ভেতর ক্ষত।
কষ্টে যায় দিন,
কবে যে আসবে আমার জীবনে
সুখের পরম সুদিন।
দেখতে লাগে বেশ ,
ঘাসের ডগায় শিশির ভেঁজায়
শিউলি ফুলের সুবাস ছড়ায়,
সরিষা ফুলে লাগে ঢেউ
মনের ভেতর অজানা দোলা দেয় কেউ,
খেজুরের রসে জুড়ায় প্রাণ
শীতের সকালে স্বাদের ভাপা পিঠা
বাঙালি ঐতিহ্যের সেরা খাবার।
আমি বারবার মুগ্ধ হই তোমায় দেখে,
পৃথিবীর যে প্রান্তে যাই না কেন?
তোমার মত এত রুপ,
কোন কিছুতে পাই না যেন
তুমি আমার সবুজ শ্যামল সতেজ এই দেশ
তুমি আবার প্রিয় জন্মভূমি
তুমি আমার এই স্বপ্নের দেশ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
আপনার আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভালো লাগলো পড়ে।
আমার অনু কবিতা গুলো ভালো লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমি কবিতা পড়তে খুবই পছন্দ করি। আর অণু কবিতা গুলো আরো বেশি ভালো লাগে। আপনার এলাকায় এই অনু কবিতা গুলো পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে।
মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
https://x.com/mst_akter31610/status/1866543737779921030?t=R27IE5p0RMg-Z6vZ1a4hFA&s=19
বেশ কয়েকটি সুন্দর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। বিরহ ভালোবাসা এবং শীতকে কেন্দ্র করে কবিতা লিখেছেন। প্রতিটি কবিতা অসাধারণ হয়েছে আপু। সুন্দর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে বিষয়টি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করল।
বেশ কয়েকটি সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন আপু। অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে ছন্দের মিল পেয়েছি দেখে পড়ে অনেক মজা পেলাম।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
ভালোলাগে আমার কাছে এই ধরনের অনু কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই অনু কবিতা গুলো। বিশেষ করে যে কবিতা গুলো লেখার টপিক গুলো একটু বেশি সুন্দর ছিল। এরকম করে অনু কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো আবৃত্তি করতে। আপনার অনু কবিতা গুলো আবৃত্তি করতে পেরে অনেক ভালো লাগছে আমার কাছে এখন।
আমার অনু কবিতাগুলো আপনি আবৃত্তি করেছেন শুনে অনেক ভালো লাগলো ভাই।
খুবই সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু কবিতা পড়ে খুবই ভালো লাগলো। যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা গুলো এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় অনু কবিতা আমার অনেক ভালো লেগেছে৷
আমার অনু কবিতা গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।
বরাবরের মতো আজকেও দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন আপু। বিশেষ করে দ্বিতীয় অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে মনের মধ্যে জমে থাকা কষ্ট যদি কারো সাথে শেয়ার করা যায়, তাহলে কষ্ট অনেকটাই কমে যায়। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার অনু কবিতা গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।