আত্মকাহিনী ||| আড়ং বুটিকস্-৯।

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করি সকলে সবার পরিবার নিয়ে এই শীতের মধ্যে সুস্থ আছেন এবং ভালোভাবে দিন যাপন করছেন।

IMG_20231202_115145.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার উদ্যোক্তা জীবনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব।আপনারা ইতিপূর্বে সকলের জেনে গিয়েছেন যে আমার ছোট্ট একটি উদ্যোগ আছে যে উদ্যোগের নাম আড়ং বুটিকস। আর আরং বুটিক্স এর সাথে প্রায় ২৫০ জন অবহেলিত মহিলার সম্পৃক্ততা আছে। আর এই প্রতিটি মহিলার এক একটি পরিবার আছে যে পরিবারে আরও ৫/৬জন করে সদস্য রয়েছে। এতে দেখা যায় আমাদের আড়ং বুটিকস পরিবারের অনেক সদস্যের সম্পৃক্ততা।

আর এত বড় একটি পরিবারের প্রতিটি সদস্য যাতে সুস্থ থাকে এবং তারা তিন বেলা তিন মুঠো ভালোভাবে খেতে পারে ও ভালো পোশাক পরতে পারে। এই সকল কিছু ব্যবস্থা করার জন্য আমি সবসময় তাদের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করি।তবে আমি কখনো তাদের এমনিতে কোন কিছু প্রদান করে থাকি না সবকিছু প্রদান করি তাদের শ্রমের মাধ্যমে আর আমার পরিবারের প্রতিটি সদস্য চায় তাদের শ্রম বিক্রি করে বা কোথাও শ্রম দিয়ে উপার্জন করে সে উপার্জিত টাকা দিয়ে নিজের পরিবারকে ভালো রাখার।
তবে আমার পরিবারের সদস্যদের এমন কথাটিকে আমি সব সময় সাধুবাদ জানাই এবং সব সময় অনেক উৎসাহিত করি।তাদের এবং আমার একটিই কথা সেটি হলো আল্লাহ তা'আলা আমাদেরকে যেন সুস্থ রাখে এবং কর্ম করতে পারি।আমি মনে প্রাণে বিশ্বাস করি শ্রমের। বিনিময় ছাড়া কোন কিছুতেই ভালো থাকা যায় না এবং শ্রম দিয়েই ভালো কিছু করা সম্ভব।

তাই সব সময় মহান সৃষ্টিকর্তার কাছে আমার একটি প্রার্থনা। তা হলো আমার আড়ং বুটিকস এর সাথে সম্পৃক্ত প্রতিটি সদস্য যেন সুস্থ এবং সুন্দরভাবে দিন যাপন করতে পারে যাতে তাদের শ্রমটাকে সঠিক জায়গায় সঠিক সময় করতে পারে।আমার প্রতিটি সদস্য আমার প্রতিষ্ঠানকে এত বেশি ভালোবাসে যে ভালোবাসার কারণে হয়তোবা আমার প্রতিষ্ঠানটা এখনো টিকে আছে এবং সুনামের সহীদ টিকে আছে।

আমরা সব সময় আমাদের প্রতিটি প্রোডাক্টকে অনেক বেশি ভালোবাসি এবং মনের সমস্ত ভালোবাসা দিয়ে প্রোডাক্টগুলোকে তৈরি করি। আর এই প্রোডাক্ট গুলো যখন আমাদের কাস্টমাররা হাতে পায় তখন তারা অনেক সন্তুষ্ট হয় আমাদের প্রতি।এটাই আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় মূলধন।

পরিশেষে আপনাদের কাছে একটি দোয়ার দরখাস্ত রইলো। তা হল আমাদের প্রতিটি সদস্য যেন সুস্থ থাকে এবং তাদেরের সৃজনশীলতা কে যেন সঠিক সময়ে ও সঠিক কাজে লাগাতে পারে।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- আত্মকাহিনী "আড়ং বুটিকস-৯"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58495.14
ETH 2461.74
USDT 1.00
SBD 2.36