DIY ||| এসো নিজে করি ||| ফেলনা সুতার গুটি দিয়ে কলমদানি।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।নিজের মেধা খাটিয়ে যে কোন জিনিস নতুনভাবে তৈরি করা অনেক কষ্টের কাজ।কোন জিনিস তৈরি করতে গেলে প্রথমে আমি কি কাজ করবো এবং এটার ডিজাইন কি হবে সেই কাজটি মাথায় রেখে করতে হয়। কারণ সে কাজের প্রতি ধারণা না থাকলে কোনভাবেই কাজটি করা যায় না।
তাইতো প্রতিটি কাজ করার আগে কাজ সম্পর্কে কিছুটা ধারণা আমাদের থাকতে হয়। সবার জ্ঞান সব বিষয়ে সমান থাকে না।ভালোর কোন শেষ নেই। সৎ মানুষের সঙ্গে মিশলে সেই সৎ ব্যক্তির প্রভাবটা আরেকজনের উপর পড়ে।একটি ভালো জায়গায় কাজ করলে যেমন দক্ষতা বাড়ে তেমনি সেই কাজগুলো সম্পর্কে কিছুটা ধারণাও অভিজ্ঞতা হয়।যেটা হয়েছে আমার বাংলা ব্লগ থেকে।
আমার বাংলা ব্লগে এসে কম বেশি সবার সব বিষয়ে কিছুটা হলেও দক্ষতা ও জ্ঞান বেড়েছে। আমি আজ আপনাদের মাঝে ফেলনা সুতার গুটি দিয়ে সুন্দর একটি কলম দানি তৈরি করেছি।আমারা ব্যবহারের পর কত জিনিসপত্র ফেলে দেই। সেই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েও নতুন রূপ দিয়ে সুন্দর কিছু তৈরি করা সম্ভব হয়। আর এজন্য দরকার ধৈর্য বুদ্ধির। "ফেলনা সুতার গুটি দিয়ে কলমদানি" কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক।
উপকরণ সমূহঃ-
১।সুতার গুটি।
২।গাম।
৩।রঙ্গিন কাগজ।
৪।গ্লিটার কাগজ।
৫।কেচি।
প্রথমে সুতার গুটি গুলো এক মাপে নিয়ে নিয়েছি।
এবার সুতার গুটি গামের সাহায্যে একটি কাগজে লাগিয়ে নিয়েছি।
একটি গুটির পর গাম দিয়ে আরেকটি গুটি দিয়ে ভালো করে পুরো কাগটি লাগিয়ে নিয়েছি।
এবার একটি রঙিন কাগজ কেটে নিয়েছি।
সেই কেটে নেওয়া রঙ্গিন কাগজ দিয়ে সুতার গুটি ঠিক মাঝ বরাবর লাগিয়ে নিয়েছি মাঝে গাম দিয়ে।
গ্লিটার কাগজ কেটে নিয়েছি।
এবার গিটার কাগজ সুতার গুটির নিচের দিকে লাগিয়ে নিয়েছি।
উপরের দিকেও আরেকটি গ্লিটার কাগজ লাগিয়ে নিয়েছি।
এবার কিছু ছোট ছোট টুকরো করে নিয়েছি গ্লিটার কাগজ।
সেই ছোট ছোট টুকরো করার কাগজগুলো কলমের ঝুড়িতে লাগিয়ে দিয়েছি সুন্দর দেখানোর জন্য। আর এভাবে হয়ে গেল আমার অব্যবহৃত জিনিসে সুন্দর কলমদানি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
ফেলে দেওয়ার সুতার গুটি দিয়ে দারুন ভাবে কলমদানি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা কলমদানি টি দেখে প্রথমে বুঝতে পারিনি এটি আপনি হাতে তৈরি করেছেন।দেখে মনে হচ্ছে দোকান থেকে কেনা কোন কলমদানি। বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার কলমদানিটি আপনার ভালো লেগেছে। এটা আমার জন্য বড় পাওয়া।
ফেলনা সুতার গুটি দিয়ে খুব সুন্দর কলমদানি তৈরি করেছেন। ফেলনা জিনিস দিয়ে এরকম সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করতে পারলে আসলেই ভালো লাগে। আপনার তৈরি করা কলমদানিটা ভীষণ সুন্দর হয়েছে আপু। আপনার আইডিয়া দেখে ভালো লাগলো। আমাদের মাঝে এত সুন্দর একটা ডাই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কলমদানিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।
আরে সত্যিই অসাধারণ। আপু আপনি দেখছি সুতার কাটিগুলো দিয়ে খুব সুন্দর একটি কলম দানি তৈরি করেছেন। এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। সেই সাথে এটি খুবই সুন্দর লাগছে। আসলে এই অপ্রয়োজনে জিনিসকে আমরা ফেলে দিই কখনো প্রয়োজন মনে করি না। কিন্তু যাই হোক এই অপ্রয়োজনীয় জিনিস যে কত সুন্দর করে একটি কলমদানি করেছেন এটা সত্যিই যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি প্রয়োজনীয়। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ফেলনা সুতার গুটি দিয়ে কলমদানি তৈরি করে শেয়ার করেছেন। আসলে আমাদের কমিউনিটির ইউজারদের হাতের কাজগুলো দেখলে সত্যি আমি মাঝে মাঝে বেশ মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর ভাবে আপনি কলমদানি তৈরি করেছেন প্রত্যেকটি স্টেপ আমাকে বেশ মুগ্ধ করেছে। ধন্যবাদ আপু কঠোর পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি পোস্ট আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য।
আমার কলমদানি দেখে আপনি মুগ্ধ হয়েছেন। এটা শুনে অনেক ভালো লাগলো ভাই।
আমাদের প্রত্যেকের জীবনেই সব কাজ প্রথমেই একদম পারফেক্ট ভাবে করতে পারি না। আস্তে আস্তে দেখে বা শুনে যে কোন ভাবে আমরা শিখি। তবে প্রতিটা কাজ করার আগে দরকার মনের ইচ্ছে। আপু আপনি আজকে ফেলনা সুতার রুটি দিয়ে দারুন ভাবে কলমদানি বানিয়েছেন। খুবই ভালো লাগলো আপু আপনার দক্ষতা দেখে ধন্যবাদ।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর ভাবে কলমদানি তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার এই অসাধারণ কলমদানি তৈরি করতে দেখে বেশ ভালো লাগলো আমার। আসলে আমরা পরিত্যক্ত জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করে দেখাতে পারি যদি আমাদের সেই অভিজ্ঞতা থাকে এবং দক্ষতা থাকে।
উৎসাহ মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।
আসলে নিজের দক্ষতা থাকলে অনেক কিছুই তৈরি করা যায়। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফেলনা সুতার গুটি দিয়ে কলমদানি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার কলমদানি দেখতে খুবই সুন্দর লাগছে। কলমদানি তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর ভাবে আপনি আজকে এই কলমদানি তৈরি করেছেন৷ এরকম কিছু জিনিস দিয়ে কলমদানি তৈরি করা যায় তা আমি কখনোই ভাবতে পারিনি৷ আজকে আপনার কাছ থেকে এরকম অসাধারণ এবং ইউনিক একটি আইডিয়া দেখে খুব ভালো লাগছে৷ ধন্যবাদ এত
সুন্দর একটি কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
স্বাগতম।
এটা আপনি ঠিক কথা বলেছেন আপু, আমাদের এই কমিউনিটিতে এসে অনেকেরই অনেক বিষয়ে জ্ঞান বেড়েছে। যাইহোক, আমরা এখন পুরনো ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক ধরনের জিনিস তৈরি করতে পারি। এই ব্যাপারটা আমরা মূলত এই কমিউনিটিতে এসেই জানতে পেরেছি। আজকে আপনি ফেলনা সুতার গুটি দিয়ে দারুন একটি ডাই তৈরি করেছেন। ডাই টি বেশ ইউনিক লাগলো আমার কাছে। এত সুন্দর একটি ডাই তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
গঠনমূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।
ফেলে দেওয়ার সুতার গুটি দিয়ে অনেক সুন্দর একটা কলমদানি তৈরি করে নিলেন, দেখেই তো অনেক ভালো লাগলো। আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে আমি একেবারে মুগ্ধ হলাম। আপনার এই আইডিয়া যে দেখবে সে একেবারে মুগ্ধ হয়ে যাবে। কোন কিছু পেলে দেওয়া উচিত না। ওইটা দিয়ে নতুন করে কিছু একটা তৈরি করলে অনেক সুন্দর হয়। পড়ার টেবিলের উপর যদি আপনি এই কলমদানিটা রাখেন তাহলে অনেক সুন্দর লাগবে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আপনার তৈরি করা কলমদানি।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসর দেওয়ার জন্য ধন্যবাদ আপু।