DIY ||| এসো নিজে করি ||| ন্যাচারাল গাজরের সাবান।

in আমার বাংলা ব্লগ4 months ago
হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।এতো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আমার বাংলা ব্লগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে।কথায় আছে অভ্যাস মানুষের দাস।তাইতো বাংলা ব্লগের সঙ্গে ওতোপ্রোত ভাবে যুক্ত হয়ে আছি এবং বাংলা ব্লগের সঙ্গে কাজ করাও রীতিমতো রুটিন হয়ে গেছে। বাংলা ব্লগের ভাই ও বোনদের সঙ্গে মনের ভাব প্রকাশ করতে পারলেও মনের ভেতর শান্তি বিরাজ করে।আসলে আমার বাংলা ব্লগ এমন একটি পরিবার আমরা পেয়েছি যে পরিবারটি পেয়ে আমরা আমাদের সকলের প্রিয় @rme দাদার কাছে চির কৃতজ্ঞ।

received_1593785378109092.jpeg


প্রতিদিন পোস্ট করা রুটিন হয়ে গেছে তেমনি ডিসকর্ডে চ্যাটিং করাও মনের আনন্দের ও কুশলাদি জানার একটি মাধ্যম।আসলে এরকম একটি প্লাটফর্ম পেয়ে আমরা সকলেই ধন্য।অনেক কথায় লিখে ফেললাম। আসল কথায় যাওয়া যাক আমি আজ আপনাদের মাঝে একটি ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি।নিজেকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে সবাই পছন্দ করে। তাইতো ছেলে অথবা মেয়ে সবাই সবার স্কিনের যত্ন নিয়ে থাকে।স্কিনে বিভিন্ন রকমের ব্রণ,রেস,কালো দাগ, মাসতা এগুলো হলে আসলেই দেখতে কেমন যেন লাগে।তাইতো আমাদের স্কিন টা সব সময় পরিষ্কার রাখতে হবে এবং নিজেকে স্কিনের ব্যাপারে সতর্ক থাকতে হবে।অতিরিক্ত সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।কারণ একটি মানুষের সুন্দর্য তার মুখেই ফুটে ওঠে।সুন্দরের প্রতি সবাই দুর্বল।
নিজেকে সুন্দর লাগুক এটা সবাই চায়।কসমেটিকের দোকানগুলোতে যে প্রোডাক্ট কিনতে যাই তখনই ভয় লাগে কোনটা আসল কোনটা নকল কিভাবে বুঝব।আর বোঝারও উপায় নেই।প্রাকৃতিক উপায়ে ঘরোয়া ভাবে কোন জিনিস তৈরি করলে সেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো।ন্যাচারাল প্রোডাক্ট গুলোর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।আর এই প্রোডাক্ট যদি নিজে তৈরি করে ইউজ করা যায় তাহলে তো আর কথাই নেই।

আমি আজ আপনাদের মাঝে "ন্যাচারাল গাজরের সাবান" নিয়ে হাজির হয়েছি।গাজর আমাদের স্কিনের জন্য অনেক ভালো।গাজর স্কিনকে উজ্জ্বল করতে সহায়তা করে।চলুন সাবানটি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।গাজর।
২।কস্কো সাবান।
৩।অ্যালোভেরা।
৪।ভিটামিন ই ক্যাপ।
৫।নারিকেল তৈল।

received_384974227906081.jpegreceived_1001581161311165.jpeg
received_1850489215431983.jpegreceived_772082258356066.jpeg

received_1831734017231965.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔯প্রথম ধাপ🔯

received_1364293780924159.jpeg

প্রথমে এলোভেরা গুলো কেটে পানির ভেতরে ভিজিয়ে রেখেছি যেন ভেতরের হলুদ কস টি চলে যায়। আর এই হলুদ কস আমাদের স্কিনের জন্য অনেক খারাপ ।

🔯দ্বিতীয় ধাপ🔯

received_828336319325636.jpeg

received_976649043517019.jpeg

এবার অ্যালোভেরার দুই সাইডের কাঁটা গুলো চাকুর সাহায্যে কেটে নিয়েছি।

🔯তৃতীয় ধাপ🔯

received_428176646485893.jpeg

এরপর এলোভেরার নিচের খোসাটি ছাড়িয়ে নিয়েছি।

🔯চতুর্থ ধাপ🔯

received_460593373128381.jpeg

received_1155382462169239.jpeg

এবার অ্যালোভেরা থেকে রস বের করে নিয়েছি।

🔯পঞ্চম ধাপ🔯

received_1456586798319183.jpeg

received_465986929293172.jpeg

এবার একটি গাজর সবজি কাটার মেশিন দিয়ে কেটে নিয়েছি।

🔯ষষ্ঠ ধাপ🔯

received_1599012507611215.jpeg

received_957614419101361.jpeg

আর সেই কুঁচি করা গাজর গুলো থেকে রস বের করে নিয়েছি ।

🔯সপ্তম ধাপ🔯

received_1840069493145430.jpeg

received_948321646994150.jpegreceived_7737843046258761.jpeg

একটি কসকো সাবান কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।

🔯অষ্টম ধাপ🔯

received_376605134741798.jpeg

এবার একটি পাত্রে গরম পানি ফুটিয়ে নিয়েছি এবং তার উপরে আরেকটি বাটির ভেতরে সাবান দিয়ে দিয়েছি ।

🔯নবম ধাপ🔯

received_1110818070222025.jpeg

সেই বাটির সাবানগুলো অনর্গল নেড়েছি যেন সাবানটি লিকুইড হয়ে যায় ।

🔯দশম ধাপ🔯

received_3549665968696557.jpeg

সাবান লিকুইড হওয়ার পর তার ভিতরে নারকেল তৈল দিয়ে দিয়েছি।

🔯এগারো তম ধাপ🔯

received_1142867383576362.jpeg

এরপর সেই সাবানে গাজরের রস দিয়ে দিয়েছি।

🔯বারো তম ধাপ🔯

received_811557797054017.jpeg

সাবানের ভেতর এলোভেরা রসটি দিয়ে দিয়েছি।

🔯তেরো তম ধাপ🔯

received_2059106367823253.jpeg

এবার ভিটামিন ই ক্যাপ দিয়েও কিছুক্ষণ নেড়েছি এবং লিকুইটি নামিয়ে নিয়েছি।

🔯চৌদ্দ তম ধাপ🔯

received_1457098831900840.jpegreceived_1459969124946660.jpeg

received_944121497262508.jpeg

এবার একটি পাত্রে সাবান গুলো ঢেলে নিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করেছি শক্ত হওয়ার আগ পর্যন্ত। তারপর যখন সাবানগুলো শক্ত হয়ে গিয়েছে এবং সেই পাত্র থেকে উঠিয়ে নিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "ন্যাচারাল গাজরের সাবান"।এবার এই "ন্যাচারাল গাজরের সাবান" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "ন্যাচারাল গাজরের সাবান"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার এই পোস্টটি পড়ে এবং সুন্দর মতামত প্রদান করে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।

🇧🇩🇧🇩আজকের মত বিদায়🇧🇩🇧🇩

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9W9tQBFPEqynuwpvVvdYYYti8nnY6k5m7RvEG5SVG7CNMJtzNDuzGE5KNgdPqFC6UtAQakckKMqiAbG1cXRG2.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Sort:  
 4 months ago 

সাবান তৈরি আমার কাছে খুবই ঝামেলার মনে হতো তবে আপনার পোস্টটা দেখে বুঝতে পারলাম তেমন একটা ঝামেলা নেই এত সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আমি শিখিনি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো আগে কয়েকবার আপনার অ্যালোভেরা সাবানের পোস্ট দেখেছি আজকে গাজরের সাবানের পোস্ট দেখলাম। দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনার মাধ্যমে সাবান তৈরি আইডিয়া পেলাম। আরে এইরকম নিজের হাতে তৈরি করে সাবান ব্যবহার করলে আমাদের ত্বকের জন্য খুব ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমি সব সময় নিজের জন্য এইভাবে ন্যাচারাল সাবান তৈরি করে ব্যবহার করি আপু।

 4 months ago 

ঠিক বলেছেন আপু ঘরোয়া ভাবে কোনো কিছু তৈরি করলে তা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমরা সুন্দরের পূজারী। তাইতো সবাই নিজেকে আকর্ষণীয় রাখতে স্কিনের বিভিন্ন ধরনের যত্ন করে। আপনি আজ তাদের কথা চিন্তা করে খুবই ইউনিক একটি সাবান নিয়ে এসেছেন। গাজরের সাবান আগে কখনো দেখা হয়নি আর ব্যবহার ও করা হয়নি। নিশ্চয়ই এর অনেক উপকারিতা রয়েছে। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

ঠিক বলেছেন আপু,, এই প্লাটফর্মটিকে পেয়ে আমরা সত্যিই অনেক গর্বিত। যাইহোক, বাইরের কেমিক্যালযুক্ত প্রসাধনীর না কিনে ঘরোয়া ভাবে আপনি খুব সুন্দর একটি সাবান তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ন্যাচারাল গাজরের সাবান তৈরি পদ্ধতি আমরাও শিখে নিলাম আপনার পোষ্টের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু।

 4 months ago 

ন্যাচারাল গাজরের সাবান তৈরির পদ্ধতি দেখে ভালো লাগলো। বেশ কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছেন। অনেক সহজ ভাবে ধাপ গুলো তুলে ধরেছেন। যে কেউ আপনার পোস্ট দেখে বাসায় তৈরি করতে পারবে। ইউনিক আইডিয়া গুলো আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 4 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

সত্যি বলতে, প্রথমে ছবিতে চোখ পড়তেই ভেবেছিলাম টমেটো।তারপর বুঝলাম না সাবান তৈরি করেছেন।আপনি মনে হয় আগেও একবার সাবান তৈরি করেছিলেন।ন্যাচারাল পদ্ধতিতে গাজরের সাবানটি বেশ ইউনিক লাগলো।দারুণভাবে ধাপগুলো তুলে ধরেছেন, ধন্যবাদ আপু।

 4 months ago 

একবার না আপু বেশ কয়েকটি ভিন্ন রকম সাবান তৈরি করেছিলাম। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

হ্যাঁ, আমি দেখেছি সবগুলোই সুন্দর ছিল আপু।

 4 months ago 

আপনাকে প্রথমে প্রশংসা করতেই হয় এত চমৎকার ভাবে ন্যাচারাল গাজরের সাবান তৈরি করেছেন। গাজর কচক সাবান ভিটামিন ই নারিকেল তেল এবং এলোভেরা সমন্বয়ে খুবই চমৎকার একটি প্রাকৃতিক উপায়ে সাবান তৈরি করেছেন। এবং এই সাবান তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 months ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 4 months ago 

আরে আপু এখানে তো অনেকজন অনেক কিছু তৈরি করছে আর আপনি সাবান তৈরি করেছেন দারুন আইডিয়া। ন্যাচারাল গাজরের সাবান তৈরি করার পদ্ধতি দেখতে পেরে খুবই ভালো লাগলো আপু। আমরা প্রতিনিয়তই বাইরের সাবান ব্যবহার করি কিন্তু যদি বাড়িতে এভাবে সাবান তৈরি করি তাহলে আমাদের স্কিন আরো সুন্দর হবে । ঘরোয়া ভাবে এরকম সাবান তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

হায় হায় আপু আগে কি করছেন? এমন গুরুত্বপূর্ণ একটি টিপস্ এত দিনে পরে শেয়ার করলেন। আমার তো এখনই এই সাবান বানাতে মন চাইছে। অনেক সুন্দর হয়েছে আপনার সাবান তৈরি। ধন্যবাদ এমন সুন্দর এবং ‍গুরুত্ব পূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

এটা ঠিকই বলেছেন আপনি কসমেটিক্স এর কোন প্রোডাক্ট কিনতে গেলে এখন খুব ভয় লাগে যে আসলে কোনটা আসল বা কোনটা নকল। নিজের তৈরি করা জিনিসগুলো আমাদের জন্য খুবই ভালো। আপনার ন্যাচারাল গাজরের সাবান তৈরি করা দেখে আমার কাছে বেশ ভালই লেগেছে। গাজর সাবান এবং এলোভেরা দিয়ে খুব সুন্দর সাবান তৈরি করেছেন বেশ ভালো একটা আইডিয়া পেলাম আপনার কাছ থেকে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আপনার কাছে আমার ডাইটি ভালো লেগেছে এটিই আমার কাজের সার্থকতা।

 4 months ago (edited)

আপনি দেখছি চমৎকার সুন্দর একটি সুন্দর উপকারী সাবান বানিয়েছেন আপু।ভীষণ ভালো লাগছে সাবানের তৈরি পদ্ধতি টি।যে কেউ খুব তারাতারি এই সাবানটি বানিয়ে ফেলতে পারবে আপনার সাবান বানানো পদ্ধতি অনুসরণ করে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে সাবান তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 63915.30
ETH 2740.13
USDT 1.00
SBD 2.59