অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সুস্থ আছেন এবং সুন্দরভাবে জীবন অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

IMG_20240908_180325.jpg


আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত "একগুচ্ছ অনু কবিতা" নিয়ে হাজির হতে যাচ্ছি। জানিনা আমার অনু কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগে? তবে আমি সব সময় লিখে যাচ্ছি এবং লিখে যাব। কারণ এই উৎস এবং আগ্রহ আপনাদের মন্তব্য সুন্দর দিকনির্দেশনার মাধ্যমিকই হচ্ছে।এ পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু কষ্ট থাকে। যে কষ্টগুলো অনেকে প্রকাশ করতে পারে আবার অনেকে প্রকাশ না করে সেটিকে আবদ্ধ করে রাখে মনে ভিতর। তবে কষ্টগুলো নিজের ভিতরে আবদ্ধ করে রাখা এটি অনেক বড় কষ্টের।তাই নিজের কষ্ট গুলোকে বিশ্বস্ত কারো সঙ্গে শেয়ার করায় সবচাইতে ভালো।এতে আমার মনে হয় সঠিক পরামর্শ পাওয়া যেমন সম্ভব, তেমনি মনের ভিতরে যে চাপ সে চাপটাও কমে যায়।চলুন আর কথা না বাড়িয়ে আমার "একগুচ্ছ অনু কবিতা"য় কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

একগুচ্ছ অনু কবিতা
সায়মা আক্তার

অনু কবিতা-০১

কষ্টগুলো জমে হৃদয়ের কোনে
অভিমানী মন নিস্তব্ধ এখন,
মনের চঞ্চলতা অবুঝ হৃদয়ে
ছিল যখন ভালোবাসা
তোমাকে একান্ত করে পাওয়ার
ইচ্ছাও ছিল মনে
প্রবল বেগের ঝড়,
আবেগে ভরা মন
স্তব্ধ হয়ে যায় তখন
তোমার কারনে তোমারই জন্যে।

অনু কবিতা-০২

অভিমানে অভিনয়ে জীবনটা
বাস্তবতা ঘিরে আছে
দুঃখ কষ্টে মনটা,
সুখ নিয়ে বেঁচে আছি
সবকিছুতে লুকোচুরি,
তুমি আমি নয়তো কাছাকাছি
তবুও কেন এত অভিনয়ের ছড়াছড়ি ।

অনু কবিতা-০৩

সুখ দুঃখের নেই কোন সীমানা
ওই দূর আকাশ পানে
উড়ে যাওয়া পাখিটি
নেই কোন গন্তব্য
তারপরও নেই তার মন্তব্য।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Messenger_creation_028DA0B1-C10B-4050-87E0-AB930BA0D32E.png

Sort:  
 11 days ago 

সত্যিই আপু কষ্টগুলো নিজের ভেতরে আবদ্ধ করে রাখা আরো বেশি কষ্টের। আপনি খুবই চমৎকার কবিতা লিখেন আপু। এর আগেও আপনার লেখা কবিতা অনেক পড়েছি। অসাধারণ কবিতা শেয়ার করেছেন আপনি।

 10 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 11 days ago 

এটা ঠিক বলেছেন আপনি, কষ্টগুলো নিজের মধ্যে না রেখে বিশ্বস্ত কারো সাথে শেয়ার করা উচিত। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতা গুলো পড়ে। নিজের অনুভূতি গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দর ছন্দ সাজিয়ে আপনি প্রত্যেকটা কবিতা লিখেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 10 days ago 

আমার অনু কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 11 days ago 

এটা সত্যি কথা বলেছেন আপনি মানুষের কষ্টের কথাগুলো যদি বিশ্বস্ত কারোর কাছে শেয়ার করা যায় তবে তার থেকে ভালো সাজেশন পাওয়া সম্ভব। আজকে আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 10 days ago 

আমার অনু কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 11 days ago 

বেশ ভালোলাগার মতো অনু কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম। কবিতা মনের ভাষা বলে। তাই মনের মাধুরী মিশিয়ে কবিতা লেখা যায়। যেখানে অব্যক্ত কথাগুলো ব্যক্ত করা সম্ভব খুব সহজে।

 10 days ago 

আমার অনু কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন। শুনে অনেক ভালো লাগলো।

 11 days ago 

কখনো কখনো নিজের কষ্ট গুলো অন্যের কাছে শেয়ার করতে ইচ্ছে করে। কিন্তু বর্তমান সময়ে মানুষ কে চেনা বড় দায়।তাই নিজের কষ্ট গুলো একান্ত নিজের কাছেই রাখাই শ্রেয়। আপনি মনের কষ্ট নিয়ে এক গুচ্ছ কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো।

 10 days ago 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

 11 days ago 

অনেক সুন্দর ভাবে ছোট ছোট কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আমার কাছে অনেক ভালো লাগলো। ছোট কবিতা হলেও এর মধ্যে অনেক ভাব গম্ভীর্য রয়েছে। রয়েছে মনের অনুভূতি। কবিতাগুলো লিখে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 10 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 11 days ago 

খুব সুন্দর তিনটি অনু কবিতা লিখলেন। প্রতিটি কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। অনু কবিতা লিখতে আমার খুব ভালো লাগে। কবিতার মাধ্যমে মনের ভাবগুলো লিখে সবার সাথে শেয়ার করা যায় এটা হচ্ছে সব চেয়ে ভালো দিক। অনেক ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 10 days ago 

ঠিক বলেছেন আপু মনের কষ্টগুলো কাউকে শেয়ার করতে না পারলে আরো বেশি দম বন্ধ লাগে। আবার সবাইকে সবকিছু শেয়ার করা যায় না। এজন্য বুঝে শুনে বিশ্বস্ত লোকের কাছে শেয়ার করতে হয়। যাই হোক আপনার আজকের অনু কবিতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 10 days ago 

আমার কবিতাগুলো আপনার ভালো লেগেছে। যেন অনেক ভালো লাগলো আপু।

 10 days ago 

আসলেই নিজের মনের ভিতরে কষ্টগুলো চেপে রাখা অনেক কষ্টের।কারো সঙ্গে প্রকাশ করলেই অনেকখানি কষ্ট কমে যায়, আপনি সুন্দর কবিতা লিখেছেন।আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎস দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 9 days ago 

আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার অনু কবিতা গুলো আপনার ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60938.00
ETH 2386.38
USDT 1.00
SBD 2.57