ফটোগ্রাফি পোস্ট ||| সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের এবং বাংলা এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা রাখি সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে সবার।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগ দেওয়ার পর ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে গেছে সবার। যেখানেই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই চেষ্টা করি সেই মুহূর্তেই ফোনটি নিয়ে ফটোগ্রাফি করতে।যদিও ফটোগ্রাফি করতে অনেক নিয়ম-কানুন বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করতে হয়।তারপরও এই ফটোগ্রাফি করতে সবার ভালো লাগে। তাইতো প্রতিদিনের মতো যখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম দেখি স্কুলের পাশে একটি নার্সারি। ফুল গুলোর ফটোগ্রাফি করতে আমি আর ভুল করলাম না কারণ ফুল গুলো দেখতে এতটা সুন্দর ছিল। আমার আবার সব ফুলের নাম মনে থাকে না একেকটা ফুলের নাম আরেকটার সঙ্গে জড়িয়ে ফেলি। তাইতো সবগুলো ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। প্রকৃতির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে বিলিন করে দেয়।আর তার রূপ দেখে আমরা সবাই মুগ্ধ হই। চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে"সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি।সেই "সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি" দেখে নেওয়া যাক।

received_922785362305936.jpeg

গাদা

শীতের সময় ফুলের সতেজতা ও সজীবতা মুগ্ধ করে সবাইকে। এই সময় গাদা ফুলের কোন জুড়ি নেই যেদিকে তাকাই সব দিকে গাঁদা ফুলটি দেখতে পাই। তবে গাঁদা ফুলের বিভিন্ন ধরনের কালার হয় কাঁচা হলুদ, গারো কমলা,লাল ইত্যাদি নজর কাড়া গাঁদা ফুল যা সবাইকে আকৃষ্ট করে।

received_940053700873361.jpeg

received_350056871324101.jpeg

গোলাপ

গোলাপ ফুলের রানী এক নামে সবাই চিনে।গোলাপের সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে।গোলাপ বিভিন্ন রঙের হয় সাদা, লাল, হলুদ , হালকা গোলাপি, কালো গোলাপ ইত্যাদি বিভিন্ন রঙের ফুল হয়ে থাকে।এই ফুল প্রত্যেকটি মানুষকে এতটা আকৃষ্ট করে।কারো মন যদি খারাপ থাকে এই গোলাপ ফুল পেলে নিমিষেই মনটি ভালো হয়ে যায়।

received_348793834716507.jpeg

জিনিয়া

হলুদ রঙের জিনিয়া ফুলটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ফুলটি এতো সতেজতা ছিল। আর পাতাগুলোর মধ্যে মনে হয় কুয়াশা ছিল দেখতে বেশ দারুন লাগছিল। সবুজ পাতার ভেতরে এরকম হলুদ ফুল কার না ভালো লাগে না বলেন দেখতেও যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় লাগছিল।

received_3527341167576464.jpeg

তারা

গারো হলুদ রঙের তারা ফুলটি দেখতেও আমার ভীষণ ভালো লাগছিল তাই তো তারও ফটোগ্রাফি করতে আমি ভুল করিনি। ফুল সৌন্দর্যের প্রতিক আর ফুল দেখলে অটোমেটিক মনটাও ভালো হয়ে যায়।

received_861007445776013.jpeg

received_696578149226402.jpeg

নাম না জানা ফুল।

নাম না জানা আরেকটি বেগুনি রংয়ের ফুল আমার অনেক ভালো লেগেছে। সবুজ পাতার ভেতরের ছোট ছোট ফুল দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল তাই তো তারও একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে এবং নতুন কোনো রেসিপি তৈরি করতে ও নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে চেষ্টা করি এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষদের নিয়ে কাজ করার চেষ্টা করি এবং তাদের সহযোগিতা করতে নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

শীতকাল মানেই বিভিন্ন ফুলের সমারোহ দ্বারা চারিপাশে ঘেরা। সেই ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে খুবই ভালো লাগে। আপনি আজকে ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। ভিন্ন ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে দেখতে। সবারই পছন্দের ফটোগ্রাফি সবার নেশা পর্যায়ে চলে গিয়েছে। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। গাঁদা ফুলটি আমার ভীষণ ভালো লাগলো সর্বোপরি আপনি গোলাপ ফুল ফুটিয়ে তুলেছেন আমাদের মাঝে যাকে ফুলের রানী বলা হয়। প্রতিটা ফুলমুগ্ধ করে তুলল এবং সুন্দর বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন, শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

আপনার তোলা সাদা রংয়ের ফুলের ফটোগ্রাফিটি বাদে সব কয়টি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির অনেক চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। আমি আশা করি আপনি আগামী দিনে এর চেয়েও আরো সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করবেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

ফটোগ্রাফি করতে আমার ও ভীষণ ভালো লাগে।আর চোখের সামনে এতো সুন্দর ফুল থাকলে ফটোগ্রাফি না করে আসলে পারা যায় না।আপু আপনি ছেলেকে স্কুলে দিয়ে এসে পাশের নার্সারি থেকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুন্দর বর্ননা তুলে ধরাতে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

আপু ফুলের সৌন্দর্য শীতকালে যেভাবে উপভোগ করা যায় অন্য সিজনে তেমন সুযোগ থাকে না। যেহেতু শীতকালে ফুল বেশি দেখা যায় আমার অনেক ভালো লাগে দেখতে। আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার দেখাচ্ছে।

 5 months ago 

গঠনমুলক মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ গেলাম। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার ফটোগ্রাফিগুলো মুগ্ধ হওয়ার মতো ছিল। জিনিয়া, তারা ফুলের ফটোগ্রাফিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে ☘️

 5 months ago 

ফুল আমার অনেক পছন্দের। সবসময় আমি ফুলকে ভালোবাসি৷ আজকে আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কিছু ফুল দেখতে পেরে খুব ভালো লাগলো৷ একদমই অসাধারণভাবে আপনি এই ফুলের ফটোগ্রাফি করেছেন৷ এর মধ্যে খুব সুন্দর কিছু বর্ণনাও দিয়েছেন৷ সবকিছু মিলিয়ে একদমই অসাধারণ হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 5 months ago 

ফটোগ্রাফি করার ক্ষেত্রে অ্যাঙ্গেল এবং ফোকাস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও আমরা এখানে কেউ প্রফেশনাল ফটোগ্রাফার নই, তবে এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে ফটোগ্রাফি করার ইচ্ছা অনেক বেড়ে গিয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তবে দুই একটা ফটোতে একটু ফোকাসের সমস্যা হয়েছে। বাকি সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।

 5 months ago 

আপনার মত আমিও মাঝে মাঝে ফুলের নাম গুলো ভুলে যাই। কিন্তু আজকের আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল। ফুলগুলোর ফটোগ্রাফি খুবই নিখুঁতভাবে করেছেন যেটা দেখে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39