DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে প্রজাপতির অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা কেমন আছেন?প্রত্যাশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।

Messenger_creation_cf5f8068-d199-4314-b1a9-24144e5da149.jpeg


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছে একটি ডাই পোস্ট নিয়ে।রঙিন কাগজ দিয়ে যে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে।তেমনি কাগজের ভাঁজে ভাঁজে নতুন একটি জিনিস তৈরি করা হলে অনেক আকর্ষণীয় দেখায়।আসলে কাগজ দিয়ে এভাবে ভাঁজ করে কোন জিনিস তৈরি করলে অনেক সাবধানতা অবলম্বন করে করতে হয়।কারণ একটু অসাবধানতা হলেই সেই কাগজটি ছিড়ে যেতে পারে এবং পুনরায় আবার তৈরি করতে হয়।তাইতো আমাদেরকে অনেক সাবধানতা ও ধৈর্যের সাথে রঙ্গিন কাগজের ডাই পোস্ট গুলো তৈরি করতে হয়। এই ডাই পোস্টগুলো তৈরি করতে আমার অনেক ভালো লাগে দেখতেও একদম অরজিনাল মনে হয়। রঙিন কাগজের অরিগ্যামি গুলো শোপিস হিসেবেও আমরা ব্যবহার করতে পারি।ওয়াল কর্নার অথবা শোকেজে রাখলেও এর সুন্দর্য বৃদ্ধি পায়।

আমি আজ আপনাদের মাঝে একটি "রঙিন কাগজে প্রজাপতির অরিগ্যামি" ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে "রঙিন কাগজে প্রজাপতির অরিগ্যামি" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।কাঁচি।

Messenger_creation_5872bd5f-4e69-49a5-9874-b3bef5ae4422.jpeg

Messenger_creation_2f1ec5f7-6ae9-47b4-89a0-ad10bd31f164.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🦋প্রথম ধাপ🦋

Messenger_creation_efb8dc74-e156-4c72-94e9-478438a18891.jpeg

Messenger_creation_51e6e5e8-3340-4b7f-874b-d5120cfa8395.jpeg

প্রথমে রঙিন কাগজের এক সাইডে সামান্য পরিমাণ ভাঁজ করে নিয়ে কেটে নিয়েছি।

🦋দ্বিতীয় ধাপ🦋

Messenger_creation_80f0dfd9-d696-4f5a-bab1-03788c0399bb.jpeg

এবার কেটে নেওয়া কাগজটি এক সাইডে কিনারে ধরে ভাঁজ করে নিয়েছি।

🦋তৃতীয় ধাপ🦋

Messenger_creation_83aa6501-d700-4b8f-9da6-939010d9c989.jpeg

ঠিক একই ভাবে আবারো অপর সাইটে ভাঁজ করে নিয়েছি।

🦋চতুর্থ ধাপ🦋

Messenger_creation_24e65168-dd72-4fb9-bcc5-028e8d5b90b7.jpeg

সব সাইডে ভাঁজ করে নেওয়া কাগজটি সেই অনুপাতে আবারো সুন্দর করে ভিতরে কাগজ ঢুকিয়ে ভাঁজ করে নিয়েছি।

🦋পঞ্চম ধাপ🦋

Messenger_creation_fa73c694-8eff-4a84-8c5c-d643ca2f2664.jpeg

রঙ্গিন কাগজটি ত্রিভুজ আকৃতি ভাঁজ করে নিয়েছি।

🦋ষষ্ঠ ধাপ🦋

Messenger_creation_6607fa36-925d-4a1e-8d67-abc14b79ee9d.jpeg

Messenger_creation_1adf21ce-5362-47c7-ad90-04ed320db6c0.jpeg

ত্রিভুজ আকৃতির কাগজটির এক সাইডের অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং ভাঁজটি খুলে নিয়েছি।

🦋সপ্তম ধাপ🦋

Messenger_creation_682e6544-5a02-44e0-a240-b9fef3b33b2b.jpeg

কেটে নেওয়া দুই সাইড আবারো ভাঁজ করে নিয়েছি।

🦋অষ্টম ধাপ🦋

Messenger_creation_350835ea-6a71-4ca2-be45-7fd31253cc78.jpeg

এবার রঙিন কাগজটি আবার উল্টা দিকে ভাঁজ করে নিয়েছি।

🦋নবম ধাপ🦋

Messenger_creation_2743bf77-f362-42d6-93fb-2df4808813b0.jpeg

এবার প্রজাপতির পাখার দুই সাইডের কাগজটি সামান্য মুড়ে নিয়েছি।

🦋দশম ধাপ🦋

Messenger_creation_cf5f8068-d199-4314-b1a9-24144e5da149.jpeg

Messenger_creation_93fa745b-96ee-40ec-8537-163b87802d0b.jpegMessenger_creation_d9424363-00bf-41d6-ac69-cb5fc131ed67.jpeg

প্রজাপতির মাথার উপরে চোখা অংশটি ভাঁজ করে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "রঙিন কাগজে প্রজাপতির অরিগ্যামি"।এবার এই "রঙিন কাগজে প্রজাপতির অরিগ্যামি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 last month 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে প্রজাপতি তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

রঙিন কাগজে প্রজাপতির অরিগ্যামি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি প্রজাপতি তৈরি করেছেন। ধাপগুলো দেখে খুব সহজে শিখে নিয়েছি, পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 last month 

আমার পোস্ট দেখে আপনি শিখতে পেরেছেন শুনে অনেক ভালো লাগলো।

 last month 

প্রজাপতি আমি এমনিতে অনেক পছন্দ করি। আজ আপনার রঙিন কাগজের প্রজাপতিটিও সুন্দর করে বানিয়েছেন আপু। আসলে রঙিন কাগজে যে কোন জিনিস বানালে দেখতে অসাধারণ লাগে। আজ আপনার রঙিন কাগজের প্রজাপতি অনেক সুন্দর লাগছে ধাপগুলোও অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

চেষ্টা করেছি ভালোভাবে উপস্থাপন করার জন্য কিন্তু আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 last month 

আপনি তো দেখতেছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতির অরিগ্যামি বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ চমৎকার লাগে। তবে রঙিন কাগজের এই প্রজাপতি যদি ঘরের দেয়ালের সাথে ঘাম দিয়ে লাগিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। সত্যি বলতে আপনার রঙিন কাগজের প্রজাপতি অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে।তবে রঙিন কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করতে গেলে অনেক ধৈর্য সহকারে করতে হয়।

 last month 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতি দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের প্রজাপতি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি প্রজাপতি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23