DIY ||| এসো নিজে করি ||| অসাধারণ ফুলের ঝুড়ি।

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম।প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দর ভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

Messenger_creation_4a455450-2ddc-49d1-8b11-10948a004757.jpeg


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ডাইপোস্ট নিয়ে। ডাইপোস্ট গুলো তৈরি করতে অনেক সময় লাগে।কারণ কাগজগুলো কাটিং করে গাম দিয়ে আটকানো ও বিভিন্ন জিনিসের ব্যবহার করে ডাই পোস্টের সুন্দর্য্য বর্ধন করতে হয়। অরিগ্যামি পোস্ট গুলো যেমন কাগজ ভাঁজ করে করতে হয়। তেমনি কাটিং ডাই পোস্ট গুলো করতে ধৈর্য ও সময় নিয়ে করতে হয়। কারণ একটি জিনিস মাথায় রাখতে হয় এই ডাই পোস্ট গুলো কিভাবে করলে সুন্দর্য্য বৃদ্ধি হবে এবং ইউনিক হবে। তাইতো আমি আজ আপনাদের মাঝে হাজির হলাম একটি "অসাধারণ ফুলের ঝুড়ি" নিয়ে।আমরা যে প্রডাক্টটি ব্যবহার করি তারপর সেই প্রডাক্টের বক্সটি অনেকেই ফেলে দেই। কিন্তু ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও অনেক সুন্দর জিনিস তৈরি করা সম্ভব।আমি অকেজো সাবানের বক্স দিয়ে একটি ফুলের ঝুড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে "অসাধারণ ফুলের ঝুড়ি"টি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।গাম।
৩।কাঁচি
৪।ঝিকিমিকি কাগজ।
৫।পমপম।

Messenger_creation_0090cac7-c2cd-46bb-bc18-cb655a11a30b.jpegMessenger_creation_aedfe940-74b0-4363-8bf9-cffb003c8c05.jpeg
Messenger_creation_1644c638-6cd6-4429-93d0-caf92e3f66a7.jpegMessenger_creation_1da9ecef-6851-4ab9-a0fb-1e96adab5684.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🛒প্রথম ধাপ🛒

Messenger_creation_01e99e77-bd25-4b0a-9e02-55b491dd5892.jpeg

প্রথমে সাবানের বক্সটির উপরের অংশ কেটে নিয়েছি।

🛒দ্বিতীয় ধাপ🛒

Messenger_creation_b1b2a460-6b1c-4906-8696-3048a7cff618.jpeg

এবার সাইডের কিছু অংশ বক্সটি থেকে ভালো করে আবারও কেটে নিয়েছি।

🛒তৃতীয় ধাপ🛒

Messenger_creation_25f13570-e3a7-4b66-849c-d10cefdaba02.jpeg

সাবানের বক্সের নিচের অংশে গাম লাগিয়ে রঙ্গিন কাগজ লাগিয়ে নিয়েছি।

🛒চতুর্থ ধাপ🛒

Messenger_creation_fd248baa-e7a2-456b-9a59-54674d99b630.jpeg

এরপর দুই সাইডে গাম লাগিয়ে রঙিন কাগজ দিয়ে লাগিয়ে নিয়েছি।

🛒পঞ্চম ধাপ🛒

Messenger_creation_f8574fa2-a486-48f1-9607-d29501517c4d.jpeg

ঠিক একই ভাবে অপর সাইডেও গাম লাগিয়ে রঙিন কাগজ দিয়ে আটকে দিয়েছি।

🛒ষষ্ঠ ধাপ🛒

Messenger_creation_000e3a44-7800-47d2-a2f0-ee75295c732b.jpeg

এবার অবশিষ্ট রঙ্গিন কাগজগুলো কাঁচি দিয়ে কেটে সুন্দর করে গাম লাগিয়ে আটকে নিয়েছি।

🛒সপ্তম ধাপ🛒

Messenger_creation_be860849-e043-4a0f-89a4-796dce274601.jpegMessenger_creation_9320026a-5863-45b9-81f4-e110239aaa57.jpeg

Messenger_creation_74186170-1de8-4696-be19-1d5c4f31c296.jpeg

ঝুড়িটির ভিতরে অংশটি ঢাকার জন্য আবারো আরেকটি রঙ্গিন কাগজ কেটে গাম লাগিয়ে দিয়ে আটকে নিয়েছি।

🛒অষ্টম ধাপ🛒

Messenger_creation_e6a87d7b-61a3-49a1-aacd-f0dc7525ee97.jpeg

এবার কিছু ঝিকিমিকি কাগজ কেটে নিয়েছি।

🛒নবম ধাপ🛒

Messenger_creation_5e4a1a8b-42c3-4420-ba41-4610ec534904.jpeg

Messenger_creation_0463e209-1cde-421d-8653-9b18da2ee58e.jpeg

সেই ঝিকিমিকি লাল কাগজ দিয়ে ফুলের ডিজাইন করে নিয়েছি দুই সাইডে।

🛒দশম ধাপ🛒

Messenger_creation_c563c77b-e2c0-4798-a0a2-7fb880a0fd54.jpeg

Messenger_creation_b7525591-4bcb-477a-9212-217e9a828619.jpeg

অপর দুই সাইডে গ্লিটার কাগজটি ছোট ছোট করে কেটে সুন্দর করে আটকে নিয়েছি।

🛒এগারো তম ধাপ🛒

Messenger_creation_a75f905f-73db-4c25-bc98-a7d8ac60502d.jpegMessenger_creation_c8a928f1-6d81-4654-b717-fdb51ce58232.jpeg

Messenger_creation_b7962d81-0407-46e7-bc1f-621e5a5bf365.jpeg

এবার ঝুড়িটি ধরার জন্য একটি গ্লিটার কাগজ কেটে দুই প্রান্তে আটকে নিয়েছি। আর ঝুড়ির সৌন্দর্য্য বাড়ানোর জন্য ভিতরে কিছু পমপম দিয়ে দিয়েছি। এভাবে হয়ে গেল আমার "অসাধারণ ফুলের ঝুড়ি"।এবার এই "অসাধারণ ফুলের ঝুড়ি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। । আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 4 months ago 

সত্যি আপু আপনার এই সুন্দর আইডিয়াটা দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। কারণ আপনি অনেক বেশি সুন্দর করে এত সুন্দর দেখতে একটা ঝুড়ি তৈরি করেছেন। এই ধরনের হাতের কাজ গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। অনেক সুন্দর করে এই কিউট জুড়িটার মধ্যে ফুল রেখেছেন। যার কারণে আরো ভালো লাগতেছে দেখতে। এটার মধ্যে আপনি ছোটখাটো কোনো জিনিসও রাখতে পারবেন।

 4 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 months ago 

দেখে মুগ্ধ হয়ে গেলাম খুব সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি করে নিলেন আপনি। এত সুন্দর একটি ফুলের ঝুড়ি দেখতে বেশ ভালো লাগলো। ইউনিক কিছু তৈরি করলে মাঝে মাঝে অনেক ভালো লাগে। নিজের তৈরি করতে যেমন ভালো লাগে অন্যদের থেকে দেখলেও ভালো লাগে। সুন্দর করে আপনি ধাপ গুলো আমাদের সাথে উপস্থাপন করলেন। কালার কম্বিনেশন দেখতে অসাধারণ হলো।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

রঙিন কাগজ ঝিকিমিকি কাগজ ও পমপম দিয়ে খুব সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি করেছেন । ফুলের ঝুড়িটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে ,আসলে ফুল হচ্ছে শোভা বর্ধনকারী ফুল যে পাত্ররে রাখা যাই না কেন সে পাত্রের সৌন্দর্য বৃদ্ধি পায়। ফুলের ঝুড়ি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে এমন সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি করে সেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

চেষ্টা করেছি ভালোভাবে উপস্থাপন করার জন্য। আর আপনার কাছে ভালো লেগেছে এটা আমার বড় পাওয়া।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে নিজের ইচ্ছামত বিভিন্ন জিনিস তৈরি করা যায়। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে অসাধারণ ফুলের ঝুড়ি তৈরি করেছেন। ফুলের ঝুড়িটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। তৈরি করা ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

আমার তৈরি ফুলের ঝুড়িটি আপনার কাছে ভালো লেগেছে। জেনে অনেক ভালো লাগলো ভাই।

 4 months ago 

আপু আপনি অনেক সুন্দর করে ঝুড়ি তৈরি করেছেন। এই ধরনের কাজগুলো করতে অনেক দক্ষতা লাগে। আর আপনার আইডিয়াটা খুবই ভালো লেগেছে আমার। সুন্দর একটি ঝুড়ি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

সাবানের বক্স থেকে খুব সুন্দর একটা ফুলের ছবি তৈরি করেছেন। আপনার আইডিয়াটা খুবই সুন্দর। গ্লিটার পেপার ব্যবহার করার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। চমৎকারভাবে তৈরি করেছেন পুরো ঝুড়িটি। ধন্যবাদ আপু।

 4 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 4 months ago 

আপনার ঝুড়িটি দেখে সত্যি অনেক ভালো লেগেছে। ঝুড়ির ভিতরে ফুল গুলো দেখতে আরো অনেক সুন্দর। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমার ডাইটি আপনার কাছে ভালো লেগেছে এটি আমার জন্য বড় পাওয়া।

 4 months ago 

খুবই সুন্দর ঝুড়ি তৈরি করেছেন। আপনার ঝুড়ি তৈরি করা দেখতে পেয়ে আমার অনেক ভালো লেগেছে। ধাপগুলো দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।

 4 months ago 

মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

সত্যি অসাধারণ একটি ফুলের ঝুড়ি বানিয়েছেন আপু।চমৎকার সুন্দর লাগছে আপনার বানানো ফুলের ঝুড়ি টি। অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে দক্ষতার সাথে চমৎকার পদ্ধতিতে ফুলের ঝুড়িটি বানিয়েছেন আপু। ধাপে ধাপে ফুলের ঝুড়িটি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দিদি।

 4 months ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে রঙিন কাগজ এবং ঝিকিমিকি কাগজ দিয়ে সুন্দর ফুলের ঝুড়ি তৈরি করেছেন। তবে আমি আপনার ফুলের ঝুড়ি তৈরি দেখে হা করে তাকিয়ে রইলাম। তবে আপনার ফুলের ঝুড়ি যেই দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। এবং এই ফুলের ঝুড়ি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতেও বেশ ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজ এবং ঝিকিমিকি কাগজ দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করার জন্য।

 4 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75904.17
ETH 2906.60
USDT 1.00
SBD 2.64