স্বরচিত অনু কবিতা পোস্ট ||| ভিন্ন ধরনের অণু কবিতা।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

flower-8793796_1280.jpg

source

আমি প্রতি সপ্তাহে একটি অনু কবিতা পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি।ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারো আপনাদের মাঝে অণু কবিতা নিয়ে হাজির হলাম।আমরা সব সময় অল্পতে হতাশ হয়ে যাই।একটু যদি সমস্যায় পরী তাহলে অনেক হতাশায় ভুগি কারণ মনে হয় সব সময় আমার জীবনে সমস্যা লেগে আছে।কিন্তু সমস্যা কখনো চিরস্থায়ী নয় যেমন সুখ চিরস্থায়ী নয়।তাই আমাদের সব সময় মনে রাখা উচিত যেমন সূর্য অস্ত যাওয়ায় পরবর্তী সূর্য উদয় হওয়ার সময় নিকটে আসে।আবার অন্ধকার যত ঘনিয়ে আসবে ততই আলো আসার সম্ভাবনা বেড়ে যাবে। এটি যদি আমরা আমাদের মনে জায়গা করে দিতে পারি তাহলে আমাদের সুখ-শান্তি সবই থাকবে আমাদের জীবনে।আমার অনু কবিতা গুলো কতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পারে সেটি আমি জানি না। তবে আমার লেখা অনু কবিতা যদি আপনাদের ভালো লাগে তবে আমার লেখার সার্থকতা।চলুন আর কথা না বাড়ি আমার অনু কবিতা গুলো দেখে নেওয়া যাক এবং কতটুকু লিখতে পেরেছি তা যাচাই করে। আপনাদের সুচিন্তিত মতামত কামনা করছি।

অনু কবিতা-০১

সুখ দুঃখ নিয়ে জিবন
দুঃখ কারো চিরস্থায়ী নয়,
দুঃখের সময় যদি
আপন মানুষের ভাষা পরিবর্তন হয়
তবে হতাশার কারনও নেই
আকাশের মেঘ দীর্ঘস্থায়ী নয়
সময়ের সাথে পরিবর্তন হয়।

অনু কবিতা-০২

জিবন তো খেলনা নয়
যুদ্ধ করেই বাচতে হয়,
অন্ধকার আলোর মাঝে
জিবনটা চলছে সর্ব ক্ষণে
ধৈর্য ও আস্থা নিয়ে
এগিয়ে যেতে হবে
সামনের দিকে তাল মিলিয়ে।

অনু কবিতা-০৩

তুমি বৃষ্টি হলে
আমি হবো জমিন,
তুমি বৃক্ষ হলে
আমি হবো ফুল
তুমি সাগর হলে
আমি হবো নদি
তুমি শাসন করলে
আমি হবে অবুঝ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩আজকের মত বিদায়🇧🇩

Sort:  
 last month 

আপুর সুখ শান্তি যেমন চিরস্থায়ী নয়, তেমনি মানুষও কিন্তু এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। তবে যতটুকু সময় আমরা এই পৃথিবীতে বাঁচি নিজেকে সবসময় সুখী রাখার চেষ্টা করাই ভালো। যাইহোক আপনি খুব সুন্দর একটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার তিনটি কবিতা পড়ে খুব ভালো লাগলো। অনু কবিতা পড়তে সব সময় আমার কাছে ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে খুব সুন্দর ভাবে তিনটি কবিতা লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর তিনটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আমার অনু কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 last month 

পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয়। সৃষ্টিকর্তা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব একদিন হারিয়ে যাবে। আজকে যেটা আছে কালকে সেটা নাও থাকতে পারে এটাই হলো বাস্তবতা। যাইহোক আপনি আজকে ভিন্ন ধরনের কিছু কবিতা লিখেছেন আপনার লেখা অনুভূতিতে পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

সমস্যা কিংবা ভালো থাকা সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের জীবন। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে কখনো ভালো থাকি কখনো সমস্যার মধ্যে থাকি। আপু আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

আপু আপনি ঠিকই বলেছেন, অন্ধকার যত ঘনিয়ে আসবে, ততই আলোর দার উন্মোচিত হয়। আর এই আলো ও অন্ধকার নিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। যাইহোক আপু, আপনার কবিতা সব সময় মুগ্ধতা ছড়ায়। ঠিক তেমনি আজকের অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। প্রতি হ্যাংআউটে আপনার স্বরচিত কবিতা আবৃত্তি গুলো শুনে মুগ্ধ হয়ে যাই। আপনার কবিতা লেখার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু, প্রতিনিয়ত নতুন নতুন অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

প্রতিটা মানুষের জীবনে কখনো সুখ আবার কখনো দুঃখ এর মধ্যেই সীমাবদ্ধ। দুঃখের সময় সুখের গুরুত্ব কতটুকু সেটা বুঝতে পারা যায়। সেজন্য দুঃখের সময় নিরসনে চলবে না সুখের প্রাপ্তি পাওয়ার ইচ্ছাটা ধরে রাখতে হবে আজকে আপনার লেখা কবিতাটি পড়ে সেটাই উপলব্ধি করতে পারলাম। অনেক ভালো লেগেছে আপনার লেখা কবিতাটি।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

আপু আপনার কবিতা গুলো বরাবর ভালো লাগে আমার।খুব সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন আপনি।আপনার আবৃত্তি গুলোও সুন্দর লাগে আমার।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

সব গুলো অনুকবিতাই অনেক সুন্দর হয়েছে। তবে প্রথম কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। প্রথম দুটি কবিতায় বাস্তবটা ফুলে উঠেছে আর শেষের কবিতায় ভালোবাসা ফুটে উঠেছে।

 last month 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

বাহ আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে আপনার অনু কবিতাগুলো আমার কাছে খুব ভালো লাগলো। আসলে অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে কিন্তু বেশ ভালই লাগে। এই প্লাটফর্মে অনেকে খুব সুন্দর সুন্দর মন কবিতা লিখে। খুব সুন্দর করে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

সবসময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎস দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last month 

দারুন কিছু অনুকবিতা উপহার দিয়েছেন আমাদেরকে। খুবই সুন্দর ছন্দময় অনু কবিতা। আপনার অনুকবিতা গুলো পড়ে খুব ভালো লাগলো। একটার সাথে আরেকটা দারুন মিল খুঁজে পাওয়া গেল।

 last month 

আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে, এটা আমার জন্য বড় পাওয়া।

 29 days ago 

বেশ সুন্দর সুন্দর কয়েকটি অণু কবিতা লিখেছেন আপু। আপনার অণু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। সত্যি এই ধরনের কবিতা গুলো পড়লে মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। এই কবিতাগুলো পড়ার মাঝেও অনেক আনন্দ রয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 28 days ago 

আমার অনুকবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15